কক্সবাজারে রাজমিস্ত্রীর কাজে গিয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার একই গ্রামের ছয় জন পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 

নিখোঁজ যুবকরা হলেন, জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), সফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও আব্দুল জলিল (৫৫)।

নিখোঁজ সবাই গত ১৫ এপ্রিল কাজের জন্য জকিগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশে বের হয়। পুলিশ বলছে, মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে দুজনের অবস্থান কক্সবাজারের টেকনাফ দেখাচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।

আরো পড়ুন:

তুসুকা গ্রুপের ছয় কারখানায় ৩ দিনের ছুটি ঘোষণা

শ্রমিকের আত্মহত্যা: ২ কর্মকর্তাকে অব্যাহতি, পরিবারকে সহায়তা 

নিখোঁজ ব্যক্তিদের পরিবার সূত্রে জানা যায়, তারা ১৬ এপ্রিল কক্সবাজার পৌঁছার পর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেন। এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় নিখোঁজদের পরিবার উদ্বেগ দেখা দিয়েছে। নিখোঁজ সবাই রাজমিস্ত্রীর কাজ করেন।

নিখোঁজ এমাদ উদ্দিনের চাচাত ভাই ও নিখোঁজ খালেদ হাসানের চাচা আব্দুল বাছিত দুলাল জানান, ১৬ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে এমাদ উদ্দিন কল দিয়ে বাড়িতে জানিয়েছে, তারা সবাই কর্মস্থলে পৌঁছেছে। এরপর আর বাড়িতে যোগাযোগ করেনি। তখন বাড়ি থেকে কল করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর এমাদ ও খালেদের সঙ্গে থাকা অন্যদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তাদের মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। প্রথমে বিষয়টিকে স্বাভাবিক মনে হয়েছে। কিন্তু পাঁচদিনেও কারো মোবাইলে কল না যাওয়ার কারণে বিষয়টি অস্বাভাবিক মনে হচ্ছে।

তিনি বলেন, এ ঘটনায় জকিগঞ্জ থানায় জিডি করতে চাইলে পুলিশ পরামর্শ দিয়েছে কক্সবাজারে জিডি করার জন্য। সেখানের থানায় জকিগঞ্জ থানা থেকে যোগাযোগ করা হয়েছে। স্বজনেরা কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে। 

নিখোঁজ রশিদের ভাই আব্দুল বাছিত বলেন, রশিদ কয়েক বছর থেকে চট্টগ্রামে এক ঠিকাদারের অধীনে কাজ কাজ করতো। বিভিন্ন সময়ে বাড়িতে আসা-যাওয়া ছিল। চট্টগ্রামের ঠিকাদারের মাধ্যমে কক্সবাজার এইবার প্রথম গিয়েছে। কক্সবাজার যাওয়ার পর থেকে রশিদসহ সঙ্গে থাকা সবার মোবাইল ফোন বন্ধ দেখাচ্ছে। তবে ওই ঠিকাদারের নাম ও ঠিকানা তার জানা নেই।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘‘নিখোঁজদের পরিবার থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা তাদের সহায়তা করে যাচ্ছি।’’
 

ঢাকা/নুর/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য গ য গ কর র পর ব র

এছাড়াও পড়ুন:

সিলেটে চা–বাগানে তরুণকে হত্যায় দুজন গ্রেপ্তার

সিলেট মহানগরের শাহী ঈদগাহ এলাকার দলদলি চা-বাগানে তুষার আহমদ চৌধুরী (২০) খুনের ঘটনায় মূল আসামিকে আড়াল করার অপচেষ্টা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সিলেটের বালাগঞ্জ উপজেলার বাসিন্দা ও বর্তমানে নগরের কলবাখানী এলাকার পারভেজ (২০) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার রন্নারচর গ্রামের রাজু দাস (২৩)। গত শনিবার রাতে ঢাকার গাজীপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে সিলেট বিমানবন্দর থানা-পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তুষার হত্যাকাণ্ডের পর একটি কুচক্রী মহল ফেসবুকে গ্যালারিয়া শপিং কমপ্লেক্সের এক দোকানকর্মীর ছবি ও প্রোফাইল লিংক প্রচার করে তাঁকে মূল আসামি হিসেবে তুলে ধরার চেষ্টা করে। তদন্তে জানা যায়, সেই দোকানকর্মী পারভেজ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া পারভেজ ও রাজু দাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতে তোলা হবে।

এদিকে ওই হত্যায় জড়িত সন্দেহে গত শনিবার দুপুরে র‍্যাব নগরের জিন্দাবাজার এলাকা থেকে বাগবাড়ির বাসিন্দা পারভেজ (২৬) নামের একজনকে গ্রেপ্তার করে। তবে পরে জানা যায়, তিনি নির্দোষ।

১৫ এপ্রিল সন্ধ্যায় তুষার আহমদ চৌধুরী ছুরিকাঘাতে নিহত হন। ওই রাতেই তুষারের বাবা আইনজীবী সাজেদ আহমদ চৌধুরী বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • কক্সবাজারে গিয়ে নিখোঁজ জকিগঞ্জের ৬ তরুণ 
  • মোবাইল অপারেটরদেরকে ইন্টারনেটের দাম কমানোর আহ্বান
  • মোবাইল অপারেটরদের ইন্টারনেটের দাম কমানোর আহ্বান
  • তিনটি স্তরে ইন্টারনেটের দাম কমছে: ফয়েজ আহমদ
  • সিলেটে চা–বাগানে তরুণকে হত্যায় দুজন গ্রেপ্তার
  • নারী সংস্কার কমিশন বাতিলসহ ৫ দাবি, হেফাজ‌তের মহাসমাবে‌শ ৩ মে
  • চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ২ হাজার বছরের পুরনো: ঢাবি উপাচার্য
  • টানা দুইবারের বেশি না পারলেও বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকার দাবি বিএনপির
  • সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত