মিষ্টির দোকান থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, ভেতরে মিলল ব্যবসায়ীর লাশ
Published: 21st, April 2025 GMT
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে একটি মিষ্টির দোকান থেকে রাজীব সরকার (৩২) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কয়েক দিন ধরে দোকানটি বন্ধ ছিল। সেখান থেকে গতকাল রোববার রাতে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের।
নিহত রাজীব সরকার নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে। তিনি জাফলংয়ে মামার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মিষ্টির দোকান চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত একটার দিকে মামার বাজারের ওই দোকান থেকে দুর্গন্ধ ছড়ায়। স্থানীয় এক ব্যক্তি দোকানমালিকের খোঁজ নিতে গিয়ে দোকানটির শাটার আংশিক খোলা অবস্থায় দেখতে পান। শাটার পুরোটা তোলার পর ভেতরে ঢুকে দেখতে পান, রাজীব সরকারের মরদেহ পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, রাজীবের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল এবং এটি আংশিক পচে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় প্রাথমিক সুরতহালে মৃত্যুর কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রাজীব সরকারের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
এদিকে সোমবার সকালে গোয়াইনঘাটে সড়কের পাশের বিল থেকে আরও একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। ওসি তোফায়েল আহমেদ বলেন, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। সকাল সাতটার দিকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে গোয়াইনঘাট সরকারি কলেজসংলগ্ন এলাকার একটি বিল থেকে লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
তোফায়েল আহমেদ আরও জানান, স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে ভবঘুরে হিসেবে এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন। তাঁর পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জ ব সরক র গ য় ইনঘ ট মরদ হ
এছাড়াও পড়ুন:
খুলনায় থানার পাশেই ডাকাতি, মালামাল লুট
খুলনার বটিয়াঘাটা থানার পাশে একটি বাড়িতে ডাকাতি হয়েছে।
সোমবার ভোর ৫টার দিকে থানাসংলগ্ন কিসমত ফুলতলা সিলিন্দামারী গ্রামের আলহাজ মোদাচ্ছের হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল নগদ ৮২ হাজার টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকারসহ ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোদাচ্ছের হোসেন ফজরের নামাজ আদায়ের জন্য ওজু করতে ঘুম থেকে ওঠেন। এ সময় তিনি দরজা খুলে বাইরে ১০-১২ জন লোককে দাঁড়িয়ে থাকতে দেখেন। তারা দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করেই মোদাচ্ছেরের গলায় অস্ত্র ঠেকিয়ে দোতলায় নিয়ে যান। এরপর ডাকাতদল পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে ১০ ভরি ওজনের স্বর্ণের অলংকার, নগদ ৮২ হাজার টাকা, দু’টি মোবাইল ফোন এবং আলমারিতে থাকা কাপড় লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।
মো. মোদাচ্ছের আলী জানান, ফজরের আজান দিলে তিনি নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন লোক ঘরের ভেতর প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে ঢুকে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে পালিয়ে যায়। সকালে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বটিয়াঘাটা থানার অফিসার ইনিচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, ‘‘পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী মৌখিকভাবে থানায় বিষয়টি জানিয়েছেন। পুলিশের মোবাইল টিম লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য কাজ শুরু করছে।’’
নূরুজ্জামান//