এসএসসি পরীক্ষা শেষে ফেরা হলো না রাকিবুলের
Published: 21st, April 2025 GMT
নাটোরের নলডাঙ্গা উপজেলায় অটোরিকশা উল্টে এসএসসি পরীক্ষার্থী রাকিবুল ইসলামের ( ১৭) মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় নাটোর-আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়কের মহিষমারী সেতুর কাছে সড়ক দুর্ঘটনায় তার মুত্যু হয়।
নিহত রাকিবুল ইসলাম উপজেলার বাঁশিলা পূর্বপাড়া গ্রামের আলী হোসনের ছেলে ও বাঁশিলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন করেছেন।
আরো পড়ুন:
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত
সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে উপজেলার বাঁশিলা পূর্বপাড়া গ্রামের রাকিবুল ইসলাম ও তার চার সহপাঠী অটোরিকশা ভাড়া করে গিয়ে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে তারা অটোরিকশায় করে বের হয়। এ সময় মাধনগর যাওয়ার পথে নাটোর-আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারী সেতুর কাছে অটোরিকশা উল্টে গেলে রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা/আরিফুল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন র ক ব ল ইসল ম নলড ঙ গ পর ক ষ
এছাড়াও পড়ুন:
বিরামপুরে মোটরসাইকেলে পিক-আপের ধাক্কা, এসএসসি পরীক্ষার্থী নিহত
দিনাজপুরের বিরামপুরে পিক-আপের ধাক্কায় হাসান (১৬) নামে মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় বিরামপুর পৌর এলাকার পল্লবী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান বিরামপুর থানা পাড়া এলাকার নিয়ামত হকের ছেলে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, সকাল ১০ টার দিকে পৌর শহরের পল্লবী সিনেমা হল মোড়ে মোটরসাইকেলটিকে পিছন থেকে মাছবাহী পিক-আপ ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা হাসান ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হাসান একজন এসএসসি পরীক্ষার্থী।
ঢাকা/মোসলেম/টিপু