গত সরকারের আমলে ২০১৭ সালে সুন্দরবনের চারপাশে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে দেওয়া অনুমোদন বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে ইসিএ এলাকায় নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে অনুমতি দেবে না সরকার।

সোমবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় পরিবেশ কমিটির ১৬তম সভায় নতুন করে কোনো শিল্পপ্রতিষ্ঠানের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সভায় সভাপতিত্ব করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শিল্পপ্রতিষ্ঠানের অনুমোদন না দেওয়ার পাশাপাশি নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি দিয়ে সুন্দরবনের ইসিএ এলাকায় ইতিমধ্যে স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানের পরিবেশ ও প্রতিবেশের ওপর কী প্রভাব পড়েছে, সেটার একটা সমীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

১৯৯৯ সালে সুন্দরবন রক্ষায় সুন্দরবনের চারপাশের ১০ কিলোমিটার এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সরকার। ইসিএ এলাকায় মাটি, পানি ও বায়ুর প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট হয় এমন যেকোনো কর্মকাণ্ড নিষিদ্ধ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ন দরবন র এল ক য় পর ব শ সরক র

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে লোকালয় থেকে উদ্ধার অজগর সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন-সংলগ্ন একটি গ্রাম থেকে একটি অজগর উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের ধানখেত থেকে অজগরটি উদ্ধার করেন ওয়াইল্ড টিমের সদস্যরা।

উদ্ধার হওয়া অজগরটি লম্বায় ৮ ফুট ও ওজন প্রায় ১০ কেজি বলে জানান ওয়াইল্ড টিমের শরণখোলার মাঠ কর্মকর্তা আলম হাওলাদার। তিনি বলেন, রাজেশ্বর গ্রামের মধু খাঁর ধানখেতের বেড়া দেওয়া জালে সকালে একটি অজগর সাপ আটকা পড়ে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সেখানে পৌঁছে বেলা সাড়ে ১২টার দিকে সাপটি উদ্ধার করা হয়।

পাশের সুন্দরবন থেকেই অজগরটি লোকালয়ে চলে আসতে পারে মন্তব্য করে আলম হাওলাদার বলেন, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কর্মকর্তার পরামর্শে বনের ধাবড়ি এলাকায় রোববার দুপুরে অজগর সাপটিকে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন–সংলগ্ন এলাকার বাসিন্দাদের বন্য প্রাণী সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শরণখোলা রেঞ্জের কর্মকর্তা রানা দেব বলেন, উদ্ধার করা অজগরটি সুস্থ ছিল। বনরক্ষীদের সহায়তায় নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • সুন্দরবন থেকে ১০ কিলোমিটারের মধ্যে `শিল্প বা প্রকল্প নয়`
  • সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্প প্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ
  • বাগেরহাটে লোকালয় থেকে উদ্ধার অজগর সুন্দরবনে অবমুক্ত
  • সুন্দরবনে বনরক্ষীদের রোমাঞ্চকর ভলিবল খেলা
  • সুন্দরবনে বাঘের মুখোমুখি ২০ মিনিট যা করলাম