যন্ত্রণা আমাকে শক্তিশালী করেছে, বললেন ক্যানসারে আক্রান্ত কোরীয় অভিনেতা
Published: 21st, April 2025 GMT
থাইরয়েড ক্যানসারে ভুগছেন কোরীয় অভিনেতা জং কেউন সুক। এমবিএনের ভ্যারাইটি শো ‘লেটস গো’তে তিনি বলেছেন, ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনটাকে ভিন্নভাবে দেখতে শিখেছেন তিনি।
২০২৩ সালের অক্টোবরে তাঁর ক্যানসার শনাক্ত হয়েছিল, সে বছরই মে মাসে তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে।
সাক্ষাৎকারে ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনের নানা চড়াই–উতরাই তুলে এনেছেন এই তারকা অভিনেতা। তিনি বলেন, ‘ক্যানসারের সঙ্গে লড়াই শুরুর পর থেকে নিজের প্রতি ভালোবাসা বেড়েছে। আমার যন্ত্রণা আমাকে আরও শক্তিশালী করেছে।’
কোরিয়া ইউনিভার্সিটির এক প্রতিবেদনে জানা গেছে, থাইরয়েড ক্যানসার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে পাঁচ বছরের মধ্যে সেরে ওঠার সম্ভাবনা রয়েছে।
জং কেউন সুক বলেন, ‘তাঁরা বলেছেন, থাইরয়েড ক্যানসার “ভালো” ক্যানসার। কিন্তু “ক্যানসার” শব্দটার মধ্যেই ভয় লুকিয়ে রয়েছে। ফলে বিষয়টা মেনে নিতে সময় লেগেছে।’
আরও পড়ুনছেলেকে পিঠে নিয়ে কোরীয় অভিনেত্রীর ট্রেকিং১২ নভেম্বর ২০২৪ক্যানসার শনাক্তের পর প্রায় এক সপ্তাহেও পরিবারকে বিষয়টি জানাননি জং কেউন সুক। গত বছরের আগস্টে ক্যানসারে আক্রান্তের কথা প্রকাশ করেছেন ৩৭ বছর বয়সী অভিনেতা।
প্রায় তিন দশকের ক্যারিয়ারে ‘ইউ আর বিউটিফুল’, ‘লাভ রেইন’, ‘দ্য রয়েল গাম্বলার’সহ বেশ কয়েকটি টিভি সিরিজে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও আলাদা পরিচিতি রয়েছে তাঁর।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যশোরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
যশোরের ঝিকরগাছার কায়েমকোলা জামতলা মোড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দিপু মনি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাকিব হোসেন (১৯) নামে অপর যুবক আহত হয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ছুটিপুর-কায়েমকোলা সড়কের জামতলা মোড়ে ঘটনাটি ঘটে। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দিপু চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। আহত রাকিব একই উপজেলার পাশাপোল ইউনিয়নের পাশাপোল গ্রামের রাজা মিয়ার ছেলে।
আরো পড়ুন:
মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
এসএসসি পরীক্ষা শেষে ফেরা হলো না রাকিবুলের
প্রত্যক্ষদর্শী জানান, দিপু ও রাকিব মোটরসাইকেলে করে কায়েমকোলা বাজার থেকে চৌগাছার বাড়িতে যাচ্ছিলেন। জামতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে দিপু ও রাকিব গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করেন এবং আহত রাকিবকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
ঢাকা/রিটন/মাসুদ