রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ছিনতাইকারীকে ধরিয়ে দেওয়ার জেরে ছিনতাইকারীরই ছুরির আঘাতে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ-এর কর্মী আরমান হোসেন নিহত হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিল্পাঞ্চল পলিটেক এলাকায় আরমানকে ছুরি দিয়ে আঘাত করলে তাকে তার স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেন। তবে শেষ রক্ষা হয়নি তার।

রাত ৯টার দিকে আরমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরো পড়ুন:

মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সংকটের কারণ যৌন নিপীড়ন: গবেষণা

হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আরমানের বাবা মোহাম্মদ একরাম হোসেন বলেন, “আমার ছেলে দারাজ কোম্পানির তেজগাঁও শিল্পাঞ্চলের একটি গোডাউনে কাজ করত। সন্ধ্যার পর বাসায় ফেরার পথে ছিনতাই করার সময় ছিনতাইকারীদের সে বাধা দেয়। তখন তারা আমার ছেলেকে ছুরি মারে। আমারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক জানান, সে মারা গেছে।”

“গত দুই মাস আগে আমার ছেলে তিনজন ছিনতাইকারীকে ধরিয়ে দিয়েছিল। আজ ছিনতাইকারীদের বাধা দেওয়ায় ছিনতাইকারীর হাতে খুন হলো আমার ছেলে। আমার ধারণা, যাদের পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল তারা এই ঘটনা ঘটিয়েছে,” যোগ করেন একরাম হোসেন।

আরমানের বাবা জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আন্দারমানিক গ্রামে। তেজগাঁওয়ে পলিটেকটিকের পেছনে বেগুন বাড়ি এলাকায় ৩০ বছর ধরে বসবাস করেন তারা। দুই ভাই-বোনের মধ্যে তাদের দ্বিতীয় সন্তান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত অবস্থায় এক তরুণকে ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।

ঢাকা/বুলবুল/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত আহত আম র ছ ল ছ নত ই আরম ন

এছাড়াও পড়ুন:

স্বর্ণপদক পেলেন শব্দসৈনিক মনোয়ার হোসেন  

স্বর্ণপদকে ভূষিত হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন খান। রোববার সন্ধ্যায় কবি লিলি হক প্রতিষ্ঠিত সংগঠন চয়ন সাহিত্য ক্লাবের উদ্যোগে এক অনুষ্ঠানে এ শব্দসৈনিককে স্বর্ণপদক পরিয়ে দেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। 

শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান।

সম্পর্কিত নিবন্ধ