আ.লীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৩ মামলা, গ্রেপ্তার ৪০
Published: 21st, April 2025 GMT
আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে খুলনার তিনটি থানায় পৃথক তিনটি মামলা করেছে পুলিশ। দলটির ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সোমবার (২১ এপ্রিল) রাতে নগরীর হরিণটানা, আড়ংঘাটা ও খালিশপুর থানায় মামলাগুলো হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিনটি মামলার বাদী পুলিশ। এসব মামলায় ৪০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”
হরিণটানা থানার ওসি খায়রুল বাশার জানান, এসআই মোনায়েম হোসেন বাদী হয়ে আওয়ামী লীগের ৭৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় নাম না জানা আরো ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
আরো পড়ুন:
রিকশায় তুলে ছাত্রলীগ নেতাকে নির্যাতনের ঘটনায় মামলা
অঝোরে কাঁদছেন পারভেজের মা
খালিশপুর থানার ওসি মো.
আড়ংঘাটা থানার ওসি তুহিন উজ জামান বলেন, “ঝটিকা মিছিলের ঘটনায় থানার এসআই শেখ ইসতিয়াক বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ নাম না জানা আরো ৩০-৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা করেন। বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া এন্ড সিপি) মোহা. আহসান হাবীব বলেন, নগরীর হরিণটানা থানায় ২২ জনকে, খালিশপুর থানায় ৭ জনকে এবং আড়ংঘাটা থানায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নগরীর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া কেসিসির লাইসেন্স অফিসার রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করেছে।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ গ র প ত র কর র ঘটন য় আওয় ম
এছাড়াও পড়ুন:
ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে পহেলা বৈশাখ উদ্যাপন
ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার বাংলাদেশ শাখা ক্যাম্পাসে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়েছে। স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যালামনাইয়ের উদ্যোগে ইউনিভার্সিটির কালচারাল ক্লাব ও ফটোগ্রাফি ক্লাব যৌথভাবে এই আয়োজন করে। রাজধানীর বনানীতে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাসে বর্ষবরণ আয়োজনে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, সংগীতানুষ্ঠান ও বৈশাখী মেলা। শিক্ষার্থীরা আবহমান বাংলার নানা পণ্য ও খাবারের পসরা সাজিয়েছিল এই মেলায়। অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেন ইউনিভার্সিটির শিক্ষার্থী নুসরাত জাহান রীতিকা ও তাসনিম সারাহ।
বর্ষবরণ সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেন ফ্যাকাল্টি মেম্বার মাসিয়াত প্রাপ্তি, শিক্ষার্থী এড্রিয়েন হেনরি রডরিকেস এবং অনভব অগাস্টিন পালমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাক্টিং ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর বিজয় প্রসাদ বড়ুয়া পিএইচডি, প্রভোস্ট চ্যান জো জিম, ডিন প্রফেসর গোলাম আহমেদ ফারুকী পিএইচডি। এ ছাড়া ইউনিভার্সিটি কালচারাল
ক্লাবের অ্যাডভাইজার ফাবিহা তানজিম, প্রেসিডেন্ট এরিক আলম খান, ভাইস প্রেসিডেন্ট রায়া সিরাজী,সেক্রেটারি লামহা মাসিয়াত ভুঁইয়া, পাবলিসিটি সেক্রেটারি আজরা সাদিয়া, অর্গানাইজিং সেক্রেটারিওয়ারিশা খান, ফটোগ্রাফি ক্লাবের এডভাইজার আকিব হক এবং প্রেসিডেন্ট নাবা আলী আয়শা উপস্থিত ছিলেন।