১০ হাজার হজযাত্রী লাগেজ পৌঁছানোর সুবিধা পাবেন না
Published: 21st, April 2025 GMT
পবিত্র হজ পালনে চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন সৌদি আরবের মক্কায় যাবেন। তবে তাদের সবাই নির্দিষ্ট স্থানে লাগেজ পৌঁছানোর সুবিধা পাবেন না বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার। বাংলাদেশের হজযাত্রীদের পরিষেবা নিয়ে সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
মেজর জেনারেল নুরুল আনোয়ার বলেন, এ বছর হজযাত্রীদের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন ৭৭ হাজার ১০০ জন। তারা ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ সুবিধার আওতায় থাকবেন। এর আওতায় হজযাত্রীরা দুটি বড় সুবিধা পান। প্রথমত, সৌদি আরবে পৌঁছানোর পর ইমিগ্রেশনের প্রক্রিয়া বাংলাদেশের বিমানবন্দরেই সম্পন্ন হয়। দ্বিতীয়ত, লাগেজ ম্যানেজমেন্ট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে হ্যান্ডেল করা হয় এবং যাত্রীরা যে হোটেলে ওঠেন সেখানে পৌঁছে দেওয়া হয়। অন্যান্য বিমানবন্দর দিয়ে যাওয়া বাকি ১০ হাজার হজযাত্রী এ ইনিশিয়েটিভের আওতায় না থাকায় সুবিধা থেকে বঞ্চিত হবেন।
গত বছর কিছু যাত্রীর লাগেজ নিয়ে সমস্যার কারণে সৌদি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে বলেও জানান তিনি।
ভিসা জটিলতা সম্পর্কে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বলেন, ভিসার কোনো সমস্যা ছিল না। সমস্যাটি ছিল মূলত বাড়ি ভাড়া নিয়ে। বাড়ি ভাড়া না হলে কেউ ভিসার আবেদন করতে পারেন না। তবে আজ (সোমবার) সকাল পর্যন্ত শতভাগ হজযাত্রীর বাড়ি ভাড়ার চুক্তি সম্পন্ন হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: হজ স দ আরব র হজয ত র
এছাড়াও পড়ুন:
স্বর্ণপদক পেলেন শব্দসৈনিক মনোয়ার হোসেন
স্বর্ণপদকে ভূষিত হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন খান। রোববার সন্ধ্যায় কবি লিলি হক প্রতিষ্ঠিত সংগঠন চয়ন সাহিত্য ক্লাবের উদ্যোগে এক অনুষ্ঠানে এ শব্দসৈনিককে স্বর্ণপদক পরিয়ে দেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।
শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান।