দুই মেয়ে তখন ঢাকার একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। ব্যস্ততায় তাদের দেখাশোনা নিয়ে বেশ বিপাকেই পড়ে যান অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। অনেক সময় শুটিং বাতিল করতে হতো। কখনো শুটিং থেকে বিরতি নিয়ে স্কুলে যেতে হতো বাচ্চাদের আনতে। এমনও হয়েছে, মায়ের শুটিংয়ের জন্য যমজ বাচ্চা দুটি নানির বাড়িতে। এভাবে মেয়েদের নিজের মনের মতো সময় দিতে পারছিলেন না। তাই সিদ্ধান্ত নেন, তাদের দেশের বাইরের কোনো বোর্ডিং স্কুলে পড়াশোনা করাবেন। সেই সিদ্ধান্ত নিতে গিয়ে পরিবার, সহকর্মীসহ অনেকের মুখে নানা কথা শুনতে হয়েছে।

অভিনেত্রী ছন্দার দুই মেয়ে টাপুর ও টুপুর। তাঁরাও মায়ের মতো অভিনয়ের জগতে এসেছেন। নাম লিখিয়েছেন সিনেমায়। তবে শখের বসে এই অভিনয় শুধুই পড়াশোনার ফাঁকে। ছুটিতে দেশে এলেই তাঁদের বড় বা ছোট পর্দায় পাওয়া যেত। পড়াশোনায় ব্যস্ত সেই টাপুর ও টুপুর এবার ভারত থেকে পড়াশোনা শেষ করে এখন অপেক্ষা রয়েছেন ফলাফলের। বর্তমানে তাঁরা দেশেই রয়েছেন। তাঁদের মা ছন্দা জানালেন, তাঁদের আপাতত ভারতে পড়াশোনার পর্ব শেষ। এই সময় তিনি ফিরে গেলেন মেয়েদের দেশের বাইরে পড়াশোনা করানোর ‘কঠিন’ দিনগুলোতে।

অভিনয়শিল্পী টাপুর–টুপুর। ছবি: ফেসবুক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যশোরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

যশোরের ঝিকরগাছার কায়েমকোলা জামতলা মোড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দিপু মনি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাকিব হোসেন (১৯) নামে অপর যুবক আহত হয়েছেন। 

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ছুটিপুর-কায়েমকোলা সড়কের জামতলা মোড়ে ঘটনাটি ঘটে। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দিপু চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। আহত রাকিব একই উপজেলার পাশাপোল ইউনিয়নের পাশাপোল গ্রামের রাজা মিয়ার ছেলে।

আরো পড়ুন:

মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

এসএসসি পরীক্ষা শেষে ফেরা হলো না রাকিবুলের

প্রত্যক্ষদর্শী জানান, দিপু ও রাকিব মোটরসাইকেলে করে কায়েমকোলা বাজার থেকে চৌগাছার বাড়িতে যাচ্ছিলেন। জামতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে দিপু ও রাকিব গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করেন এবং আহত রাকিবকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

ঢাকা/রিটন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ