নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিএনপির সমাবেশ
Published: 21st, April 2025 GMT
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকার্মীরা। সোমবার (২১ এপ্রিল) উপজেলা বিএনপি এ কর্মসূচি পালন করে।
এর আগে, একই দিন ভোরে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার কিউট কোম্পানির সামনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। তাদের মিছিল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
বিএনপি সূত্র জানায়, কিউট কোম্পানির সামনে আজ নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করেছে। এরই প্রতিবাদে একই স্থানে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ থানার সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা বিক্ষোভ মিছিল করেন। পরে তারা সমাবেশ করেন।
আরো পড়ুন:
বিএনপির প্রস্তাব: চারটি ছাড়া সব বিষয়ে দলীয় সিদ্ধান্ত মানা বাধ্যতামূলক নয়
বিএনপির জন্ম হয়েছে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার জন্য: সালাম
সমাবেশে নেতারা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়েছে। দেশের অবস্থা পুনরায় অস্থিতিশীল করার জন্য গুটি কয়েক লোক আজ কাঁচপুর এলাকার কিউট কোম্পানির সামনে মিছিল করে। বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জ তথা সোনারগাঁয়ে এ ধরনের কর্মকাণ্ড আর সহ্য করবে না।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- নারায়নগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রোবেল হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা সোহেল রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, দপ্তর সম্পাদক পীর মোহাম্মদ পীরু।
ঢাকা/অনিক/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ন র য়ণগঞ জ ম ছ ল কর ব এনপ র স ন রগ
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার
রূপগঞ্জে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে লামিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূ বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ ঘটনায় নিহতের বাবা আমির হোসেন বাদী হয়ে লামিয়ার স্বামী ও শাশুড়িকে আসামী করে থানায় আত্মহত্যার পরোচনায় মামলা দায়ের করেন।
ওই মামলায় স্বামী মো. শাওন (২২) ও শ্বাশুড়ি ফাতেমা বেগমকে (৫৫) গ্রেফতার করে রবিবার (২০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার তারাব পৌরসভার ৫নং ওয়ার্ডের রূপসী কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানা যায়, গত ৪ বছর আগে তারাব পৌরসভার ৫নং ওয়ার্ডের রূপসী কাজীপাড়া এলাকার বাসিন্দা আমির হোসেনের মেয়ে লামিয়া আক্তার ও প্রতিবেশি তারা মিয়ার ছেলে শাওনের পারিবারিক ভাবে ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে হয়।
তাদের দাম্পত্য জীবনের আরিয়ান নামে ২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই লামিয়ার স্বামী শাওন ও শাশুড়ি ফাতেমা বেগম লামিয়াকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিল। গতকাল শনিবারও স্বামী ও শাশুড়ি মিলে লামিয়ার উপর শারিরীক ও মানসিক নির্যাতন করে এবং আত্মহত্যার পরোচনা দেয়।
একপর্যায়ে অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীর বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয় লামিয়া। পরে মেয়ের জামাই ও শাশুড়ি মিলে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে পরিবারের লোকজন মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে মেয়ের গলায় ও শরীরে নির্যাতনের চিহ্ন দেখে পুলিশে খবর দিলে লামিয়ার স্বামী ও শাশুড়ি কৌশলে পালিয়ে যায়। এ ঘটনার সর্বোচ্চ শাস্তি দাবি করেন নিহতের পরিবার।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠায়। এবং নিহতের বাবা বাদী হয়ে আত্মহত্যার পরোচনার অভিযোগে মামলা দায়ের করলে ওই মামলার নামীয় আসামী নিহতের স্বামী শাওন ও শাশুড়ি ফাতেমা বেগমকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।