নির্বাচন নিয়ে ধোঁয়াশা কারও জন্যই সুখকর নয়
Published: 21st, April 2025 GMT
নির্বাচন কবে হবে– এ নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস বলছেন, কম সংস্কার চাইলে এ বছরের ডিসেম্বর; বেশি সংস্কার চাইলে ২০২৬-এর জুনের মধ্যে নির্বাচন। যদিও কম-বেশি সংস্কার বলতে কী বোঝাতে চাইছেন, তা তিনি খোলাসা করেননি। অন্যদিকে রাজনৈতিক দলগুলো নির্বাচন ইস্যুতে নিজেদের মধ্যে ফারাক কমিয়ে মোটামুটি কাছাকাছি অবস্থানে চলে এসেছে বলে মনে হচ্ছে। এতদিন মনে হচ্ছিল, প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে জামায়াত ও নবগঠিত রাজনৈতিক দল এনসিপির নির্বাচনের সময় নিয়ে প্রবল মতবিরোধ রয়েছে। মনে হয়েছে, জামায়াত, এনসিপিসহ আরও কিছু দল জাতীয় নির্বাচন প্রলম্বিত করার নীতি নিয়ে চলছে। তারা নির্বাচনের আগে খুন, গুম, দুর্নীতি, লুটপাট ও গণহত্যায় অভিযুক্তদের বিচার এবং রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতি চায়। ছাত্রদের দিক থেকে কখনও নতুন সংবিধান, কখনও সংবিধানের পুনর্লিখন; জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের দাবিও উত্থাপন করা হয়েছে।
তবে সম্প্রতি জামায়াত হঠাৎ তার আগের অবস্থান থেকে সরে এসে আগামী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে। দলটির আমির যথার্থই বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে রোজা; জুনের আগে এসএসসি-এইচএসসি দুটি পাবলিক পরীক্ষা, তারপর কোরবানির ঈদ। তাই জুনের মধ্যে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন করতে চাইলে রোজার আগেই তা করতে হবে, এর পর সম্ভব নয়। বিএনপিও একই যুক্তিতে এ বছরের ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। এনসিপিও ঠিক তাদের আগের জায়গায় নেই বলে মনে হচ্ছে। সব মিলিয়ে জাতীয় নির্বাচন নিয়ে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল, সময়ের পরিক্রমায় তা পাল্টাচ্ছে, বলা যায়।
এ কথা ঠিক, বিএনপি দ্রুত নির্বাচন; স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন; যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন– এসব কথা বলেছে। জুলাই-আগস্ট অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের জনগণ নির্বাচন নিয়ে বিএনপির এতটা তাড়াহুড়ো ভালোভাবে নেয়নি। বিএনপি জনগণের এই মনোভাব সময়মতো বুঝতে পেরেই পূর্ববর্তী অবস্থান থেকে সরে এসে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এখন সোচ্চার। আবার রোডম্যাপ আদায়ের কৌশল নিয়েও দলটির মধ্যে কমবেশি অস্থিরতা কাজ করছে বলে মনে হচ্ছে। দলটি কখনও বলছে, রোডম্যাপ ইস্যুতে তারা পথে নামবে; সরকারের ওপর চাপ তৈরি করবে। আবার এখন মনে হচ্ছে, তারা সরকারকে আরও কিছু সময় দিতে চায়। এটাও বোধ করি জনমনের ভাবনা আমলে নিয়ে তাদের এগোনোর বাস্তবসম্মত কৌশল।
প্রসঙ্গত, সেনাপ্রধানও একাধিকবার এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা বলেছেন। যদিও কেউ কেউ সেনাপ্রধানের এমন বক্তব্যে নাখোশ হয়েছেন। সমালোচকরা বলেছেন, নির্বাচন নিয়ে কথা বলবার তিনি কে? কিন্তু আমাদের সবারই মনে রাখতে হবে, তিনি হচ্ছেন আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান। জুলাই-আগস্টের অভ্যুত্থানে ছাত্র-জনতার পক্ষ নিয়ে দেশকে আরও রক্তক্ষয় থেকে রক্ষা করে স্বৈরশাসকের পদত্যাগে তাঁর নেতৃত্বেই সেনাবাহিনী ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। যেমনটা পালন করেছিল নব্বইয়ের গণঅভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান জেনারেল নূরউদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনী।
দেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা জরুরি। নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া দেশে স্থিতিশীল পরিবেশ কায়েম করা যায় না। দ্রব্যমূল্য, জনজীবনে নিরাপত্তা ইস্যু ছাড়াও রয়েছে দেশের বিরুদ্ধে ভেতরে-বাইরে নানা ধরনের ষড়যন্ত্র। এসব কিছুর কারণে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা কোনোমতেই গ্রহণযোগ্য হবে না।
বিএনপি কখনোই বলছে না– বিচার, সংস্কার বাদ দিয়ে নির্বাচন করে ফেলতে হবে। তারাও নির্বাচনের আগে শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। একই সঙ্গে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের পক্ষেও দলটি ইতিবাচক মনোভাব ব্যক্ত করছে। এ অবস্থান থেকেই বিএনপি অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর কাছে দলের প্রস্তাব পেশ করেছে। বিএনপি মনে করছে, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এমন কিছু সংস্কার এখনই নির্বাহী আদেশে; কিছু সংস্কার অধ্যাদেশ জারি করে সম্পন্ন করা সম্ভব। বাদ বাকি সংস্কার পরবর্তী সংসদের ওপর ছেড়ে দেওয়া যায়।
সত্য, টানা অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শাসনে গোটা রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে; দেশের ব্যবসা-বাণিজ্য, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ পর্যুদস্ত। রাষ্ট্রকে এই ভঙ্গুর দশা থেকে বের করে আনতে রাষ্ট্র কাঠামোয় গুণগত পরিবর্তন আনতেই হবে। তার জন্য প্রয়োজন টেকসই সংস্কার। জনগণের নির্বাচিত সংসদের মাধ্যমে জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই শুধু তা সম্ভব।
জাতির জীবনে সুযোগ বারবার আসে না। একাত্তরের মুক্তিযুদ্ধের পর আমরা দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। নব্বইয়ের সুযোগ আমরা হাতছাড়া করেছি। আর নয়; এবার পারতেই হবে। এ জন্য দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের পুনর্গঠনে একটি গণতান্ত্রিক, নিরাপদ, সামাজিক ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে; এখন এবং ভবিষ্যতে।
সব শেষে এ কথা বলা যায়, যেহেতু নির্বাচন নিয়ে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মতপার্থক্য কাটিয়ে কাছাকাছি আসতে পেরেছে এবং সরকার আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে তাদের অঙ্গীকারের কথা বারবার বলছে; এমন পরিস্থিতিতে আগামী রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়াটাই হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় সম্মানের।
মোস্তাফিজুর রহমান বাবুল: বিএনপির কেন্দ্রীয় সহ-সম্পাদক; নব্বইয়ের গণঅভ্যুত্থানের
কেন্দ্রীয় ছাত্রনেতা
উৎস: Samakal
কীওয়ার্ড: র জন ত ড স ম বর অবস থ ন সরক র র ত র জন বছর র ব এনপ
এছাড়াও পড়ুন:
গ্রিসের পর্যটন দ্বীপ সান্তোরিনির নিচে ঘুমিয়ে আছে ভয়ংকর আগ্নেয়গিরি
গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সান্তোরিনি। যেখানে সাদা-নীল বাড়ি, সূর্যাস্ত আর নীল সমুদ্রের অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের টানে প্রতিবছর হাজার হাজার পর্যটক ভিড় করেন। কিন্তু অনেকের স্বপ্নের এই দ্বীপের নিচেই লুকিয়ে আছে এক ঘুমন্ত আগ্নেয়গিরি, যা আবারও ভয়াবহ বিস্ফোরণে ফেটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
প্রায় ৩ হাজার ৬০০ বছর আগে আগ্নেয়গিরির বিশাল এক বিস্ফোরণে সান্তোরিনি দ্বীপের বর্তমান আকৃতি তৈরি হয়। সেই বিস্ফোরণে দ্বীপের মাঝখান দেবে গিয়ে একটি বিশাল গর্ত বা কালডেরা সৃষ্টি হয়। এর পর এই অঞ্চলটিতে বড় আকারের ভূমিকম্প আর দেখা যায়নি।
গত বছরের শুরুর দিক থেকে কয়েকবার ভূমিকম্পে দ্বীপটি কেঁপে ওঠায় নতুন করে সামনে এসেছে দ্বীপটির নিচে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সম্ভাবনা ও তার ক্ষয়ক্ষতির বিষয়টি। বিজ্ঞানীরা মনে করছেন, এ ধরনের ভূমিকম্প ভূগর্ভের ম্যাগমা চেম্বারে চাপ বাড়ার লক্ষণ হতে পারে।
ব্রিটেনের গবেষণা জাহাজ ‘আরআরএস ডিসকভারি’ থেকে আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল সান্তোরিনির সমুদ্রতলের আগ্নেয়গিরি ও হাইড্রো-থার্মাল ভেন্ট নিয়ে গবেষণা চালাচ্ছেন এখন। চলমান এ গবেষণার নেতৃত্ব দিচ্ছেন ব্রিটেনের ন্যাশনাল ওসিওগ্রাফি সেন্টারের বিশেষজ্ঞ অধ্যাপক ইসাবেল ইয়ো। তিনি জানান, এই গবেষণার মূল উদ্দেশ্য হলো আগ্নেয়গিরির আচরণ বিশ্লেষণ করে কখন বড় বিস্ফোরণের আশঙ্কা তৈরি হতে পারে তা বুঝতে পারা। সান্তোরিনি দ্বীপের ৭ কিলোমিটার উত্তর-পূর্বে সাগরের নিচে থাকা আরেকটি সক্রিয় আগ্নেয়গিরি কলোম্বো নিয়েও পর্যবেক্ষণ করছেন তারা।
চলমান এই গবেষণায় রোবটের মাধ্যমে সাগরের ৩০০ মিটার নিচ থেকে গরম পানি, গ্যাস ও আগ্নেয় পাথরের নমুনা সংগ্রহ করছেন তারা। এ ছাড়া ভূকম্পন এবং ভেতরে থাকা জ্বলন্ত লাভার গতিবিধি বোঝার জন্য ভূতাত্ত্বিক মানচিত্রও তৈরি করছেন গবেষকরা। এই গবেষণা শেষে পাওয়া তথ্য গ্রিস সরকারকে সরবরাহ করা হবে। গ্রিসের সিভিল প্রটেকশন এজেন্সি এই গবেষণার ফল বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করছে। অধ্যাপক পারাস্কেভি নোমিকো– যিনি নিজে সান্তোরিনির বাসিন্দা এবং সরকারিভাবে জরুরি পরিকল্পনায় যুক্ত– বিবিসিকে বলেন, ‘এই গবেষণা আমাদের জানাবে, কোথায় কতটা ঝুঁকি এবং কোন এলাকায় আগ্নেয়গিরি জেগে উঠলে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।’
সাম্প্রতিক ভূমিকম্পের ফলে সান্তোরিনির ১১ হাজার বাসিন্দার প্রায় অর্ধেকই দ্বীপ ছেড়ে চলে গেছেন। পর্যটন খাতেও এর প্রভাব পড়েছে। অনেকেই তাদের পূর্বনির্ধারিত ভ্রমণ পরিকল্পনা বাতিল করেছেন। স্থানীয় ফটোগ্রাফার ইভা রেন্ডল বলেন, ‘আমার অনেক ক্লায়েন্ট তাদের শুটিং বাতিল করেছেন। আগে এপ্রিল থেকেই কাজ শুরু হতো; এবার মে পর্যন্ত কেউ আসেনি।’
তবে দ্বীপ ছেড়ে চলে যাওয়া অনেকেই জায়গাটির অতুলনীয় সৌন্দর্যের প্রেমে পড়ে আবার ফিরেও আসছেন। সান্তোরিনিতে বিয়ের ছবি তুলতে আসা এক নবদম্পতি বলেন, ‘আমরা ইচ্ছা করেই আগ্নেয়গিরির পাশে বিয়ে করতে চেয়েছি!’ এখন পর্যন্ত তাৎক্ষণিক বিস্ফোরণের আশঙ্কা না থাকলেও বিজ্ঞানীরা মনে করছেন, এটি ‘শুধু সময়ের ব্যাপার।’ বিবিসি।