মিথ্যা তথ্যের ভিত্তিতে মামলা করার অভিযোগে মিঠুন সরকার (২৮) নামের এক বাদীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নাটোরের নলডাঙ্গা আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলী। সোমবার (২১ এপ্রিল) বিকেলে নলডাঙ্গা আমলি আদালত মামলাটি আমলে নিয়ে বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। 

মঙ্গলবার (২২ এপ্রিল) ওই আদালতের বেঞ্চ সহকারী গাজিউর রহমান সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মিঠুন সরকার নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল জামতলি গ্রামের আহম্মদ সরকারের ছেলে। তিনি গত বছরের ৫ সেপ্টেম্বর নলডাঙ্গা আমলি আদালতে হাজির হয়ে একই এলাকার নাজিম উদ্দিনসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন। নলডাঙ্গা থানা পুলিশকে মামলাটি তদন্ত করার দায়িত্ব দেন আদালত। তদন্তে বাদীর মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হয়। 

নলডাঙ্গা আমলি আদালত সূত্রে জানা গেছে, মিঠুন সরকারের দায়ের করা মামলায় (১৮২সি/২৪) আসামিদের বিরুদ্ধে বাদীকে আটকে রেখে চাঁদা আদায় ও ডাকাতির অভিযোগ করা হয়। আদালতের নির্দেশে নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম মামলাটি তদন্ত করেন। তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। রবিবার মামলাটির ধার্য তারিখ থাকলেও বাদী আদালতে হাজির হননি। এ কারণে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলী বাদী হয়ে ফৌজদারি কার্যবিধির ২১১ ধারায় বাদী মিঠুন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে মামলা করেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন। মামলায় আদালতের বেঞ্চ সহকারী গাজিউর রহমান ও তদন্ত কর্মকর্তা আরিফুল ইসলামকে সাক্ষী করা হয়েছে। একইসঙ্গে মিঠুন সরকারের মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে।

ঢাকা/আরিফুল/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম ঠ ন সরক র সরক র র নলড ঙ গ তদন ত

এছাড়াও পড়ুন:

নির্বাচনের আগে শেখ হাসিনার দৃশ্যমান বিচার হতে হবে: বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ