কাতারের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
Published: 21st, April 2025 GMT
চার দিনের সফরে কাতারের রাজধানীতে দোহাতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে তিনি কাতারের উদ্দেশে যাত্রা করেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে দেশটিতে অনুষ্ঠেয় ‘আর্থনা সামিট-২০২৫’ এ অংশগ্রহণের জন্য এ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা।
আরো পড়ুন:
বাংলাদেশ-চীন সম্পর্ক আরো গভীর করার আহ্বান প্রধান উপদেষ্টার
শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবুল কালাম আজাদ মজুমদার জানান, পররাষ্ট্র উপদেষ্টা মো.
এ ছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। এই চার ক্রীড়াবিদ হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।
আগামী ২২ ও ২৩ এপ্রিল এই দুই দিনে সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
ঢাকা/হাসান/এনএইচ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টার কাতার সফরে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার ওপর জোর দেওয়া হবে: প্রেসসচিব
তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।
সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ কথা বলেন। খবর বাসসের
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলুথানির আমন্ত্রণে ‘আর্থনা শীর্ষ সম্মেলন-২০২৫’ এ যোগ দিতে প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় চার দিনের সফরে দোহা যাচ্ছেন।
প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীরা আজ সন্ধ্যা ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আগামী ২২ ও ২৩ এপ্রিল তিনি দোহায় ব্যস্ত দিন কাটাবেন।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে অন্যদের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ রয়েছেন।
সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’এ বক্তব্য দেবেন। সফরকালে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।
তিনি বলেন, অধ্যাপক ইউনূস অন্যান্য কর্মসূচির পাশাপাশি কাতারের আমির ও উপ-প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টা কাতার চ্যারিটি ও কাতার ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং কাতারভিত্তিক টিভি চ্যানেল ‘আল-জাজিরা’কে একটি সাক্ষাৎকার দেবেন।
শফিকুল আলম বলেন, কাতারের সঙ্গে বাংলাদেশের এলএনজি আমদানি নিয়ে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। তাই বৃহত্তর জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
তিনি বলেন, ২৩ এপ্রিল একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন হবে, যেখানে বাংলাদেশ ইতিবাচক সাড়া আশা করছে।
এছাড়া ভিসা সংক্রান্ত বিষয়েও আলোচনা এবং রোহিঙ্গা ইস্যুতে একটি সেমিনার হবে। সেমিনারে অধ্যাপক ইউনূস নেতৃত্ব দেবেন। সেমিনারে বিশ্বের অংশীদাররা অংশগ্রহণ করবেন।
শফিকুল আলম বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্বব্যাপী মনোযোগ ফিরিয়ে আনা হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগামী ২৫ এপ্রিল ভোরে দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।