বাংলাদেশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্নির্মাণ নিয়ে কেন ত্রিপুরার উদ্বেগ
Published: 22nd, April 2025 GMT
বর্ষা মৌসুম শুরুর ঠিক আগে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোর জনপ্রতিনিধিরা বাংলাদেশের অংশে অপেক্ষাকৃত বড় বাঁধের পুনর্নির্মাণ হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহাকে জানিয়েছিলেন। সর্বশেষ গত শুক্রবার সীমান্তবর্তী দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া বিধানসভা আসনের সিপিআইএম (কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মার্ক্সবাদী) বিধায়ক দীপঙ্কর সেন বাংলাদেশের অর্থে বাঁধ নির্মাণের বিষয়টি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সেই চিঠির ভিত্তিতে গত রোববার ত্রিপুরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আধিকারিকেরা সীমান্ত অঞ্চল পরিদর্শন করেছেন।
ওই অঞ্চল পরিদর্শনের বিষয়ে গতকাল সোমবার টেলিফোনে প্রথম আলোকে বিধায়ক দীপঙ্কর সেন বলেন, বিলোনিয়ার উল্টো দিকে, অর্থাৎ বাংলাদেশ অংশে একটি বাঁধ পুর্নর্নিমিত হচ্ছে। বিলোনিয়ার উত্তর অংশের জল বাংলাদেশের কালিকাপুর দিয়ে ঢোকে। এই জল যাতে দক্ষিণ ত্রিপুরা থেকে যেতে না পারে, সে জন্য আগেই একটি বাঁধ বাংলাদেশ নির্মাণ করেছিল। তবে প্রতি বর্ষায় এই বাঁধ ভেঙে যায় বলে নতুন বাঁধ নির্মাণ করা হচ্ছে। এবার বাঁধটি অনেক শক্তপোক্ত করা হচ্ছে। উচ্চতাও আগের বাঁধের তুলনায় প্রায় দ্বিগুণ।
দীপঙ্কর সেনের দাবি, ‘আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, সম্ভবত এত উচ্চতায় বাঁধ করা যায় না। দ্বিতীয়ত, সীমান্তের ১৫০ গজের মধ্যে নির্মাণ করা যায় না। আমি ওই অঞ্চলে গিয়েছিলাম। সাধারণ মানুষ জানিয়েছেন, এই বাঁধ নির্মাণ করা হচ্ছে।’
উত্তর বিলোনিয়াসহ অন্যান্য অঞ্চল পরিদর্শন করেছেন দীপঙ্কর সেন। তিনি বলেন, এসব অঞ্চলের মানুষ তাঁকে বলেছেন, ওই অঞ্চল থেকে খাল কেটে জল অন্য নদীতে ফেলে তা শহরের বাইরে নেওয়া সম্ভব। তবে সরকার কী করবে, সে সম্পর্কে কিছু বলতে চাননি তিনি।
দীপঙ্কর বলেন, ‘আমি জানিয়েছি, এখন দেখা যাক কী হয়।’
সরকারি হিসাবমতে, গত বছরের বন্যায় ত্রিপুরার বিভিন্ন অঞ্চলের ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। মৃত্যু হয়েছিল ৩৮ জনের। বিষয়টি মাথায় রেখে ত্রিপুরার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের সচিব কিরণ গীত্বর নেতৃত্বে একটি সরকারি দল গত রোববার ঘটনাস্থলে যায়।
গীত্বকে উদ্ধৃত করে ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা জানিয়েছে, ‘রাজ্যে গত বছর অবিশ্বাস্য বন্যা হয়েছিল। প্রচুর ছোট বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল অথবা ভেঙে পড়েছিল। সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল দক্ষিণ ত্রিপুরায়, যা মেরামতের কাজ এখনো চলছে। যাবতীয় মেরামতকাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করা হবে।’
গীত্ব আরও বলেছেন, যেহেতু বেলোনিয়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই সেখানে পাঁচজন প্রকৌশলীকে দ্রুত কাজ সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বাংলাদেশে বাঁধ নির্মাণের বিষয়ে গীত্ব কোনো মন্তব্য করেননি।
তবে বিলোনিয়া পৌরসভার প্রধান নিখিল চন্দ্র গোপ বলেন, বিলোনিয়া শহরকে রক্ষা করার লক্ষ্যে ভারতের অংশে বাঁধের উচ্চতা এক থেকে দুই মিটার বাড়ানো প্রয়োজন।
দীপঙ্কর সেন বলেন, ‘গত বছরের বন্যায় ৩০-৩৫টি ঘর ধসে পড়েছিল। এবার যাতে সেটা না হয়, সে জন্য আমি দক্ষিণ ত্রিপুরা জেলার প্রশাসনকে অনুরোধ করে চিঠি দিয়েছি।’
সীমান্তবর্তী অঞ্চলের এক গ্রামবাসীকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা বলেছে, গ্রামের মানুষ মনে করছেন, বাংলাদেশের বাঁধ নির্মাণের বিষয়ে তাঁরা আগেই স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলেন। বাংলাদেশের অংশে বাঁধ নির্মাণের কাজ শেষ হওয়ার পর সরকারের টনক নড়েছে।
এর আগে গত জানুয়ারিতে উত্তর ত্রিপুরার উনকোটি জেলার বিধায়ক বীরজিৎ সিনহা মুখ্যমন্ত্রী মানিক সাহাকে চিঠি লিখে জানান, বাংলাদেশ অংশে একটি বাঁধ নির্মাণ করা হচ্ছে, যা ভবিষ্যতে তাঁর জেলাকে সমস্যায় ফেলবে।
প্রথম আলোর ফেনী সংবাদদাতা জানান, গত বছরের আগস্টে বন্যায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ত্রিপুরার বিলোনিয়া ও ফেনীর বল্লামুখার বেড়িবাঁধের ৩ পয়েন্টে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে উজানের পানিতে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এসব জেলায় ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল ৫০ লাখের বেশি মানুষ। আর বন্যায় সবচেয়ে মারা গেছে ফেনীতে।
বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত এলাকায় বল্লামুখা বাঁধ পুনর্নির্মাণের কাজ চলছে। এখন বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩৯০ মিটার জায়গায় সংস্কারকাজ চলছে। ইতিমধ্যে ৪০ শতাংশ বেড়িবাঁধ মেরামত করা হয়েছে। বিজিবির তত্ত্বাবধানে বাঁধের সংস্কারকাজ চলমান।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ম ন তবর ত ন র ম ণ কর গত বছর সরক র
এছাড়াও পড়ুন:
প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ২ ভাশুর গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক বিরােধের জেরে সৌদি আরব প্রবাসীর স্ত্রী শারমিন আক্তারকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযাগ উঠছে। এ ঘটনায় পুলিশ ভুক্তভোগীর দুই ভাশুর মঙ্গল মিয়া (৪৫) ও জয়নাল আবদীনকে (৪২) গ্রেপ্তার করেছে।
সােমবার (২১ এপ্রিল) বিকেলে সদর উপজলার সুলতানপুর ইউনিয়নের মধ্যপাড়ায় নির্যাতনের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী গৃহবধূ ব্রাহ্মণবাড়িয়া সদর মডল থানায় মামলা করেছেন।
নির্যাতনর শিকার গৃহবধূ শারমিন আক্তার সুলতানপুর ইউনিয়নের মধ্যপাড়ার মন্তাজ মিয়ার ছেলে হায়দার আলীর স্ত্রী।
আরো পড়ুন:
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
নড়াইলে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতার হাত বিচ্ছিন্ন
ভুক্তভাগীর মা নূরজাহান বেগম জানান, প্রায় ১৭ বছর আগে হায়দার আলীর সঙ্গে শারমিনের বিয়ে হয়। হায়দার ১০ বছর ধরে সৌদি আরবে আছেন। ৯ মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। পরে তিনি সৌদি আরব চলে যান।
তিনি আরো জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায় শারমিনের সঙ্গে তার শ্বশুর বাড়ির লােকজনদের ঝগড়া হত। পারিবারিক এই বিরােধের কারণে সােমবার বিকেলে তার মেয়ে শারমিনকে দুই ভাশুরসহ শ্বশুর বাড়ির লােকজন মারধর করে। তারা বাড়ির একটি নারকেল গাছের সঙ্গে শারমিনকে বেঁধে নির্যাতন করে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন নূরজাহান বেগম।
ভুক্তভাগী শারমিন আক্তার বলেন, “শ্বশুর বাড়ির লাকজন আমার স্বামীর কাছ থেকে দুই লাখ টাকা ধার নিয়েছিল। সেই টাকা তারা ফেরত দেয়নি। আমার স্বামী বারণ করায় আমি তাদর কাছে টাকা চাই না। শ্বশুর বাড়ির লােকজন প্রতিনিয়ত আমার সঙ্গে ঝগড়া করে। আমি সােমবার বিকেলে অন্যত্র বাসা নিয়ে চলে যাওয়ার বিষয়ে স্বামীর সঙ্গে কথা বলেছিলাম। এ সময় দুই ভাশুর, জা ও ভাতিজারা এসে আমাকে ঘর থেক ধরে এনে মারধর করে। পরে গাছের সাথে বেঁধে মারধর করা হয় আমাকে। পরে স্থানীয় মেম্বার এসে আমাকে উদ্ধার করেন।”
তিনি আরো বলেন, “আমি হাসপাতালে চিকিৎসা নিয়েছি। ওই ঘটনায় আমি দুই ভাশুর, তাদের স্ত্রীসহ অন্যদের আসামি করে সােমবার রাতে সদর মডেল থানায় অভিযাগ দিয়েছি। মঙ্গলবার সকালে আমার অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত হয়। আমি এই ঘটনার বিচার চাই।”
সুলতানপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডর ইউপি সদস্য মাে. রিপন মিয়া বলেন, “শুনেছি শারমিন তার শ্বশুরকে মারধর করেছে, এর জেরে তারা শারমিনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। আমি খবর পেয়ে তাদর বাড়িতে গিয়ে শারমিনকে উদ্ধার করি। ঘটনাটি অত্যন্ত জঘন্য।”
শারমিনের শ্বশুর মন্তাজ মিয়া বলেন, “শারমিন বেপরােয়াভাবে চলাফেরা করত। বিভিন্ন সময় ঘরে তালা দিয় বাড়ির বাইরে চলে যেত। তার বেপরােয়া চলাচলে বাঁধা দেওয়ায় শারমিন আমাকে মারধর করে। এরই জেরে ঘটনার সূত্রপাত হয়।”
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মাজাফ্ফর হােসেন বলেন, “পারিবারিক বিরােধকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। বিষয়টি জানতে পেরে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমরা নির্যাতনের শিকার গৃহবধূর ভাসুর মঙ্গল মিয়া ও জয়নাল আবদীনক গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ