ডাকাতি মামলায় ১৯ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার
Published: 22nd, April 2025 GMT
হবিগঞ্জ জেলার চুনারুঘাটের কাজল মিয়া ডাকাতি মামলায় ১৯ বছর পালিয়ে ছিলেন। এরমধ্যে আদালতে ১০ বছরের সাজাও হয়েছিল তার। তবুও ধরা দেননি তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ জানায়, চুনারুঘাট পূর্বাঞ্চলের একঢালা গ্রামের কনা মিয়ার ছেলে কাজল মিয়ার বিরুদ্ধে ২০০৬ সালে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় একটি ডাকাতি মামলা হয়। এ মামলার পর থেকে কাজল আত্মগোপন চলে যান। ওই মামলায় ২০২১ সালে কাজলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড দেন সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত।
মামলার পর থেকে ১৯ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন কাজল। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সোমবার (২১ এপ্রিল) বিকালে আদালতের মাধ্যমে কাজলকে কারাগারে পাঠানো হয়।
চুনারুঘাট থানার ওসি নুর আলম জানান, গ্রেপ্তারকৃত কাজল সিলেট বিয়ানীবাজার থানার ডাকাতি মামলার আসামি। ওই মামলায় আদালত কাজলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। মামলার পর থেকে কাজল আত্মগোপন চলে যান। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা/মামুন/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, দুটি ইউনিটের বিষয় মনোনয়ন প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে। দুটি ইউনিটের পূর্ণাঙ্গ এবং একটির আংশিক বিষয় মনোনয়ন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সাক্ষাৎকারের তারিখও ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির প্রথম ধাপের বিষয় বরাদ্দ (ব্যবসায় শিক্ষা ইউনিটের ব্যবসায় শিক্ষা শাখা ব্যতীত) প্রকাশ করা হয়েছে। বিষয় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে আগাম টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ইউনিট কর্তৃক ঘোষিত সাক্ষাৎকারের নির্ধারিত তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গ্রেড/মার্কশিটসহ সশরীর হাজির হতে হবে। ইউনিট অফিস মূল মার্ক/গ্রেডশিটগুলো জমা রাখবে।
আরও পড়ুন৬০০ বৃত্তির সুযোগ গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে, জেনে নিন বিস্তারিত২১ এপ্রিল ২০২৫কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম ধাপের বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ২৭ থেকে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। মানবিক শাখার সাক্ষাৎকার ২৭ ও ২৮ এপ্রিল এবং বিজ্ঞান ও বাণিজ্য শাখার সাক্ষাৎকার ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিষয় মনোনয়ন প্রকাশের পর বিস্তারিত সাক্ষাৎকার সূচি সংশ্লিষ্ট ইউনিটের নোটিশ সেকশনে পাওয়া যাবে।
বিজ্ঞান ইউনিটের প্রথম ধাপের বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিষয় মনোনয়ন প্রকাশের পর বিস্তারিত সাক্ষাৎকারের সূচি বিজ্ঞান ইউনিটের নোটিশ সেকশনে পাওয়া যাবে।
আরও পড়ুনরাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি, দেখে নিন বিস্তারিত তথ্য২২ ঘণ্টা আগেএদিকে ব্যবসায় শিক্ষা ইউনিটের শুধু বিজ্ঞান ও মানবিক শাখার ফলাফল প্রকাশ করা হয়েছে। বাণিজ্য শাখার উপস্থিত পরীক্ষার্থীদের শুধু এমসিকিউ অংশের পরীক্ষা আগামী ১৭ মে বেলা ৩টায় পূর্বনির্ধারিত অঞ্চলে নতুন আসনবিন্যাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিস্তারিত ওয়েবসাইটে জানা যাবে।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার, আবেদন শুরু১৫ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের সময় বৃদ্ধি১৮ এপ্রিল ২০২৫