ইতিহাসের সবচেয়ে সংস্কারবাদী হিসেবে পরিচিতি পাওয়া ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর এখন বেছে নেওয়া হবে একজন নতুন পোপকে। এই নির্বাচন প্রক্রিয়ায় ভোটের মালিক ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মযাজকরা।

বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিক খ্রিষ্টানের প্রধান ধর্মগুরুকে বলা হয় পোপ। অর্থাৎ পোপ একটি উপাধি, ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা এই উপাধিতে ভূষিত হন; যার কিছু সুনির্দিষ্ট কাজ রয়েছে।

রোমান ক্যাথলিকরা বিশ্বাস করেন, তাদের প্রধান আত্ম্যাধিক ধর্মগুরু যিশু খ্রিষ্টের বংশধারার সরাসরি প্রতিনিধিত্ব করেন। তাকে সেন্ট পিটারের জীবন্ত উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়।

আরো পড়ুন:

রাজবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ধর্মপ্রচার শুরু করার প্রথম দিকে যে কয়েকজন ব্যক্তি যিশু খ্রিষ্টের শিষ্যত্ব গ্রহণ করেন, সেন্ট পিটার তাদের অগ্রগণ্য। তাকে খ্রিষ্টান ধর্মপ্রচারকদের নেতা মানা হয়।

সেন্ট পিটারের জীবন্ত উত্তরসূরি হিসেবে একজন পোপ ক্যাথলিক গির্জাগুলোর প্রধান আধ্যাত্মিক নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

গির্জাগুলোর পাশাপাশি সারা বিশ্বের প্রায় ১৪০ কোটি ক্যাথলিক খ্রিষ্টান তার নির্দেশনা মেনে ধর্মীয় রীতি-নীতি পালন করে থাকে।

বিবিসি লিখেছে, খ্রিষ্টান ধর্মের অনুসারীরা সাধারণত বাইবেলের আদর্শ অনুযায়ী জীবন যাপনের চেষ্টা করে। এক্ষেত্রে তারা পোপের কাছ থেকে ধর্মীয় বিভিন্ন শিক্ষা-দীক্ষা ও পরামর্শ পেয়ে থাকেন।

বিবিসি তথ্য অনুযায়ী, সারা বিশ্বে খ্রিষ্টান ধর্মের যত অনুসারী আছে, তাদের প্রায় অর্ধেকই রোমান ক্যাথলিক। এ ছাড়া প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্সসহ আরো বেশ কয়েক ধরনের খ্রিষ্টান রয়েছেন, তবে তারা পোপের কর্তৃত্বকে স্বীকার করেন না।

পোপের বসবাস বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে, যার চারপাশ ঘিরে রয়েছে ইতালির রাজধানী রোম।

ধর্মগুরু হিসেবে দায়িত্ব পালনের জন্য পোপ আনুষ্ঠানিকভাবে কোনো বেতন পান না। তবে তার জীবনযাপন ও ভ্রমণের জন্য প্রয়োজনীয় সব ব্যয় বহন করে ভ্যাটিকান সিটি।

ভ্যাটিকান সিটির স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টা ৩৫ মিনিটে মারা যান পোপ ফ্রান্সিস। তার বয়স হয়েছিল ৮৮ বছর। দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ ছিলেন তিনি।

পোপ ফ্রান্সিসের আগে ইউরোপের বাইরের কোনো দেশ থেকে পোপ হওয়ার একমাত্র রেকর্ড ছিল তৃতীয় গ্রেগরির। তিনি ৭৪১ খ্রিষ্টাব্দে মারা যান।

ক্যাথলিক চার্চের পোপ হওয়ার পর অনেক কিছুই প্রথমবার করলেও ফ্রান্সিস কখনো চার্চের সংস্কার কার্যক্রম বন্ধ করেননি।

এরপরও পুরোনোকে আঁকড়ে ধরা ঐহিত্যবাদীদের মধ্যেও পোপ ফ্রান্সিস সমানভাবে জনপ্রিয় ছিলেন।

পোপ নির্বাচিত হওয়ার পর প্রায় ১২ বছর রোমান ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতা হিসেবে ধর্মের সেবার করার সুযোগ পেয়েছেন ফ্রান্সিস।

ঢাকা/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নোয়াখালীতে ১২০ মিলিমিটার বৃষ্টি 

নোয়াখালীতে চব্বিশ ঘণ্টায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জেলা শহরে জলাবদ্ধতার পাশাপাশি বিভিন্ন উপজেলায় ধানের ফসলী জমিতে পানি জমে গেছে।

শনিবার (১৯ এপ্রিল) রাত থেকে আজ (রবিবার) সকাল পর্যন্ত একটানা ভারি বৃষ্টিপাত হয়। এতে বোরো ধানের ফসলী জমিতে পানি জমে গেছে। যার কারণে পাকা ধান কাটা, মাড়াই দেওয়া ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। 

ভারি বর্ষণে জেলা শহর মাইজদীতে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা সমস্যা। পৌরসভার ড্রেনগুলোর মুখ এবং খালের মুখে ময়লা আবর্জনা জমে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

জাহাঙ্গীর নামে একজন ব্যবসায়ী বলেন, “প্রতি বছরই বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা দেখা দেয়। বৃষ্টির মৌসুম শুরুর আগে কতৃপক্ষ যদি শহরের ড্রেন- নালা পরিষ্কার করে তাহলে জলাবদ্ধতা হয়না। কিন্তু আমরা পৌরসভা কর্তৃপক্ষের নিরবতাই লক্ষ্য করছি।”

জিহাদ নামে আরেকজন ব্যবসায়ী বলেন, “এখন থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দপ্তরগুলো যৌথ উদ্যোগ না নিলে গতবারের মত বন্যার কবলে পড়বে নোয়াখালী জেলা শহর। আমরা ব্যবসায়ীরা আবারো সংকটে পড়ে যাব।” 

সিরাজ মিয়া নামে একজন কৃষক বলেন, “ধান কাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এমন সময় গত কয়েকদিনের বৃষ্টিতে ধান তোলা নিয়ে সংশয়ে আছি। জমিতে পানি জমে গেছে। শ্রমিকও পাচ্ছিনা। ফলে লোকসানে পড়তে হবে।”

মনসুর নামে আরেকজন বলেন, “কাটা শেষে ধান স্তুপ করে রেখেছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টিতে সমস্যার মধ্যে পড়লাম। এখন কড়া রোদে শুকাতে হবে। যদি আবার বৃষ্টি হয় তাহলে ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়তে হবে।”

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, আজ (রবিবার) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঢাকা/সুজন/টিপু 

সম্পর্কিত নিবন্ধ

  • চিকিৎসাকর্মীদের হত্যাকাণ্ড নিয়ে ইসরায়েলি বক্তব্য মিথ্যা: গাজা কর্তৃপক্ষ
  • ক্ষমতার প্রথম ১০০ দিনে ট্রাম্পের যত আলোচিত উক্তি
  • আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক হুগো গাত্তি আর নেই
  • ‘বিসিবি আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে’
  • শিক্ষকদের বিচারক হিসেবে নিয়োগের সুপারিশ কতটা যৌক্তিক
  • প্রাণনাশের ভয় নিয়ে পালাতে হয়েছিল, দাবি হাথুরুসিংহের
  • খাল–নালায় পড়ে মৃত্যুর দায় নেয় না, তদন্তও করে না
  • ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
  • নোয়াখালীতে ১২০ মিলিমিটার বৃষ্টি