‘ধোনি রিভিউ সিস্টেম’ও এখন কাজ করে না
Published: 22nd, April 2025 GMT
আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেওয়ার ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির এমনই সুনাম যে ডিশিসন রিভিউ সিস্টেম বা ডিআরএসকে অনেকে ‘ধোনি রিভিউ সিস্টেম’ বলে থাকেন। এমন অনেক রিভিউতে ধোনি সফল হয়েছেন, যেটায় আম্পায়ার ও দর্শকের কাছে সিদ্ধান্ত সঠিকই মনে হয়েছিল। পরে দেখা গেছে ভিন্ন চিত্র। অধিনায়ক ধোনির অনেক সাহসী ও ভিন্নধারার সিদ্ধান্তের মতো রিভিউও কাজে লেগে যেত প্রায়ই।
কিন্তু সময় এখন ভিন্ন। ধোনির ব্যাটে যেমন আগের সেই ধার নেই, নেতৃত্বেও সাফল্য নিয়মিত নয়। যেমন এবারের আইপিএলে তাঁর অধিনায়কত্বে তিন ম্যাচের দুটিতেই হেরেছে চেন্নাই সুপার কিংস। পরশু মুম্বাই ইন্ডিয়ানসের কাছে ৯ উইকেটে হারের ম্যাচে প্রশ্নের মুখে পড়েছে ‘ধোনি রিভিউ সিস্টেমের’ কার্যকারিতাও। বলাবলি শুরু হয়েছে, ধোনি রিভিউ সিস্টেমও এখন কাজ করে না!
ঘটনা মুম্বাই ইনিংসের প্রথম ওভারের। খলিল আহমেদের পঞ্চম বল রায়ান রিকেলটনের সামনের প্যাডে আঘাত হানলে জোরালো কোনো আবেদন ওঠেনি। লেগ স্টাম্প মিস করে যাবে ভেবে আম্পায়ারও আউট দেননি। অতীত বলে, আউট হওয়ার মতো অবস্থা থাকলে ধোনি রিভিউ নিয়ে নিতেন। কিন্তু তিনিও নেননি।
এই রিভিউ নেননি এমএস ধোনি।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কারণ ছাড়াই বাড়ছে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর
কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কোনো কারণ ছাড়াই পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (ডিজিআইসি) লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি চিঠি পাঠিয়েছে ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষে জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের কোম্পানির শেয়ারের দাম বাড়ছে।
দেশ জেনারেল ইন্স্যুরেন্সের গত ৬ এপ্রিল শেয়ার দর ছিল ২৪.২০ টাকায়। যা ২১ এপ্রিল লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩০.৪০ টাকায়। অর্থাৎ ১০ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬.২০ টাকা বা ২৬ শতাংশ।
এভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।