চলতি এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা ভালো না হওয়ায় কেন্দ্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র এ ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হয়। তবে এ ঘটনায় কেউকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে পরীক্ষা শুরু হয় কেন্দ্রটিতে। পরীক্ষা শেষে হঠাৎ একদল পরীক্ষার্থী কেন্দ্রের সামনে হট্টগোল শুরু করে। একপর্যায়ে পরীক্ষাকেন্দ্রের জানালার কাঁচ ভাঙচুর করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জানতে চাইলে রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো.

কবির হোসেন সরকার বলেন, পরীক্ষা খারাপ হওয়ার কারণে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীরা ভাঙচুর করেছে। সেখানে পরীক্ষা শেষে তারা কয়েকটি বেঞ্চ ও জানালার কাঁচ ভাঙচুর করে। তবে এতে কেউ আহত হয়নি।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা ভাঙচুর করেছে তাদের শনাক্ত করা হবে। একই সঙ্গে তাদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবকে বলা হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: এসএসস পর ক ষ পর ক ষ

এছাড়াও পড়ুন:

বিরামপুরে মোটরসাইকেলে পিক-আপের ধাক্কা, এসএসসি পরীক্ষার্থী নিহত  

দিনাজপুরের বিরামপুরে পিক-আপের ধাক্কায় হাসান (১৬) নামে মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। 

রবিবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় বিরামপুর পৌর এলাকার পল্লবী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান বিরামপুর থানা পাড়া এলাকার নিয়ামত হকের ছেলে। 

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, সকাল ১০ টার দিকে পৌর শহরের পল্লবী সিনেমা হল মোড়ে মোটরসাইকেলটিকে পিছন থেকে মাছবাহী পিক-আপ ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা হাসান ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হাসান একজন এসএসসি পরীক্ষার্থী। 

ঢাকা/মোসলেম/টিপু 

সম্পর্কিত নিবন্ধ

  • পাস-ফেল দূরের কথা, যে স্কুলের কেউ পরীক্ষাই দিচ্ছে না
  • গণিত পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র ভাঙচুর
  • গণিত পরীক্ষা ‘ভালো না হওয়ায়’ কেন্দ্রে ভাঙচুর এসএসসি পরীক্ষার্থীদের
  • শরীয়তপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্রে দুই ছাত্রীকে ইভ টিজিংয়ের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড
  • এসএসসি পরীক্ষা শেষে ফেরা হলো না রাকিবুলের
  • চাঁদপুরে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের উত্তর বলে দেওয়ায় হল সুপার গ্রেপ্তার
  • টাঙ্গাইলে এসিল্যান্ডের বিরুদ্ধে কেন্দ্রসচিবকে লাঞ্ছিতের অভিযোগ
  • বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল এসএসসি পরীক্ষার্থী
  • বিরামপুরে মোটরসাইকেলে পিক-আপের ধাক্কা, এসএসসি পরীক্ষার্থী নিহত