ক্র্যাফট এর ফরমাল পোশাকের নতুন সংগ্রহ কে ক্র্যাফট নিয়ে এসেছে ওয়ার্কওয়্যার বা অফিস উপযোগী পোশাকের নতুন কালেকশন। অফিস, মিটিং কিংবা প্রেজেন্টেশনে গ্রহণযোগ্য লুক পেতে ফরমাল পোশাক নির্বাচনে আরামে থাকা আর পরিবেশকে মাথায় রাখতে হয়। এছাড়া  আবহাওয়া উপযোগী হওয়ার পাশাপাশি ভালো রুচিরও পরিচয় দিতে হবে। অফিসে দিনভর রিলেক্সড থাকা যাবে এমন পোশাকই হওয়া চাই, যা আপনার আত্মবিশ্বাসকেও বাড়িয়ে তুলবে। প্রিমিয়াম ফ্যাব্রিকে তৈরি কে ক্র্যাফট এর ফরমাল পোশাকের নতুন কালেকশন থেকে মিলবে আপনার সেই কাঙ্ক্ষিত পোশাক।  

 নতুন ওয়ার্কওয়্যার কালেকশনে প্রত্যেকের জন্যই রয়েছে ফর্মাল পোশাক। ছেলেদের জন্য স্ট্রাইপ, চেক ছাড়াও রয়েছে বিভিন্ন মার্জিত রঙের/শেডের ফর্মাল শার্ট এবং এই ডিজাইনগুলি গাঢ় এবং হালকা উভয় শেডের ফর্মাল প্যান্ট বা চিনোসের সাথে এমন কি ডেনিমের সাথেও মিলিয়ে পরা যাবে।

 ছেলেদের পোশাকের পাশাপাশি মেয়েদের জন্যেও রয়েছে এথনিক ডিজাইনের ফর্মাল পোশাক। এছাড়াও রয়েছে অন্যান্য বিকল্প পোশাক। মেয়েদের জন্য ট্রেন্ডি কুর্তি, সালোয়ার কামিজ এবং শাড়ি থেকে বেছে নিতে পারেন আপনার ওয়ার্ক প্লেসের জন্য উপযোগী পোশাক। আপনার এথনিক ডিজাইনের পোশাকটি হতে পারে ক্লাসিক তবুও ফর্মাল দেখানোর জন্য ডিজাইনাররা চমৎকার অলঙ্করণ, স্ক্রিন প্রিন্টিং এবং পরিমিত হ্যান্ড এমব্রয়ডারি যোগ করেছেন। সকল বয়সের মেয়েরাই তাদের দৈনন্দিন অফিসের জন্য উপযোগী পোশাক পাবেন এই নতুন কালেকশন থেকে।   

 আপনার পছন্দের ওয়ার্কওয়্যার কে ক্র্যাফটের সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ থেকে অর্ডার করা যাবে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প শ ক র নত ন ফরম ল প শ ক ক ল কশন র জন য ড জ ইন ফর ম ল উপয গ আপন র

এছাড়াও পড়ুন:

নরসিংদীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তাকে হত্যা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ওসি মো. এমদাদুল হক।

নিহত আমির হোসেন সরকার (৩০) উপজেলার আলোকবালী ইউনিয়নের আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। তিনি আলোকবালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

নিহতের ভাই রাব্বি মিয়া জানান, গত বছরের ৫ আগস্ট থেকে এলাকা ছাড়া ছিলেন আমির হোসেন। প্রবাস ফেরত ভাইকে দেখতে বাড়ি ফেরেন তিনি। আজ কয়েকজন লোক দেশি অস্ত্র দিয়ে আমির হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে। স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্পিডবোটে করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আরো পড়ুন:

খুলনায় মোটরসাইকেল থামিয়ে যুবককে গুলি করে হত্যা

গাজীপুরের আদালতে দীপু মনি-পলকসহ ৬ জন

নরসিংদী সদর থানার ওসি মো. এমদাদুল হক বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শুরু হয়েছে। আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।”

ঢাকা/হৃদয়/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ