বিয়েকেন্দ্রিক বিতর্কিত ঘটনার জেরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) বাঙলা কলেজ শাখার সদস্য সচিব ফয়সাল রেজাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রদল এই সিদ্ধান্ত গ্রহণ করে।

সোমবার (২১ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র রক্ষার্থে এই পদক্ষেপ জরুরি হয়ে পড়েছিল।

এ ছাড়াও, ফয়সালের স্থানে হাফিজুর রহমান হাফিজকে বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।
 

ঢাকা/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল র

এছাড়াও পড়ুন:

স্বর্ণপদক পেলেন শব্দসৈনিক মনোয়ার হোসেন  

স্বর্ণপদকে ভূষিত হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন খান। রোববার সন্ধ্যায় কবি লিলি হক প্রতিষ্ঠিত সংগঠন চয়ন সাহিত্য ক্লাবের উদ্যোগে এক অনুষ্ঠানে এ শব্দসৈনিককে স্বর্ণপদক পরিয়ে দেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। 

শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান।

সম্পর্কিত নিবন্ধ