টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ যুবক আটক
Published: 22nd, April 2025 GMT
কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ রফিক (২৮) নামের এক যুবক আটক হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালিয়াপাড়ার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
মোহাম্মদ রফিক টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালিয়াপাড়ার বাসিন্দা আবদুস সালামের ছেলে। পুলিশ জানায়, মোহাম্মদ রফিকের নেতৃত্বে টেকনাফের পাহাড়ি এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে। বাহিনীর সদস্যরা মাদক পাচার, অপহরণ, ডাকাতিসহ নানান ধরনের অপরাধে জড়িত। রফিকের বিরুদ্ধে ১৮টির বেশি মামলাও রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গতকাল সন্ধ্যায় পশ্চিম মহেশখালিয়াপাড়ায় এক বসতঘরে সংঘবদ্ধ অপরাধী চক্রের লোকজনের অবস্থানের খবরে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। এ সময় বসতঘরটি ঘিরে ফেললে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন অপরাধীরা। একপর্যায়ে সাত থেকে আটজন দুর্বৃত্ত গুলি ছুড়তে ছুড়তে গহিন পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায়। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। পালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী।
ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন আরও বলেন, রফিকের কোমরে গুলি লেগেছে। তাঁকে উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা প্রথমে হ্নীলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। বর্তমানের তিনি পুলিশ হেফাজতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযান এখনো অব্যাহত।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব হ ন র সদস ম হ ম মদ
এছাড়াও পড়ুন:
খুলনায় মোটরসাইকেল থামিয়ে যুবককে গুলি করে হত্যা
খুলনার ফুলতলা উপজেলার পিপরাইল গ্রামে মোটরসাইকেল থামিয়ে সুমন মোল্লা নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে ঘটনাটি ঘটে। নিহত সুমন একই গ্রামের রকিব উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুর ১টা ৪০ মিনিটের দিকে জামিরা বাজারে যেতে বাড়ি থেকে মোটরসাইকেলে করে রওনা হন সুমন। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল আসা তিন যুবক তার গতিরোধ করে। তাদের মধ্যে একজন সুমনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি সুমনের ডান থুতনি ভেদ করে বের হয়ে যায়।
আরো পড়ুন:
গাজীপুরের আদালতে দীপু মনি-পলকসহ ৬ জন
অঝোরে কাঁদছেন পারভেজের মা
এ সময় সুমন মোটরসাইকেল থেকে পাশের ধান ক্ষেতে পড়ে যান। পরে স্থানীয়ার ধান ক্ষেত থেকে সুমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সন্ত্রাসীরা তাকে (সুমন) গুলি করে হত্যা করে। হত্যাকারীদের আটকে পুলিশ চেকপোস্ট এবং অভিযান পরিচালনা করছে। সুমনের মরদেহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ