ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় লেবার পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোট
Published: 21st, April 2025 GMT
ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বাংলাদেশ লেবার পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোট। সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের তারা এ কথা জানায়।
বৈঠকে বিএনপির পক্ষে দলটির লিয়াজোঁ কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু উপস্থিত ছিলেন।
বৈঠকের আলোচ্যসূচি নিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যে এক দফার লড়াই আমরা করেছিলাম, সেটা ছিল মূলত ফ্যাসিবাদের বা স্বৈরাচারের পতন এবং নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচন। একটি অর্জিত হয়েছে, আরেকটি অর্জনের পথে আছে। এ ব্যাপারে আলোচনা হয়েছে।’
বিকেল পাঁচটার পর বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। বৈঠক শেষে মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই সরকার আট মাস ধরে দায়িত্ব পালন করছে এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আমরা যাঁরা গণতন্ত্রকামী, সবার সম্মতিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করেছি। এ জন্য তাঁর কাছে আমাদের প্রত্যাশাও অনেক। তিনি আমাদের একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন।’
নির্বাচনের রোডম্যাপ দিতে সরকারকে তাগাদা দিয়ে লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমাদের দাবি হচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর ধরে এ দেশের ভোটের অধিকারহারা মানুষগুলো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’
বিএনপির সঙ্গে বাংলাদেশ লেবার পার্টির বৈঠক। সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র
এছাড়াও পড়ুন:
ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় লেবার পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোট
ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বাংলাদেশ লেবার পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোট। সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের তারা এ কথা জানায়।
বৈঠকে বিএনপির পক্ষে দলটির লিয়াজোঁ কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু উপস্থিত ছিলেন।
বৈঠকের আলোচ্যসূচি নিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যে এক দফার লড়াই আমরা করেছিলাম, সেটা ছিল মূলত ফ্যাসিবাদের বা স্বৈরাচারের পতন এবং নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচন। একটি অর্জিত হয়েছে, আরেকটি অর্জনের পথে আছে। এ ব্যাপারে আলোচনা হয়েছে।’
বিকেল পাঁচটার পর বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। বৈঠক শেষে মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই সরকার আট মাস ধরে দায়িত্ব পালন করছে এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আমরা যাঁরা গণতন্ত্রকামী, সবার সম্মতিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করেছি। এ জন্য তাঁর কাছে আমাদের প্রত্যাশাও অনেক। তিনি আমাদের একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন।’
নির্বাচনের রোডম্যাপ দিতে সরকারকে তাগাদা দিয়ে লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমাদের দাবি হচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর ধরে এ দেশের ভোটের অধিকারহারা মানুষগুলো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’
বিএনপির সঙ্গে বাংলাদেশ লেবার পার্টির বৈঠক। সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে