লালমনিরহাটে গণশুনানিতে উঠে এল দুর্নীতির চিত্র, ব্যবস্থা গ্রহণের আশ্বাস দুদকের
Published: 21st, April 2025 GMT
লালমনিরহাটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সেবা পেতে হয়রানি ও দুর্নীতির বিভিন্ন চিত্র উঠে এসেছে। আজ সোমবার সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার হলে যৌথভাবে এই গণশুনানির আয়োজন করে জেলা প্রশাসন ও দুদক সমন্বিত জেলা কার্যালয়।
‘তথ্য পাওয়া আইনি অধিকার’, ‘সেবা পাওয়া নাগরিক অধিকার’ ও ‘দুর্নীতিমুক্ত দেশ সাংবিধানিক অধিকার’—তিনটি স্লোগানে এই গণশুনানির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তাঁর সঙ্গে দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী সেবাপ্রত্যাশীদের অভিযোগ শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
গণশুনানিতে পাসপোর্ট অফিস, বিআরটিএ, সাবরেজিস্ট্রার অফিস, নির্বাচন অফিস, পরিবার পরিকল্পনা অফিস, বিদ্যুৎ অফিস (নেসকো ও পল্লী বিদ্যুৎ), সদর হাসপাতাল, সমাজসেবা অফিস, শিক্ষা অফিস, ব্যাংক, পৌরসভা, রেলওয়ে, পরিবেশ অধিদপ্তরসহ মোট ৩৩টি দপ্তর বা সংস্থা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০৬টি অভিযোগ জমা পড়ে।
আজ বিকেল পর্যন্ত চলমান এই শুনানিতে ফুলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল ইসলামের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন। এ ছাড়া কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথি খোয়া যাওয়া ও ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া ও ঘুষ গ্রহণের অভিযোগগুলোও আলোচনায় আসে। সদর থানার এক এসআইয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা না নেওয়ার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার তরিকুল ইসলাম।
দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এসব দুর্নীতিমূলক কার্যক্রমকে অপ্রত্যাশিত ও অশনিসংকেত হিসেবে উল্লেখ করে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গণশ ন ন
এছাড়াও পড়ুন:
কাঁঠালের মুচি ভর্তার রেসিপি
ছবি: প্রথম আলো