আজ টিভিতে যা দেখবেন (২২ এপ্রিল ২০২৫)
Published: 22nd, April 2025 GMT
সিলেট টেস্টের তৃতীয় দিন আজ। দুপুরে ফেডারেশন কাপের ফাইনাল। আইপিএল, পিএসএল, ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগায় আছে একটি করে ম্যাচ।সিলেট টেস্ট–৩য় দিন
বাংলাদেশ–জিম্বাবুয়ে
সকাল ৯–৪৫ মি., বিটিভি
আবাহনী লিমিটেড–বসুন্ধরা কিংস
দুপুর ২–৪৫ মি., টি স্পোর্টস
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস–দিল্লি ক্যাপিটালস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
মুলতান সুলতানস–লাহোর কালান্দার্স
রাত ৯টা, নাগরিক টিভি
দামাক–আল নাসর
রাত ১০টা, সনি স্পোর্টস টেন ২
ম্যানচেস্টার সিটি–অ্যাস্টন ভিলা
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
বার্সেলোনা–মায়োর্কা
রাত ১–৩০ মি.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প র টস
এছাড়াও পড়ুন:
পাকিস্তানের কাছে আজ হারলেও যেভাবে বিশ্বকাপে যেতে পারে বাংলাদেশ
শুরুটা হয়েছিল ৬ দল দিয়ে, লক্ষ্য ছিল বিশ্বকাপে বাকি থাকা দুটি টিকিট। প্রতি দলের ম্যাচ ৫টি করে। এর মধ্যে প্রথম ৪টিতে জিতে একটি টিকিট নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। ২০২৫ নারী বিশ্বকাপ বাছাইপর্বে শেষ টিকিটের লড়াইটা এখন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের।
দুটি দল অবশ্য একে অপরের মুখোমুখি হচ্ছে না। আজ বাছাইয়ের শেষ দিনে বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ থাইল্যান্ড।
থাইল্যান্ড এবারের বিশ্বকাপ বাছাইয়ের সবচেয়ে দুর্বল দল। ৪ ম্যাচের ৪টিতেই হেরেছে। বিপরীতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান জিতেছে ৪ ম্যাচের ৪টিতেই। বোঝাই যাচ্ছে, প্রতিপক্ষ বিবেচনায় বাংলাদেশের কাজটা কঠিন।
তবে নিগার সুলতানার দলের স্বস্তির দিক পয়েন্ট তালিকা। এ মুহূর্তে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান দুইয়ে, ৪ ম্যাচে ৬ পয়েন্ট। আর ছয় দলের মধ্যে পাঁচে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৪ ম্যাচে ৪।
বাংলাদেশ পয়েন্টের পাশাপাশি আরেকটি জায়গায়ও এগিয়ে। নিগারদের রান রেট +১.০৩৩, যেখানে ক্যারিবীয় মেয়েদের –০.২৮৩।
প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের টিকিট কাটতে হলে বাংলাদেশকে আজ কী করতে হবে?
সোজাসাপটা পথ হচ্ছে পাকিস্তানের বিপক্ষে জয়। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে সকাল সাড়ে ১০টায় শুরু ম্যাচে বাংলাদেশ জিততে পারলে ৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেবে। তখন বেলা তিনটায় শুরু গাদ্দাফি স্টেডিয়ামের ওয়েস্ট ইন্ডিজ–থাইল্যান্ড ম্যাচ হয়ে পড়বে শুধুই আনুষ্ঠানিকতায়। কারণ, জিতলেও বাংলাদেশের দুই পয়েন্ট পেছনেই থাকবে ক্যারিবীয়রা।
বৃষ্টিতে পণ্ড হলেম্যাচ বৃষ্টিতে পণ্ড হলেও বাংলাদেশই বিশ্বকাপে জায়গা করবে। ম্যাচ পণ্ড মানে পয়েন্ট ভাগাভাগি হওয়া। সে ক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে ৭। ওয়েস্ট ইন্ডিজ দল থাইল্যান্ডের বিপক্ষে জিতলেও পয়েন্ট হবে ৬। অর্থাৎ এক পয়েন্টে পিছিয়েই থাকবে। তবে বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ার সম্ভাবনা কম। এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের কোনো ম্যাচ বৃষ্টির কারণে ভেসে যায়নি।
বাংলাদেশ হেরে গেলেবাংলাদেশ দল পাকিস্তানের কাছে হেরে গেলেও বিশ্বকাপ খেলার সম্ভাবনা থাকবে। তবে তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ–থাইল্যান্ড ম্যাচের দিকে। ওই ম্যাচটিতে চমক দেখিয়ে থাইল্যান্ড জিতলে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা নষ্ট হবে, এগিয়ে থাকবে বাংলাদেশই। তবে বাংলাদেশ দল পাকিস্তানের কাছে হারার পর ওয়েস্ট ইন্ডিজ যদি থাইল্যান্ডকে হারায়, তাহলে সমীকরণ ভিন্ন।
সে ক্ষেত্রে নেট রান রেট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশের চেয়ে রান রেটে বেশ পিছিয়ে, এখন শেষ দিনে বাংলাদেশকে টপকে যেতে হলে পয়েন্ট সমান করার পর জয়ের ব্যবধানও বড় রাখতে হবে। নেট রান রেটের কারণে ব্যবধান হতে হবে ২৫০ রানের।
অর্থাৎ বাংলাদেশ দল যদি পাকিস্তানের কাছে ১০০ রানে হারে, ওয়েস্ট ইন্ডিজকে থাইল্যান্ডের বিপক্ষে জিততে হবে ১৫০ রানে। বাংলাদেশ দলের হারের ব্যবধান আর ওয়েস্ট ইন্ডিজের জয়ের ব্যবধানের যোগফল ২৫০ করলেই নিগারদের টপকে যেতে পারবে ক্যারিবীয়রা।
তবে এত সব হিসাব–নিকাশের কিছুই লাগবে না, যদি বাংলাদেশ দল আগেভাগেই পাকিস্তানকে হারিয়ে দেয়। সেটা ১ রানে হোক বা ১ উইকেটে।
২০২৫ নারী বিশ্বকাপের আসর বসবে সেপ্টেম্বর–অক্টোবরে ভারতে। বাংলাদেশ মাত্র একবারই ৫০ ওভারের টুর্নামেন্টটি খেলেছে, ২০২২ সালে।