‎‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পরিবেশবান্ধব কর্মসূচি “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” বাস্তবায়নে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।  

 জেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন ‎হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী। ‎সোমবার (২১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো.

জাহিদুল ইসলাম মিঞা।

‎সভায় জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহাসিক ও শিল্পনগরী। পূর্বাচলসহ নারায়ণগঞ্জের বিস্তৃত এলাকাগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে পরিচ্ছন্ন, আধুনিক ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমরা কাজ করছি। এই লক্ষ্যে আপনাদের মত ইসলামী চিন্তাবিদ ও সমাজপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ দরকার।

‎‎তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলার সীমান্তচিহ্ন গুলো আলাদা করে ‘স্বাগতম’ ও ‘ধন্যবাদ’ লিখে চিহ্নিত করা হচ্ছে, যেন জেলার গৌরব ও সীমানা স্পষ্টভাবে রক্ষা পায়।

মুফতি মনির হোসেন কাসেমী বলেন, ‎আমরা সব সময় যৌতুক, মাদক, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে একটা সমাজকে নষ্ট করার মত যা আছে সবগুলোর বিরুদ্ধে কিন্তু কথা বলি। বছরের ৫২  সপ্তাহে অন্যায়র বিরুদ্ধে কথা  বলি ।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আলমগীর হুসাইন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী,সহ-সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি এহতেশামুল হক কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী, হেফাজত ইসলাম জেলা সহসভাপতি মাওলানা কামাল উদ্দিন দাইমী, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আব্বাস প্রমুখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল ইসল ম

এছাড়াও পড়ুন:

আদর্শ শিক্ষক ফেডারেশন’র ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মহানগরীর আদর্শ শিক্ষক ফেডারেশন উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২০ এপ্রিল বিকাল) ৪ ঘটিকায় মাসদাইর নারায়ণগঞ্জ আদর্শ স্কুল মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্ভোবনী বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত মাওলানা মোঃ ওমর ফারুক। 

ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক অধ্যাপক শেখ আব্দুল মালেক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে যে তাকওয়া অর্জন করেছি সে আলোকে আমাদের নিজের জীবন বাস্তবায়নের চেষ্টা করতে হবে। তিনি আরো বলেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের কাজ ই হচ্ছে আদর্শ শিক্ষক তৈরী করা।

শিক্ষাঙ্গনে নৈতিক অবক্ষয় রোধে আদর্শ শিক্ষকের বিকল্প নেই। বর্তমান শিক্ষক সমাজ তাদের বিভিন্ন অধিকার থেকেঅবহেলিত ও বঞ্চিত। তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে হলে দেশে ইসলামী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।

এজন্য যেসব প্রতিষ্ঠানে দাওয়াতি কাজ নেই সেসব প্রতিষ্ঠানে কমিটি করে দাওয়াত সম্প্রসারণ বেগবান করার আহ্বান জানান।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ডা. নুরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সিনিয়র সহ -সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহজাহান মিয়া, আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সদস্য জনাব ফরিদ উদ্দিন আহমদ, হেমায়েত উদ্দিন, জনাব আক্তারুজ্জামান প্রমুখ।

 

সম্পর্কিত নিবন্ধ

  • আওয়ামী লীগ নেতাকর্মীদের পেটানোর নির্দেশ দিলেন টিপু
  • নারায়ণগঞ্জে আন্দোলিব রহমান পার্থের জম্মদিনে দোয়া 
  • রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিএনপির সমাবেশ
  • নারায়ণগঞ্জ থেকে বাসে ঝুলে নাটক করতে আসা অভিনেতার একাল–সেকাল
  • আড়াইহাজারে ছাত্রলীগ নেতা সাগর হাসান গ্রেপ্তার
  • আড়াইহাজারে ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাগর হাসান গ্রেপ্তার
  • সড়ক অবরোধ করে ফতুল্লায় ট্রাকস্ট্যান্ড সরানোর দাবি
  • আদর্শ শিক্ষক ফেডারেশন’র ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত