ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। মাসখানেক আগেই এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৫ সাল থেকেই মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন এবং ধাপে ধাপে এই পেশা থেকে পুরোপুরি সরে যাবেন।
এমন ঘোষণার পরপরই ওমরাহ পালনে সৌদি আরব যান অহনা। সেখান থেকে ফিরে একরকম আমূল পরিবর্তন দেখা যায় তার জীবনযাপনে। পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে ব্যক্তিগত চিন্তাভাবনায়ও এসেছে গভীর পরিবর্তন। এখন নিয়মিত বোরকা ও হিজাব পরছেন তিনি, আর তাতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে জানিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে অহনা রহমান বলেন, “ওমরাহ্ পালন করে আসার পরে আমি হিজাব পরেই স্বাচ্ছন্দ্যবোধ করছি। নাটকের বাইরে মাথার কাপড় ফেলতে চাই না। এটা আমার ব্যক্তিগত বিষয়। ইন্টারভিউতে গেলেও চেষ্টা করি মাথায় কাপড় রাখার।”
তবে নিজের এই পরিবর্তনকে ঘিরে সমালোচনার মুখেও পড়তে হয়েছে অহনাকে। আক্ষেপ করে তিনি বলেন, “নায়িকাদের পায়ে পায়ে দোষ। হিজাব পরে অ্যাওয়ার্ড নিতে গেলেও দোষ, বডিকন পরে কাজ করলে দোষ, মাথায় কাপড় দিয়ে কাজ করলেও দোষ। তাই এসব নিয়ে এখন আর কিছু বলতে চাই না।”
ওমরাহ নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে অহনা বলেন, “যারা কখনো হজ বা ওমরাহ করেনি, তারা বোঝবেন না এই অনুভূতিটা কেমন। আমার সত্যি শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল। এত ভালো লেগেছে, মনে হয় মনই ভরেনি।”
মানসিক প্রশান্তির জন্য আবারো সৌদিতে যেতে চান অহনা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমি আবারো ওমরাহতে যেতে চাই। কারণ যদি কখনো একা থাকতে চাই বা মানসিক প্রশান্তির খোঁজ করি, তাহলে সৌদিতেই যেতে চাই। এত সুন্দর জায়গা, কয়েকদিনে মন ভরে না।”
মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু করেন অহনা রহমান। এরপর অসংখ্য টিভি নাটকে অভিনয় করে তিনি দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব ছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার জীবনে এসেছে এক নতুন মোড়, যেখানে রয়েছে আধ্যাত্মিক প্রশান্তি ও ব্যক্তিগত আত্মসম্মানের চর্চা।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধার পলাশবাড়ীতে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে কভার্ড ভ্যানের চাপায় আলেয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
মারা যাওয়া আলেয়া একই উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে।
আরো পড়ুন:
এসএসসি পরীক্ষা শেষে ফেরা হলো না রাকিবুলের
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আলেয়া তার মায়ের সঙ্গে আজ বাবার কর্মস্থল সিরাজগঞ্জ যাচ্ছিল। ঢোলভাঙ্গা বাজার এলাকায় বেপরোয়া গতির একটি ভ্যান আলেয়া ও তার মাকে বহনকারী রিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে আলেয়া। পরে গাইবান্ধাগামী একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলি ভুট্টো বলেন, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর দাদা বাদী হয়ে থানায় মামলা করেছেন।”
ঢাকা/মাসুম/মাসুদ