প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা ছাত্রদল নেতা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন। এ সময় তারা আরও উল্লেখ করেন ভবিষ্যতে যেন এ রকম ঘটনার আর পুনরাবৃত্তি না হয়।

মানববন্ধনে নারায়ণগঞ্জন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মো.

জাকারিয়া ভূঁইয়া বলেন, 'যদি আওয়ামী লীগ-ছাত্রলীগের দৃষ্টান্তমূলক বিচার না করা হয়, তাহলে পারভেজ হত্যার মতো ঘটনা ঘটতে থাকবে।

আমরা দেশের মানুষের নিরাপদ জীবন চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগ-ছাত্রলীগের হাত ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কোন সন্ত্রাসীদের পুনর্বাসন আমরা মেনে নিবো না।'

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, সোনারগাঁ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাদিম, সোনারগাঁ ফজলুল হক উইমেন্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সুমাইয়া আক্তার সাদিয়া, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম, আবু ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মাহমুদা আক্তার মিতু প্রমুখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ছ ত র দল ছ ত রদল র স স ন রগ

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারে ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাগর হাসান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সাগর হাসান (২৫)। সে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কল্যান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সাগর উপজেলার কল্যান্দী শেখ বাড়ি এলাকার কবির হাসানের ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান, গোপনে খবর পেয়ে সাগর হাসানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করা হবে। কোন মামলায় গ্রেপ্তার তাৎক্ষনিকভাবে পুলিশ জানাতে পারেনি।

সম্পর্কিত নিবন্ধ

  •  জেলা প্রশাসনকে সহযোগীতা করবে হেফাজতে ইসলাম
  • আওয়ামী লীগ নেতাকর্মীদের পেটানোর নির্দেশ দিলেন টিপু
  • নারায়ণগঞ্জে আন্দোলিব রহমান পার্থের জম্মদিনে দোয়া 
  • রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিএনপির সমাবেশ
  • নারায়ণগঞ্জ থেকে বাসে ঝুলে নাটক করতে আসা অভিনেতার একাল–সেকাল
  • আড়াইহাজারে ছাত্রলীগ নেতা সাগর হাসান গ্রেপ্তার
  • আড়াইহাজারে ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাগর হাসান গ্রেপ্তার
  • ফতুল্লায় স্টেডিয়ামের পাশে ট্রাকস্ট্যান্ড নির্মানের প্রতিবাদে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ