কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ছুরিকাঘাতে মোকারিম মিয়া (১৬) নামে একজন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হলে তার চাচা এই ছুরিকাঘাত করেন বলে অভিযোগ। 

সোমবার (২১ এপ্রিল) রাতে উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরার ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকারিম মিয়া বিরার ভিটা গ্ৰামেরই ফারুক মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, গতকাল সোমবার বিকালে মাছ ধরার সময় তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয় চাচা-ভাতিজার মধ্যে। পরে রাতে আবারো এ বিষয় নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে চাচা বাবুল ভাতিজাক ছুরিকাঘাত করে। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত মোকারিমকে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

জাফর ইকবাল বলেন, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” 

এ ঘটনার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

ঢাকা/রুমন/টিপু 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নরসিংদীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তাকে হত্যা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ওসি মো. এমদাদুল হক।

নিহত আমির হোসেন সরকার (৩০) উপজেলার আলোকবালী ইউনিয়নের আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। তিনি আলোকবালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

নিহতের ভাই রাব্বি মিয়া জানান, গত বছরের ৫ আগস্ট থেকে এলাকা ছাড়া ছিলেন আমির হোসেন। প্রবাস ফেরত ভাইকে দেখতে বাড়ি ফেরেন তিনি। আজ কয়েকজন লোক দেশি অস্ত্র দিয়ে আমির হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে। স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্পিডবোটে করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আরো পড়ুন:

খুলনায় মোটরসাইকেল থামিয়ে যুবককে গুলি করে হত্যা

গাজীপুরের আদালতে দীপু মনি-পলকসহ ৬ জন

নরসিংদী সদর থানার ওসি মো. এমদাদুল হক বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শুরু হয়েছে। আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।”

ঢাকা/হৃদয়/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ