সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য ঠিক নয়: ডিবি
Published: 22nd, April 2025 GMT
গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছে ডিবি।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি—মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
বিস্তারিত আসছে…
ঢাকা/এমআর/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে বাবা-ছেলের মাদক ব্যবসা : গাঁজাসহ ছেলে গ্রেপ্তার, বাবা পলাতক
সিদ্ধিরগঞ্জে রিফাত হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে ১৬ কেজি গাঁজা’সহ গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় পলাতক রয়েছে তার পিতা সুমন হোসেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রিফাত হোসেন (১৯) ও তার বাবা সুমন হোসেন (৩৯) সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়া এলাকায় খলিলুর রহমানের বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন যাবৎ গোপনে মাদকের ব্যবসা করছিল।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটায় মিজমিজি উত্তরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজা’সহ রিফাতকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রিফাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং মামলায় রিফাতের বাবা সুমন হোসেনকে পলাতক দেখানো হয়েছে।
গ্রেপ্তারকৃত রিফাত বরিশালের কাজিরহাট থানাধীন ছৈলা গ্রামের সুমন হোসেনের ছেলে। পলাতক সুমন একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
তারা সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়া এলাকায় খলিলুর রহমানের বাড়িতে ভাড়া থেকে গোপনে মাদকের ব্যবসা করছিল।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তার ভাড়া বাসা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়ে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। সুমন হোসেন পলাতক রয়েছে।