ছাত্র-জনতার ওপর গুলির মামলায় কুমিল্লায় আওয়ামী লীগপন্থী চার আইনজীবী কারাগারে
Published: 21st, April 2025 GMT
প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তবে কি আমির খানের বদলে রাজকুমার রাও
‘লাল সিংহ চাড্ডা’ সিনেমার পর আমির খানকে আর সিনেমায় দেখা যায়নি। এরপর ‘সিতারে জামিন পার’ সিনেমা ঘোষণা দিয়েছেন তিনি। এর মধ্যে মুম্বাইয়ের আইনজীবী উজ্জ্বল নিকমের বায়োপিকে অভিনয় করার কথা ছিল তার। কিন্তু সে সিনেমা থেকে সরে গেছেন তিনি। ফলে এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রাজকুমার রাও।
বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, সরকারি আইনজীবী উজ্জ্বল নিকমের বায়োপিকে অভিনয় করার জন্য আলোচনায় কেন্দ্রে রয়েছেন রাজকুমার রাও। আমির খান মুখ্য ভূমিকা থেকে সরে আসার পর এই খবর এসেছে। রাজকুমারকে নিকমের চরিত্রে অভিনয় করাতে আগ্রহী নির্মাতা দীনেশ ভিজানও।
এর আগে পিঙ্কভিলা জানিয়েছে, করোনা মহামারীর আগে উজ্জ্বল নিকামের বায়োপিক নিয়ে আমির খানের সঙ্গে নির্মাতার দফায় দফায় আলোচনা হয়েছিলো। তখন থেকেই তিনি এটিকে সবার সামনে তুলে ধরতে আগ্রহী ছিলেন। বেশ কয়েকটি খসড়া স্ক্রিপ্ট তৈরি হওয়ার পরও আমির এখন দীনেশ বিজানের সঙ্গে আর কাজ করতে যাচ্ছেন না। প্রথমে এই ছবিতে অভিনয় করার কথা থাকলেও এখন আমির কেবল প্রযোজক হিসেবেই কাজ করবেন।
রাজকুমার রাও বর্তমানে তার আসন্ন রোমান্টিক কমেডি ‘ভুল চুক মাফ’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ওয়ামিকা গাব্বি। এটি আগামী ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
প্রসঙ্গত, মুম্বইয়ের ২৬/১১ সন্ত্রাসী হামলা সংক্রান্ত মামলায় সরকারি কৌঁসুলি ছিলেন আইনজীবী উজ্জ্বল নিকম। ২০২৪-এ বিজেপি প্রার্থী হিসাবে কংগ্রেসের বর্ষা গায়কোয়াড়ের বিরুদ্ধে নির্বাচনে লড়েছিলেন উজ্জ্বল নিকম।