সাবেক মন্ত্রী টিপু মুনশি ও এনামুরের সম্পদ জব্দের আদেশ
Published: 21st, April 2025 GMT
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তাঁর স্ত্রী মালবিকা মুনশির সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের সম্পদও জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, ৮টি দলিলে থাকা টিপু মুনশির সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁর ১০টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।
টিপু মুনশির স্ত্রী মালবিকা মুনশির একটি দলিলে থাকা জমি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁর একটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।
দুদকের তথ্য অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে টিপু মুনশি জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকার সম্পদ অর্জন করেছেন। তাঁর ১১টি ব্যাংক হিসাবে জমা হয় ১৭ কোটি ৫৫ লাখ টাকা। অপর দিকে তাঁর স্ত্রীর ব্যাংক হিসাবে ৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।
এনামুর রহমানের সম্পদ ক্রোক করার আদেশ
সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানের ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৫০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তাঁর পাঁচটি ব্যাংক হিসাবে ১২ কোটি ৬৯ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।
এ ছাড়া কুমিল্লার দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এনএসআইয়ের সাবেক ডিজি জুবায়েরের ব্যাংক হিসাব অবরুদ্ধ, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক হামিদুলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল টি এম জুবায়ের ও তাঁর স্ত্রী ফাহমিনা মাসুদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হক ও তাঁর স্ত্রী নুছরাত জাহানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক টি এম জুবায়ের ও তাঁর স্ত্রীর নামে পাঁচটি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুদক। দুদক আদালতের কাছে দাবি করেছে, টি এম জুবায়েরের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করে বিভিন্ন পদে চাকরি ও ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
অন্যদিকে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক হামিদুল হকের বিষয়ে দুদক আদালতের কাছে দাবি করেছে, হামিদুল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এ অবস্থায় তিনি ও তাঁর স্ত্রী বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। তাই তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দরকার। পরে শুনানি নিয়ে আদালত হামিদুল হক ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।