তিন শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
Published: 21st, April 2025 GMT
চট্টগ্রামের বাকলিয়ায় তিন শিশুকে বলাৎকারের অভিযোগে গিয়াস উদ্দিনকে নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারগারে পাঠান। এর আগে, রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ভুক্তভোগী শিশুদের পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর পুলিশ রাতেই ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বাকলিয়া থানায় তদন্তাধীন।
পুলিশ জানায়, শিক্ষক গিয়াস উদ্দিন মানারুল কোরআন মাদ্রাসার শিক্ষক। বাকলিয়া থানাধীন ইসহাকেরপুল এলাকার মাদ্রাসাটির শয়নকক্ষে ১৮ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বলাৎকারের ঘটনা ঘটে। ইসহাকেরপুল ইউসুফের বাড়িতে বসবাস করতেন ওই শিক্ষক। তার গ্রামের বাড়ি কক্সবাজারের পুকখালী এলাকায়। বলাৎকারের শিকার তিন শিশু মাদ্রাসাটির ছাত্র। ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সদস্যদের কাউন্সেলিং করেছে পুলিশ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব কল য়
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্র-ফিলিপাইন ‘পূর্ণাঙ্গ যুদ্ধের মহড়া’ শুরু
প্রায় ১৪ হাজার ফিলিপিনো ও মার্কিন সেনা আজ সোমবার বার্ষিক যৌথ মহড়া ‘বালিকাতান’ শুরু করেছেন। এ মহড়া সামরিক চুক্তির আওতায় থাকা দুই মিত্রদেশের ‘পূর্ণাঙ্গ যুদ্ধ অনুশীলন’ হিসেবে বিবেচিত। এমন এক সময়ে এ অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে, যখন দক্ষিণ চীন সাগরে উত্তেজনা চলছে এবং আঞ্চলিক নিরাপত্তাজনিত বিষয়গুলো উদ্বেগ বাড়াচ্ছে।
বালিকাতান শব্দের অর্থ কাঁধে কাঁধ মেলানো। এ বার্ষিক মহড়া চলবে আগামী ৯ মে পর্যন্ত। এতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শিত হবে, যার মধ্যে রয়েছে এনএমইএসআইএস অ্যান্টিশিপ মিসাইল ও এইচআইএমএআরএস রকেট লঞ্চার।
গণমাধ্যমকে জানানো হয়, ফিলিপাইন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায়োগিক মহড়ার মাধ্যমে তাদের নিজস্ব আধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে।
সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র পক্ষের মহড়ার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেমস গ্লিন এ বছরের মহড়াকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতি’ হিসেবে বর্ণনা করেছেন। এ মহড়ায় বিভিন্ন দৃশ্যপটে দুই পক্ষের সক্ষমতা যাচাই করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ, সমুদ্রপথে আক্রমণ রুখে দেওয়া এবং সমুদ্রে আঘাত হেনে ফিলিপাইন নৌবাহিনীর একটি অব্যবহৃত যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার মতো কার্যক্রম এ অনুশীলনে অন্তর্ভুক্ত রয়েছে।
গ্লিন আরও বলেন, ‘এ পূর্ণাঙ্গ সামরিক অনুশীলন চালানোর উদ্দেশ্য হলো, আজকের দিনে আমরা যে আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জগুলো মোকাবিলা করছি, সেগুলোর সব কটিকে মাথায় রাখা, যার শুরু হচ্ছে দক্ষিণ চীন সাগর থেকে।’