প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) সকাল থেকে তারা বিভিন্ন ব্যানারে এসব কর্মসূচি পালন করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

পারভেজ হত্যার প্রতিবাদ এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জবি ছাত্রদলের নেতাকর্মীরা। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আরো পড়ুন:

কবরের ওপর পড়ে ছিল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ

চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা অতীতেও নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এখনো হচ্ছেন। আমাদের অপরাধ কী? আমরা তো একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। একজন ছাত্রনেতা ও শিক্ষার্থীকে হারিয়ে আমরা গভীরভাবে ব্যথিত। এ নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশে যেন আর কোনো শিক্ষার্থী এ ধরনের নির্মমতার শিকার না হয়। ছাত্রদল আর কোনো মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতাকে হারাতে চায় না।”

কুমিল্লা  বিশ্ববিদ্যালয় (কুবি)

পারভেজ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে মানববন্ধন করেছে কুবি শাখা ছাত্রদল। এতে সংগঠনটির নেতাকর্মীদের কালো ব্যাচ ধারণ করতে দেখা গেছে। 

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “যারা পারভেজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যে দলেরই হোক না কেন তাদের বিচার চাই। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, তারা প্রত্যেকেই দেশের শত্রু, জাতির শত্রু এবং তারা দেশকে অস্থিতিশীল করতে পায়তারা করছে। আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।”

এদিকে, দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে একই দাবিতে মানববন্ধন করেছেন কুবির সাধারণ শিক্ষার্থীরা। 

এ সময় শিক্ষার্থীদের ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘বিচার চাই বিচার চাই, পারভেজ হত্যার বিচার চাই’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই, সন্ত্রাসীদের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো.

মাসুম বিল্লাহর সঞ্চালনায় এতে বক্তব্য দেন, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম, গণিত বিভাগের শিক্ষার্থী মো. হান্নান রহিম প্রমুখ।

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)

দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে ববি শাখা ছাত্রদল। এতে ববি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “ছাত্রদল নেতা পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাসী হামলা। এ হামলায় সরাসরি জড়িত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন— আজমাইন সাকিব, মাহমুদ ইমরান, মো. আব্দুল্লাহ নূর কাফি, জিয়াদুর রহমান, এ আরাফাত, ওসমান সাকিব, মো. রিফাত মাহমুদ, মো. সাজ্জাদ হোসেন, জাফর, মো. মিরাজ, মো. হাবিব, মো. হাসান, মো. হোসেন, আলভী, মো. সাকিব মিয়া, তুহিন, সায়মন, তাহমিদ হক মামুন ও সোহাগ প্রমুখ।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে পারভেজ হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইবি শাখা ছাত্রদল। এসময় সংগঠনটির নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন।

এতে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, রাকিব হোসেন সাক্ষর, উল্লাস মাহমুদ, মুক্তাদির রহমান প্রমুখ।

অন্যদিকে, একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে সমাবেশ করেছে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

এ সময় শিক্ষার্থীদের ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’, ‘পারভেজ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই’সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক গোলাম রব্বানী, তানভীর মাহমুদ মন্ডলসহ অনেকে বক্তব্য দেন।

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

পারভেজ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

সকাল সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি মহানগর মহিলা কলেজ প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।

সমাবেশে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিমউদদীন, সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

সরকারি তিতুমীর কলেজ

পারভেজ হত্যার প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১১টায়  ক্যাম্পাসের প্রধান ফটকে মানববন্ধন করেছে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদল।

এ সময় তাদের ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘দড়ি লাগলে দড়ি নে, খুনিদের ফাঁসি দে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘বিচার বিচার বিচার চাই, পারভেজ হত্যার বিচার চাই’, ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধনে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন, যুগ্ম-আহ্বায়ক মো. রিমু হোসেন প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধন শেষে তারা কলেজে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে তুচ্ছ ঘটনায় রাজধানীর প্রাইম এশিয়া ইউভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত পারভেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ঢাকা/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য জ হ দ ল ইসল ম র ন ত কর ম র সদস য স কর ছ ন সরক র এ সময়

এছাড়াও পড়ুন:

পারভেজ হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি ছাত্রদলের

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির পারভেজ হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেছেন,আমরা যারা রাজনীতি করি তাদের কাজ হলো, সাধারণ শিক্ষার্থীরা একেবারে রাজনীতিবিমুখ হলে একটা দেশ গণতান্ত্রিক পন্থায় চলতে পারে না, তাই আমরা তাদের সোচ্চার করবো। আমরা লিফলেট বিতরণ করবো, আড্ডা, গানে তাদেরকে বুঝাতে সক্ষম হবো।

সোমবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এসময় তিনি এ সব কথা বলেন।

মানববন্ধনে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ছাত্রদল বাংলা সিনেমার শাবানা না যে, আড়াই ঘণ্টার একটা সিনেমায় শাবানা কষ্ট করে, দুঃখ করে। কিন্তু যখন শাবানার ভালো সময় আসে, প্রতিশোধ নেওয়া লাগবে তখন কিন্তু সে ক্ষমা করতে চায়।

তিনি বলেন, ছাত্রদলের সামনের সারির নেতৃত্ব যদি আগামীতে কোনোভাবে আহত হয়, নিহত হয় আমরা বাংলা সিনেমার শাবানার মতো আচরণ করতে পারব না, ওগো এদের ক্ষমা করো। আমরা ক্ষমা করতে পারবো না। আমাদেরও রক্ত গরম হয় আমাদেরও শরীর গরম হয়।

গণেশ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল একটি কমন প্লাটফর্ম। কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা? এটা আমাদের প্রশ্ন। যারা এই প্লাটফর্মকে সামনে রেখে মব সৃষ্টি করে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে, তাদের হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আজ থেকে ছাত্রদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নয়, এটিকে বৈষম্যমুখী ছাত্র আন্দোলন বলবে।

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, সাধারণ শিক্ষার্থীদের বেশে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ব্যানারের মাধ্যমে ছাত্রলীগের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। কেউ যদি এই ব্যানারকে ব্যবহার করে ছাত্রলীগের পুনর্বাসন করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেবো। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু কঠোর অবস্থান নিতে ভুল করবো না।

ছাত্রদলের এই সাধারণ সম্পাদক বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রনেতাকে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে ৫ আগস্ট পূর্ববর্তী সন্ত্রাসের রাজত্বকে পুনরায় ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে।

মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্রদল বাংলা ‘সিনেমার শাবানা’ নয়: ঢাবি ছাত্রদল সভাপতি
  • বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছাত্রদলের হামলা, আহত ৩
  • ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের সনদের মান স্নাতকের (পাস) সমান করার দাবিতে মানববন্ধন
  • গোপালগঞ্জে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীদের মানববন্ধন 
  • ছাত্রশিবিরের শিক্ষাবৃত্তি পেলেন ইবির অর্ধশত শিক্ষার্থী 
  • পারভেজ হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি ছাত্রদলের
  • নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব ইসলামবিরোধী, দাবি দাওয়াহ সার্কেলের
  • রাবি প্রেসক্লাবের সভাপতি মাহিন, সম্পাদক মিশন
  • জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা