হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২শ কোটি ডলারেরও বেশি অর্থায়ন বন্ধের জন্য মামলা দায়ের করেছে। বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যালান গার্বার সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান।

মঙ্গলবার (২২ এপ্রিল) চীনের সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

ম্যাসাচুসেটস জেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা আদালতে দায়ের করা মামলায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলেছে, এই মামলাটি ‘হার্ভার্ডে একাডেমিক সিদ্ধান্ত গ্রহণের নিয়ন্ত্রণ অর্জনের জন্য ফেডারেল তহবিল স্থগিতকরণকে ব্যবহার করার সরকারের প্রচেষ্টার সাথে জড়িত’।

আরো পড়ুন:

এবার ‘শুল্ক-বহির্ভূত অপরাধ’ নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থবিরোধী কোনো চুক্তি না করার হুঁশিয়ারি

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যালান এম.

গার্বার এক বিবৃতিতে বলেন, “ট্রাম্প প্রশাসনের অবৈধ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর, গত সপ্তাহে ফেডারেল সরকার একের পর এক পদক্ষেপ নিয়েছে। তহবিল স্থগিত করাকে বেআইনি এবং সরকারের ক্ষমতার বাইরে হিসেবে অভিহিত করছি।”

সম্প্রতি, ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে তাদের নীতিতে পরিবর্তন আনতে নির্দেশ দিয়েছিল, বিশেষত ইহুদি-বিদ্বেষ মোকাবিলায়। কিন্তু হার্ভার্ড কর্তৃপক্ষ এসব নির্দেশ মেনে নিতে অস্বীকৃতি জানালে, হোয়াইট হাউজ তহবিল স্থগিত করার পাশাপাশি কর-ছাড় সুবিধা বাতিলের হুমকি দেয়।

জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকে, তার প্রশাসন বেশ কয়েকটি শীর্ষ মার্কিন বিশ্ববিদ্যালয়কে সতর্ক করে বলেছে, তারা যদি তাদের নীতিগুলো সামঞ্জস্য না করে তাহলে তাদের তহবিল হ্রাসের মুখোমুখি হতে পারে।

ট্রাম্প প্রশাসনের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ হিসাবে বর্ণনা করা বিষয়গুলো অপসারণ করা এবং নির্দিষ্ট সংখ্যালঘু গোষ্ঠীর পক্ষে বৈচিত্র্যপূর্ণ উদ্যোগগুলো বাতিল করা।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পটভূমিতে, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভের ঝড় ওঠে, যা ক্যাম্পাসগুলোতে কথিত ইহুদি-বিরোধী মনোভাবের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করে।

ফেব্রুয়ারিতে গঠিত ট্রাম্প প্রশাসনের বিশেষ টাস্ক ফোর্স ইহুদি-বিরোধী মনোভাব পর্যালোচনার জন্য কমপক্ষে ৬০টি বিশ্ববিদ্যালয় চিহ্নিত করেছে।

গত মাসে, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকটি দাবি মেনে নেয়। ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ হওয়ার অভিযোগে ৪০০ মিলিয়ন ডলার ফেডারেল তহবিল স্থগিত করার ঘোষণা দিলে ট্রাম্পের দাবির কাছে নতি স্বীকার করে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। 

যুক্তরাষ্ট্রে হার্ভার্ড প্রথম বিশ্ববিদ্যালয় যারা নীতি পরিবর্তনে ট্রাম্প প্রশাসনের চাপকে প্রত্যাখান করেছে। 

ঢাকা/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র র জন য সরক র

এছাড়াও পড়ুন:

নির্বাচনের আগে শেখ হাসিনার দৃশ্যমান বিচার হতে হবে: বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ