এসএসসি পরীক্ষা-২০২৫—তথ্য ও যোগাযোগপ্রযুক্তি: মডেল টেস্ট-১ (অ্যাপ্রুভ)
Published: 22nd, April 2025 GMT
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা তিনটি শাখার ছাত্র–ছাত্রীদের পরীক্ষা দিতে হবে। মোট নম্বর ৫০। বহুনির্বাচনি ২৫ এবং ২৫ নম্বর ব্যবহারিক।
[পূর্ণমান ২৫, সময় ২৫ মিনিট]
১. ই-গভর্ন্যান্সের মূল বিষয় কোনটি?
ক. জেলায় জেলায় অনলাইন কেন্দ্র স্থাপন করা
খ. তথ্যের ডিজিটাইলেজশন করা
গ. নাগরিকদের জীবনমান উন্নত করা
ঘ.
২. সর্বপ্রথম ইন্টারনেট প্রটোকল ধারণা দেন কে?
ক. স্টিভ জবস খ. মার্ক জাকারবার্গ
গ. রেমন্ড স্যামুয়েল টমলিনসন ঘ. বিজ্ঞানী মার্কনি
৩. জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশগ্রহণে কোন দক্ষতাটি সবচেয়ে জরুরি?
ক. সৃজনশীলতা খ. বিপ্লব করার ক্ষমতা
গ. চিন্তা-ভাবনা ঘ. তথ্য এবং যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা
৪. কম্পিউটার ভাইরাস কী?
ক. হার্ডওয়্যার খ. সফটওয়্যার
গ. ব্রাউজার ঘ. হার্ডডিস্ক
৫. সুশাসন প্রতিষ্ঠার জন্য দরকার কোনটি?
ক. স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা খ. স্বচ্ছ ব্যবস্থা
গ. অব্যবস্থা ঘ. আধুনিক ব্যবস্থা
৬. বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে কোন মাধ্যমটির বেশি ব্যবহার দেখা যায়?
ক. মোবাইল ফোন খ. ফেসবুক
গ. চিঠি ঘ. টেলিভিশন
৭. ই-সার্ভিসের মাধ্যমে যে কেউ মাধ্যম ব্যবহারে সেবা গ্রহণ করতে পারে—
i. ইন্টারনেট
ii. মোবাইল ফোন
iii. অনলাইন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয়?
ক. তথ্য সংরক্ষণের জন্য
খ. তথ্যের নিরাপত্তার জন্য
গ. কম্পিউটার সচল করার জন্য
ঘ. সার্ভার খোলা রাখার জন্য
৯.ডিস্ক ডিফ্র্যাগমেন্টার কী কাজে ব্যবহার করা হয়?
ক. হার্ডডিস্কের জায়গা পূর্ণ করতে
খ. কাজের গতি কমাতে
গ. টেম্পোরারি ফাইল তৈরি করতে
ঘ. কম্পিউটারের কাজের গতি বাড়াতে
১০. ‘ইনফো-গ্রাফিকস’ কী?
ক. টেক্সট কনটেন্ট খ. ভিডিও কনটেন্ট
গ. ইমেজ কনটেন্ট ঘ. অডিও-ভিডিও কনটেন্ট
১১. কিন্ডল (kindle) কী?
ক. একটি প্রতিষ্ঠানের নাম খ. একটি কার্টুনের নাম
গ. একটি ই-বুক রিডারের নাম ঘ. একটি সার্চ ইঞ্জিনের নাম
১২.ডেটাবেজে তারিখ সংযোজনের জন্য কোন ফিল্ড ব্যবহৃত হয়?
ক. Text খ. Trumber
গ. Date/Time ঘ. x ও y
১৩. ডকুমেন্ট সেভ করার কিবোর্ডে কমান্ড কোনটি?
ক. Ctrl+P খ. Ctrl+Q
গ. Ctrl+S ঘ. Ctrl+X
১৪. কপিরাইট আইনের আওতায় একজন কপিরাইট হোল্ডার কোন সুবিধাটি পায়?
ক. সৃষ্টিকর্মের একচ্ছত্র অধিকার খ. মূল্য পাবার অধিকার
গ. পরিমার্জনা করার অধিকার ঘ. কপি করার অধিকার
১৫. তথ্য অধিকার আইন নিশ্চিত করে—
i. কপিরাইট অধিকার প্রদান
ii. তথ্য অধিকার সংরক্ষণ
iii. জনগণের তথ্য প্রাপ্তির অধিকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. স্লাইডে যুক্ত ভিডিও ফাইলটি কী আকারে দৃশ্যমান থাকে?
ক. থাম্বনেইল খ. আইকন
গ. বোতাম ঘ. টেক্সট
১৭. ৫০% ক্ষেত্রে মনিটরে ডিসপ্লে না হওয়ার কারণ—
ক. রাম এর সমস্যা খ. এজিপি কার্ডের সমস্যা
গ. সিপিইউ এর সমস্যা ঘ. পাওয়ার বাটনের সমস্যা
১৮. কোন স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা যায়?
ক. নিস্ক্রিয় স্লাইডে খ. ১ম স্লাইডে
গ. সক্রিয় স্লাইডে ঘ. শেষ স্লাইডে
১৯. ‘কনটেন্ট’ আসলে কী?
ক. প্রতিলিপি খ. তথ্য আধেয়
গ. উপাত্ত ঘ. ডেটাবেজ
২০. ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্যই কি হবে?
ক. ডিজিটাল কনটেন্ট খ. ডিজিটাল লাইব্রেরি
গ. অ্যানিমেশন ঘ. ই-বুক
২১. কোনটি ভিডিও শেয়ারিং সাইট?
ক. গুগল খ. ইউটিউব
গ. ইয়াহু ঘ. ই-বুক
২২. কোনটি অডিও কনটেন্ট?
ক. ইন্টারনেট খ. কার্টুন
গ. ইনফো গ্রাফিকস ঘ. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট
২৩. ই-বুক পড়তে ব্যবহৃত বিশেষ ধরনের রিডারকে কী বলা হয়?
ক. স্মার্ট ফোন খ. রিডার
গ. ই-বুক রিডার ঘ. কম্পিউটার
২৪. রেখা বা পাথ মোটা চিকন করার পরিমাপককে কী বলে?
ক. স্ট্রোক খ. পিক্সেল
গ. রেজুলেসন ঘ. অ্যাংকর
২৫. ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে করণীয়—
i. কর্মসংস্থান হ্রাস
ii. দক্ষ জনশক্তি তৈরি
iii. জনসাধারণের অংশগ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
মিলিয়ে নাও সঠিক উত্তর:
১.গ ২.গ ৩.ঘ ৪.খ ৫.ক ৬.ক ৭.ঘ ৮.খ ৯.ঘ ১০.গ ১১.গ ১২.গ ১৩.ক ১৪.ক ১৫.গ ১৬.ক ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.ক ২১.খ ২২.ঘ ২৩.গ ২৪.ক ২৫.গ
লেখক: প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কনট ন ট ব যবস থ র সমস য র ক নট র জন য
এছাড়াও পড়ুন:
শরীয়তপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্রে দুই ছাত্রীকে ইভ টিজিংয়ের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড
প্রতীকী ছবি