ঠাকুরগাঁওয়ে খাইরুন নাহার (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও চৌধুরীপাড়া গ্রামের একটি কবরের ওপর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত খাইরুন নাহার জিয়াখোর গ্রামের মোহাম্মদ তাজমুলের স্ত্রী। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত সরকার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত রাতে প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান খাইরুন নাহার। সোমবার সকালে তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। এসময় বাড়ির পাশে তার পায়ের জুতা পড়ে থাকতে দেখা যায়। পরে সেই পথ অনুসরণ করে একটি কবরের ওপর তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

আরো পড়ুন:

চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

মামা-মামি ও বোনকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত সরকার বলেন, “মরদেহের সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।”

ঢাকা/হিমেল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য মরদ হ মরদ হ

এছাড়াও পড়ুন:

কবরের ওপর পড়ে ছিল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ

ঠাকুরগাঁওয়ে খাইরুন নাহার (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও চৌধুরীপাড়া গ্রামের একটি কবরের ওপর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত খাইরুন নাহার জিয়াখোর গ্রামের মোহাম্মদ তাজমুলের স্ত্রী। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত সরকার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত রাতে প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান খাইরুন নাহার। সোমবার সকালে তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। এসময় বাড়ির পাশে তার পায়ের জুতা পড়ে থাকতে দেখা যায়। পরে সেই পথ অনুসরণ করে একটি কবরের ওপর তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

আরো পড়ুন:

চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

মামা-মামি ও বোনকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত সরকার বলেন, “মরদেহের সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।”

ঢাকা/হিমেল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ