‘সিআইডি’ ধারাবাহিকে এসিপি প্রদ্যুমন চরিত্রে অভিনয়ের সুবাদে দর্শকমহলে ‘এসিপি প্রদ্যুমন’ নামেই পরিচিতি পেয়েছেন ভারতীয় অভিনেতা শিবাজি সতম। শিবাজি সতমের জন্মদিন আজ। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ অবলম্বনে তাঁকে নিয়ে জেনে নেওয়া যাক।

মহারাষ্ট্রের দেবগড়ে জন্ম নেওয়া শিবাজি কখনো ভাবেনইনি অভিনয় তাঁর ক্যারিয়ার হয়ে উঠবে। একসময় ব্যাংক কর্মকর্তা হিসেবে কাজ করতেন তিনি।

১৯৮০ সালে ‘রিস্তে-নাতে’ ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় পা রাখেন শিবাজি। বেশ কয়েকটি হিন্দি ও মারাঠি সিনেমা এবং ধারাবাহিকে কাজ করেছেন তিনি।

১৯৯৮ সালে ‘সিআইডি’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সেই বছরের ২১ জানুয়ারি ‘সিআইডি’ সিরিয়ালটির সম্প্রচার শুরু হয়। ২০১৮ সালের ২৭ অক্টোবর শেষবারের মতো সিরিয়ালটি প্রচারিত হয়েছিল।

মাঝখানে ছয় বছর পর আবারও ‘সিআইডি’ ধারাবাহিকে পুরোনো চরিত্রে ফিরছেন এই অভিনেতা। এরই মধ্যে চরিত্রটিকে বিদায়ও বলেছেন তিনি। প্রায় ২৭ বছর ধরে চরিত্রটি ধরে রেখেছিলেন শিবাজি।

নব্বইয়ের দশকে জন্ম নেওয়া দর্শকের কাছে এসিপি প্রদ্যুমন তুমুল জনপ্রিয়। এই চরিত্রে প্রাণ দিয়ে শিবাজি সত্যমের নাম ছড়িয়েছে দর্শকের মুখে মুখে।

আরও পড়ুন‘সিআইডি’তে এসিপি প্রদ্যুমনের বদলে কে আসছেন০৭ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স আইড

এছাড়াও পড়ুন:

‘এসিপি প্রদ্যুমন’ শিবাজি সতমকে নিয়ে কতটা জানেন

‘সিআইডি’ ধারাবাহিকে এসিপি প্রদ্যুমন চরিত্রে অভিনয়ের সুবাদে দর্শকমহলে ‘এসিপি প্রদ্যুমন’ নামেই পরিচিতি পেয়েছেন ভারতীয় অভিনেতা শিবাজি সতম। শিবাজি সতমের জন্মদিন আজ। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ অবলম্বনে তাঁকে নিয়ে জেনে নেওয়া যাক।

মহারাষ্ট্রের দেবগড়ে জন্ম নেওয়া শিবাজি কখনো ভাবেনইনি অভিনয় তাঁর ক্যারিয়ার হয়ে উঠবে। একসময় ব্যাংক কর্মকর্তা হিসেবে কাজ করতেন তিনি।

১৯৮০ সালে ‘রিস্তে-নাতে’ ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় পা রাখেন শিবাজি। বেশ কয়েকটি হিন্দি ও মারাঠি সিনেমা এবং ধারাবাহিকে কাজ করেছেন তিনি।

১৯৯৮ সালে ‘সিআইডি’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সেই বছরের ২১ জানুয়ারি ‘সিআইডি’ সিরিয়ালটির সম্প্রচার শুরু হয়। ২০১৮ সালের ২৭ অক্টোবর শেষবারের মতো সিরিয়ালটি প্রচারিত হয়েছিল।

মাঝখানে ছয় বছর পর আবারও ‘সিআইডি’ ধারাবাহিকে পুরোনো চরিত্রে ফিরছেন এই অভিনেতা। এরই মধ্যে চরিত্রটিকে বিদায়ও বলেছেন তিনি। প্রায় ২৭ বছর ধরে চরিত্রটি ধরে রেখেছিলেন শিবাজি।

নব্বইয়ের দশকে জন্ম নেওয়া দর্শকের কাছে এসিপি প্রদ্যুমন তুমুল জনপ্রিয়। এই চরিত্রে প্রাণ দিয়ে শিবাজি সত্যমের নাম ছড়িয়েছে দর্শকের মুখে মুখে।

আরও পড়ুন‘সিআইডি’তে এসিপি প্রদ্যুমনের বদলে কে আসছেন০৭ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ