‘মেয়েরা ৬টা প্রেম করলে বেশ্যা, ছেলেরা করলে লোকে বলে— এলেম আছে’
Published: 21st, April 2025 GMT
ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জীবনটা নিজের শর্তে উপভোগ করেন এই অভিনেত্রী। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছর জুড়েই আলোচনায় থাকেন।
ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্বস্তিকা মুখার্জি। ‘জাতিস্মর’খ্যাত এই অভিনেত্রী কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে জানান, এ পর্যন্ত ৬টি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এরপর তার বক্তব্য নিয়ে কাটাছেঁড়া কম হয়নি। অবশেষে সেই সমালোচনার জবাব দিলেন ‘তাসের ঘর’ নায়িকা।
সমাজের মানুষের ভাবনা-চিন্তাকে ব্যঙ্গ করে স্বস্তিকা মুখার্জি বলেন, “৬টা নয়, আমি ৬০০টা প্রেম করেছি, আগে ভুল বলেছিলাম। ক্যাওড়াতলা যাওয়ার আগে আমি আরো একটা শূন্য এর সঙ্গে জুড়তে চাই। এটাই আমার জীবনের উদ্দেশ্য। আমার জীবন, যদি মনে হয় আমি ৬০০০ জন মানুষকে ভালোবাসা জ্ঞাপন করব, তাহলে বেশ করব। আমি তো বলছি না যে, ৬টা লোককে মারব, খুন করব, তাদের গলা চিরে রক্ত খাব বা তাদের ধর্ষণ করব বা তাদের সঙ্গে জালিয়াতি করব, তাদেরকে কাজ করিয়ে পয়সা দেব না, তাদের কাজ কেড়ে নেব। আমাদের আশেপাশে সমাজে তো এগুলোই হচ্ছে। প্রেম করব তাতেও মানুষের সমস্যা। তাহলে যা হচ্ছে আশেপাশে তাই হোক।”
আরো পড়ুন:
আড়ালে গিয়ে অরিন্দমকে গালাগাল দেয়: স্বস্তিকা
চুমু না খেয়েও প্রেমের মুহূর্ত বোনা যায়: শ্রাবন্তী
সমাজ ছেলে ও মেয়েদের কর্মকাণ্ডকে আলাদাভাবে বিচার করে। সেই ব্যাখ্যা করে স্বস্তিকা মুখার্জি বলেন, “ভালোবাসাটা কেন সমস্যা হবে? অবশ্য, এটা নারী বলেই হয়। ছেলেরা করলে তাদের বলি, ‘হ্যাভিং অ্যা ওয়াইল্ড লাইফ।’ ভীষণ দারুণ একটা জীবন। আর মেয়েরা করলে তাদের বেশ্যা বলে। মেয়েরা ৬টা প্রেম করলে বেশ্যা। ছেলেরা ৬টা প্রেম করলে লোকে বলে— ‘ভাই এলেম আছে’। এই সমাজে আমরা বাস করছি।”
স্বস্তিকার জীবনে ৬টি প্রেম এসেছে। এ কথা প্রকাশ্যে বলায় মানুষ কটুক্তি করেছে। তা স্মরণ করে স্বস্তিকা মুখার্জি বলেন, “মানুষে যেভাবে তেড়ে এলো। কারণ ৬টা সম্পর্ক মানে বিশাল একটা ভুল করে ফেলেছি। একটা হওয়া উচিত ছিল। আমরা সবাই সাধু। আমার একটা সম্পর্ক হওয়া উচিত ছিল। জন্মে যার সঙ্গে প্রেম, তার সঙ্গেই বিয়ে হওয়া উচিত ছিল। তার সঙ্গেই বাকি জীবনটা বাঁচা উচিত ছিল। আমি করতে পারিনি, আমার তো একটা বড় ভুল।”
মৃত্যুর আগ পর্যন্ত প্রেম করতে চান স্বস্তিকা মুখার্জি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমি যেমন দেখতে, আমার যেমন চেহারা, আমার যেমন ব্যক্তিত্ব, তাতে আমি ক্যাওড়াতলার স্টপেজ কালীঘাট, তার আগের স্টপ পর্যন্ত আমি প্রেম করতে চাই। প্রচুর মানুষকে ভালোবাসতে চাই। অনেক ভালোবাসা দেওয়ার বাকি আছে, আমি তা দিতে চাই। লিফলেটের মতো বিলি করতে চাই। তারপর খুবই ফুল-ফিলিং নিয়ে মরতে চাই।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র প র ম কর
এছাড়াও পড়ুন:
যৌন হয়রানি: ২ বেরোবি শিক্ষকের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীকে যৌন হয়রানি ও ফলাফল জালিয়াতিতে অভিযুক্ত দুই শিক্ষকের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করেছে শিক্ষার্থীরা।
ওই দুই শিক্ষক হলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড.তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড.রশীদুল ইসলাম।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সড়কে নারী লোভি শিক্ষকদের শাস্তির দাবিতে এ প্রতিবাদী কর্মসূচির আয়োজন করেন তারা।
আরো পড়ুন:
বেরোবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি
ভিক্ষুককে যৌন নিপীড়নের অভিযোগে গণধোলাই
সরেজমিনে দেখা গেছে, অভিযুক্ত শিক্ষকদের কুশপুত্তলিকা তৈরি করে হাফ প্যান্ট, টি শার্ট ও জুতার মালা পরিয়ে খুটিতে বেঁধে রাখা রাখা হয়েছে। কুশপুত্তলিকার গায়ে লেখা আমি নারী লোভি নিপীড়নকারী শিক্ষক। সেখানে শিক্ষার্থীরা একে একে জুতা পেটা করছেন।
এ বিষয়ে বেরোবি শিক্ষার্থী রহমত আলী বলেন, “এ বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও রেজাল্ট টেম্পারিংসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। কিন্তু এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অবিলম্বে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নিপীড়নের যে চর্চা, তা বন্ধ করতে বিশেষ সেল গঠন করতে হবে।
শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “আমাদের দাবি একটাই অপকর্মের সঙ্গে যেসব শিক্ষক জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক এ ধরনের ন্যাক্কারজনক কাজ করতে সাহস না পায়। নাম্বার কমিয়ে দেওয়ার ভয়ে অনেক শিক্ষার্থী কথা বলতে চায় না।”
গত ১৩ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. তানজিউল ইসলাম জীবনের একই বিভাগের এক ছাত্রীর কথোপকথোনের অডিও ক্লিপ ফাঁস হয়। ফাঁস হওয়া অডিও ক্লিপে ওই শিক্ষক শিক্ষার্থীকে জানান, ৩.১৬ রেজাল্ট থেকে ৩.৭০ করে দিয়েছেন। এছাড়া শিখিয়ে দেন, কেউ জিজ্ঞেস করলে কি বলতে হবে।
এ বিষয়ে ড. তানজিউল ইসলাম জীবন সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এছাড়া গত ১৯ এপ্রিল পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রারির অভিযোগ উঠে। তার সঙ্গে মেসেঞ্জারে এক ছাত্রীর সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয়। স্ক্রিনশটে দেখা যায় ওই শিক্ষক ছাত্রীকে যৌন হয়রানির নানা ভাবে চেষ্টা করেছেন এবং বিভিন্ন অযুহাতে বাড়িতেও ডেকেছেন। সেটা ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান।
এ বিষয়ে ড. রশীদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
তবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. মো ফেরদৌস রহমান জানান, পরিসংখ্যান বিভাগ থেকে পরীক্ষার ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ এসেছে। এ বিষয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।
যৌন নিপীড়নের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সোমবার সন্ধ্যা ৭টায় অভিযুক্ত শিক্ষকদের সাময়িক বরখাস্ত দাবিতে মশাল মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
সাময়িক বরখাস্ত দাবি করে তারা বলেন, দোষী যে-ই হোক, তার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। ভবিষ্যতের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা হোক। একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ সামনে আসতেই ফুঁসে ওঠে পুরো ক্যাম্পাস। নিপীড়নের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
ঢাকা/সাজ্জাদ/মেহেদী