নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনীন নকশা বহির্ভূত কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রোববার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার রুপসী এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি ভবনের অনুমোদনহীন নকশা বহির্ভূত বর্ধিত অংশ ভেঙ্গে ফেলা হয়।

নিয়ম না মেনে ও রাজউকের অনুমোদন না নিয়ে নকশা বর্হিভুত ভবন নির্মান করার দায়ে ৩ ভবন মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আরো ২ ভবনের নির্মান কাজ বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

উপজেলার তারাব পৌরসভার বিভিন্ন এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এ সময় তারাব পৌর এলাকার মামুন প্রধানের নির্মানাধীন দোতলা ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেন। আগামী ৩ মাসের মধ্যে রাজউকের অনুমতি নিয়ে কাজ করা নির্দেশ প্রদান করেন। অন্যদিকে যমুনা ব্যাংক ফাউন্ডেশন হসপিটালের নির্মানাধীন ৬ তলা ভবনের কাজ বন্ধ করে, বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় রূপসী এলাকার সিদ্দিকুর রহমান কে নিয়ম না মেনে ও অনুমোদন বিহীন নকশা বর্হিভুত দোতলা ভবন নির্মান করায় ৫০ হাজার টাকা, তালিমুন নেছা হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার ৫ তলা ভবন নকশা বহির্ভূত আংশিক ভেঙ্গে দিয়ে ১ লাখ টাকা ও দোতলা ভবন মালিক ইব্রাহীম প্রধানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনির হোসেন হাওলাদার বলেন, ড্যাব অন্তভূক্ত সকল সিটি কর্পোরেশন ও পৌরসভায় রাজউকের অনুমোদন ছাড়া কোন আবাসিক বা বানিজ্যিক ভবন করা আইন বহিঃভূত। কিন্ত তারাব পৌরসভায় নাগরিক সুবিধা খর্ব করে ভবন নির্মানের কাজ চলছে। 

নিয়ম না মেনে ও রাজউকের অনুমোদন না নিয়ে ভবন নির্মান করার দায়ে ৩ ভবন মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া আরো ২ ভবনের নির্মান কাজ বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সঙ্গে এক ভবন মালিকের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে। রাজউকের অনুমোদন ছাড়া অপরিকল্পিতভাবে বিল্ডিং নির্মাণের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজউকের জোন ৬/৩ এর অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার সুরোত আলী রাসেল, ইমরাত পরিদর্শক আব্দুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলা পুলিশের প্রতিনিধি দল।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ভবন ন র ম ন ভবন ম ল ক ভবন র প রসভ ন নকশ

এছাড়াও পড়ুন:

হিজরতের ৫টি শিক্ষা

সাহাবিদের হিজরতের ঘটনাবলি কেবল ইতিহাসের অংশ নয়, বরং তা মুমিন জীবনের জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। তাদের হিজরতের ঘটনা ও ত্যাগের আদর্শ থেকে কয়েকটি মৌলিক শিক্ষা উঠে আসে:

১. হিজরত প্রথমত আল্লাহর আদেশ পালন

হিজরত কেবল কৌশলগত পরিকল্পনা ছিল না, বরং ছিল আল্লাহর পক্ষ থেকে আসা এক ইবাদতমূলক নির্দেশ। এই কারণে সাহাবিরা সবচেয়ে প্রিয় বস্তু—ঘরবাড়ি, সম্পদ, আত্মীয়স্বজন—সহজে ত্যাগ করতে পেরেছিলেন। (মুহাম্মদ সাইদ রমাদান আল-বুতি, ফিকহুস সিরাহ, পৃষ্ঠা: ১৫৬, দারুল ফিকর, দামেস্ক, ২০০৪)

২. ইমানের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ

হিজরত শেখায় যে একটি জাতির ভিত্তি স্থাপন এবং সত্য প্রতিষ্ঠা করার জন্য চরম মূল্য দিতে হয়। সুহাইব তাঁর সব সম্পদ, আবু সালামা তাঁর পরিবার এবং বনু জাহশ (রা.) জন্মভূমি ত্যাগ করে এই মূল্য পরিশোধ করেছিলেন। এই ত্যাগ বিনা মূল্যে অর্জিত হয়নি।

আরও পড়ুনমদিনায় হিজরত: ইসলামের ৬টি মাইলফলক০২ জুলাই ২০২৫৩. ইমানের সম্পর্ক অন্য সব সম্পর্ক থেকে ঊর্ধ্বে

ওমর (রা.) আইয়াশকে যখন তার মায়ের দোহাইয়ের ফিতনা থেকে সতর্ক করেছিলেন, তা প্রমাণ করে যে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি আনুগত্যের বন্ধন অন্য সব জাগতিক সম্পর্ক (গোত্র, পরিবার, রক্ত) থেকে অনেক বেশি শক্তিশালী।

৪. ঐকান্তিক প্রচেষ্টার সঙ্গে আল্লাহর ওপর ভরসা

হিজরত মোটেই বিশৃঙ্খল ছিল না। ওমর (রা.)-এর পরিকল্পনা, কাফেলাবদ্ধ হয়ে যাত্রা এবং কৌশল অবলম্বন—সবই প্রমাণ করে যে আল্লাহর ওপর নির্ভরতার পাশাপাশি মানবীয় প্রচেষ্টা ও সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করাও আবশ্যক।

আরও পড়ুনমহানবী (সা.)–র হিজরত মদিনায় হলো যে কারণে২৯ জুন ২০২৫৫. আল্লাহর দয়ার বিশালতা

এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ফিতনা ও দুর্বলতা মানুষের জীবনে আসতে পারে। কিন্তু যখন তারা মক্কায় বন্দী হয়ে নিজেদের পাপী মনে করছিলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করে আশার দরজা খুলে দেন, ‘বলো, “হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ (পাপ করেছ), তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন।”’ (সুরা জুমার, আয়াত: ৫৩)

এই আয়াতটি ছিল তাঁদের জন্য এক ঐশী ক্ষমা ও নতুন সুযোগের বার্তা।

হিজরত কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়; এটি একটি অক্ষয়–দর্শন—যেখানে ইমান, ধৈর্য এবং আত্মত্যাগের সমন্বয়ে একটি আদর্শ সমাজ গঠনের বীজ নিহিত ছিল। এই দর্শনই মুসলমানদের নতুন এক দিগন্তে পৌঁছে দেয়।

আরও পড়ুনআবিসিনিয়ায় নারী সাহাবিদের দ্বিতীয় হিজরত১৪ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ