Risingbd:
2025-04-22@11:48:43 GMT

ধানুশের শুটিং সেটে আগুন

Published: 22nd, April 2025 GMT

ধানুশের শুটিং সেটে আগুন

ধানুশের সিনেমার শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২১ এপ্রিল) তামিলনাড়ুর অনুপাপাট্টি গ্রামে এ ঘটনা ঘটে। সেখানে ধানুশ তার ‘ইডলি কাডাই’ সিনেমার শুটিং করেন। তবে ঘটনার সময়ে শুটিং সংশ্লিষ্ট কেউই উপস্থিত ছিলেন না।   

সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, তামিল নাড়ুর থেনি জেলার অনুপাপাট্টি গ্রামে ধানুশের সিনেমার শুটিং হয়। এজন্য বড় পরিসরে সেট নির্মাণ করা হয়। দোকান, ঘরবাড়ি, রাস্তা তৈরি করা হয়েছিল। এসবই ধানুশের পরবর্তী সিনেমার জন্য করা হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তার সঠিক কারণও জানা যায়নি।

আরো পড়ুন:

‘মেয়েরা ৬টা প্রেম করলে বেশ্যা, ছেলেরা করলে লোকে বলে— এলেম আছে’

শিক্ষার্থী হত্যায় উত্তাল নেট পাড়া, ওমর সানির ক্ষোভ

তামিল ভাষার ‘ইডলি কাডাই’ সিনেমায় ধানুশের বিপরীতে অভিনয় করছেন নিথিয়া মেনন। এটি পরিচালনা ও সহপ্রযোজক হিসেবেও কাজ করছেন ধানুশ। সবকিছু ঠিক থাকলে আগামী ১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

নরসিংদীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তাকে হত্যা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ওসি মো. এমদাদুল হক।

নিহত আমির হোসেন সরকার (৩০) উপজেলার আলোকবালী ইউনিয়নের আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। তিনি আলোকবালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

নিহতের ভাই রাব্বি মিয়া জানান, গত বছরের ৫ আগস্ট থেকে এলাকা ছাড়া ছিলেন আমির হোসেন। প্রবাস ফেরত ভাইকে দেখতে বাড়ি ফেরেন তিনি। আজ কয়েকজন লোক দেশি অস্ত্র দিয়ে আমির হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে। স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্পিডবোটে করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আরো পড়ুন:

খুলনায় মোটরসাইকেল থামিয়ে যুবককে গুলি করে হত্যা

গাজীপুরের আদালতে দীপু মনি-পলকসহ ৬ জন

নরসিংদী সদর থানার ওসি মো. এমদাদুল হক বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শুরু হয়েছে। আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।”

ঢাকা/হৃদয়/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ