মঙ্গল গ্রহে রহস্যময় খুলি আকৃতির পাথরের খোঁজ
Published: 21st, April 2025 GMT
মহাকাশ গবেষণা সংস্থা নাসার মার্স রোভার পারসিভারেন্স মঙ্গল গ্রহে একটি রহস্যময় খুলি আকৃতির পাথরের ছবি তুলেছে। খুলি আকৃতির পাথরের উৎস সম্পর্কে এখনো কোনো তথ্য মেলেনি। স্কাল হিল নামে অভিহিত রহস্যময় পাথরটি ১১ এপ্রিল পারসিভারেন্স রোভার জেজেরো ক্রেটারের প্রান্তে মাস্টক্যাম–জেড যন্ত্র ব্যবহার করে আবিষ্কার করেছে।
ছবিতে দেখা যায়, পাথরের চারপাশের বেশির ভাগ অঞ্চল হালকা রঙের ও ধূলিময়। খুলি আকৃতির পাথরটি অন্ধকার, কৌণিক ও ক্ষুদ্র গর্তে ঢাকা। নাসা জানিয়েছে, এই ভাসমান পাথরটি দেখতে কিছুটা গাঢ় রঙের। কৌণিক পৃষ্ঠের সঙ্গে চারপাশের হালকা রঙের শিলাস্তরের বিপরীতে স্বতন্ত্র ধরনের পাথরটি। পাথরটিতে কয়েকটি ছোট গর্ত দেখা যায়।
পাথরের উৎস অনিশ্চিত থাকলেও নাসা মনে করেছে, স্কাল হিলের গর্ত ক্ষয় থেকে হয়েছে কিংবা কোনো উল্কার পতনের কারণে তৈরি হতে পারে। নাসা জানিয়েছে, স্কাল হিলের গর্ত পাথরের কণা ক্ষয় বা বাতাসের ঘর্ষণের মাধ্যমে তৈরি হতে পারে। অতীতে হয়তো স্কাল হিল কাছাকাছি কোনো শিলাস্তর থেকে ক্ষয়প্রাপ্ত হয়েও তৈরি হতে পারে।
নাসার গবেষক দল বিশ্বাস করছে, স্কাল হিলের রং কিউরিওসিটি রোভার কর্তৃক আগে গেইল ক্রেটারে পাওয়া উল্কার রঙের সঙ্গে কিছুটা সামঞ্জস্যপূর্ণ। কোথা থেকে এই পাথরগুলো এসেছে ও কীভাবে তারা মঙ্গলে অবস্থান করছে, তা নিয়ে ভালোভাবে বোঝার জন্য কাজ করছে নাসা।
এসব পাথরের মধ্য থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে আগ্রহী বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মঙ্গলে প্রাণের অস্তিত্বের উত্তর খুঁজছেন। এ বছরের জানুয়ারিতে নাসার মার্স রিকনস্যান্স অরবিটার (এমআরও) বেশ কিছু নতুন ছবি সংগ্রহ করে। ছবিতে উত্তর গোলার্ধে হিমায়িত বালুর টিলায় ঢাকা মঙ্গলপৃষ্ঠ দেখা যায়। পৃথিবীর টিলার বিপরীতে মঙ্গলের টিলা গতিশীল বলা হচ্ছে। গত বছরের অক্টোবরে একটি নাসা লাল গ্রহ মঙ্গলপৃষ্ঠের বরফ জমাট পানির নিচে প্রাণের সম্ভাব্য আবাস থাকতে পারে বলে জানিয়েছে।
সূত্র: এনডিটিভি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রিয়ালের বিপক্ষে ফাইনালে খেলা হবে না লেভার
মৌসুমে ৪০ গোল করে ফেলেছেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রর্বাট লেভানডভস্কি। লিগ, চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে কোপা দেল রে’ শিরোপা জয়ের লড়াইয়ে আছে বার্সা। তবে লেভার ইনজুরির খবর ধাক্কা হয়ে এসেছে কাতালান ক্লাবটির জন্য।
ইনজুরিতে প্রায় তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে ৩৬ বছর বয়সী লেভাকে। যার অর্থ সাবেক বরুশিয়া ও বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২৬ এপ্রিল রাতের কোপা দেল রে’র ফাইনালে খেলতে পারবেন না।
বার্সেলোনা বিবৃতি দিয়ে জানিয়েছে, লেভা তার বাঁ পায়ের উরুর মাংসপেশির ইনজুরিতে পড়েছেন। যাকে হ্যামস্ট্রিং ইনজুরি বলে। কতদিন তিনি মাঠের বাইরে থাকবেন সে বিষয়ে ক্লাব কিছু না বললেও বার্সা কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, তিনি পরিষ্কার করে বলতে পারছেন না কবে লেভা মাঠে ফিরবেন।
পোলিশ এই স্ট্রাইকার তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকলে মৌসুমের অধিকাংশ গুরুত্বপূর্ণ ম্যাচই মিস করবেন তিনি। যেমন- কোপা দেল রে ফাইনাল ছাড়াও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১১ মে’র এল ক্লাসিকোয় তাকে পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। আবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ১ ও ১১ মে’র সেমিফাইনালেও খেলতে পারবেন না তিনি।
চলতি মৌসুমে বার্সা লা লিগায় ৩২ রাউন্ড শেষে রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছে। রিয়ালের চেয়ে লিগে ২৩ গোল বেশি দিয়েছে হানসি ফ্লিকের দল। ইন্টার মিলানের বিপক্ষে জিতলে বার্সা ৫ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পা রাখবে। মৌসুমে এরই মধ্যে কাতালানরা রিয়াল মাদ্রিদকে উড়িয়ে সুপার কাপ জিতেছে।