আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আইন উপদেষ্টাকে স্মারকলিপি
Published: 21st, April 2025 GMT
‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ নামের একটি প্ল্যাটফর্মের ব্যানারে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো নিষিদ্ধ করার দাবিতে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের কাছে স্মারকলিপি দিয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে গিয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ৯ দফা দাবিনামা জমা দেয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে—আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা, দলের নিবন্ধন বাতিল, গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, বিগত সরকারের সংসদ সদস্যদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, গত ১৫ বছরের রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং জুলাই আন্দোলনের ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন।
প্রতিনিধিদলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাসুদ রানা, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক আল আরমান এবং রাফিদ এম ভুইয়া।
স্মারকলিপি পেশ শেষে সচিবালয়ের প্রধান ফটকে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের পক্ষে বক্তব্য দেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
তিনি বলেন, ‘‘আমরা আশা করেছিলাম আইন উপদেষ্টা এই বিষয়ে কিছু ইতিবাচক বার্তা দেবেন, কিন্তু তিনি আমাদের কোনো আশার আলো দেখাতে পারেননি। মনে হয়েছে, সরকার আন্তর্জাতিক মহলের চাপের মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পিছপা হচ্ছে। অথচ ৫ আগস্ট জনগণ নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। এই মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই।’’
তিনি আরো বলেন, ‘‘গণআন্দোলন ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয়। আরেকটি জুলাই তৈরি করে আমরা তাদের নিষিদ্ধে বাধ্য করব। খুব শিগগিরই আমরা মাঠে নামব।’’
প্রতিনিধিদলের আরেক সদস্য সালেহ মাহমুদ রায়হান বলেন, ‘‘আমরা সংবিধানের ১৩২ ধারার বিষয়ে আলোচনা করেছি। এই ধারার কারণে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে হলে মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয়। এ কারণে বহু মামলার আবেদন গ্রহণ করা হয়নি। আমরা চাই এই ধারা সংশোধন বা বাতিল করা হোক। উপদেষ্টা বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।’’
এ সময় সচিবালয় এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নেন এবং দলটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বিচার দাবিতে স্লোগান দেন।
ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আইন উপদ ষ ট আওয় ম
এছাড়াও পড়ুন:
স্বর্ণপদক পেলেন শব্দসৈনিক মনোয়ার হোসেন
স্বর্ণপদকে ভূষিত হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন খান। রোববার সন্ধ্যায় কবি লিলি হক প্রতিষ্ঠিত সংগঠন চয়ন সাহিত্য ক্লাবের উদ্যোগে এক অনুষ্ঠানে এ শব্দসৈনিককে স্বর্ণপদক পরিয়ে দেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।
শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান।