জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলার অভিযোগে সাভারে পৃথক স্থান থেকে কৃষক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়ন এবং মানিকগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঢাকা জেলার সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা গ্রামের দানেছ আলীর ছেলে ও বিরুলিয়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মো.

বিল্লাল হোসেন (৩৫) এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার উপজেলা শাখার সহ-সভাপতি রকিব আহমেদ রকি (২৮)।

সোমবার সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

গ্রেপ্তারদের মধ্যে কৃষকলীগ নেতা বিল্লাল হোসেন বিরুলিয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের ক্যাডার বাহিনীর সদস্য বলে জানা গেছে। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যায় অংশ নেওয়ার অভিযোগসহ এলাকায় জমি দখল ও মানুষকে হুমকি দিয়ে বিভিন্ন সুবিধা বাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

অন্যদিকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার উপজেলা শাখার সহ-সভাপতি রকিব আহমেদ রকি সরাসরি ছাত্র জনতার ওপর হামলার মামলায় অভিযুক্ত। তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলার পাশাপাশি এলাকায় মাদক বিক্রি ও কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার রকি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীনও নানা অপকর্মের কারণে বেশ কয়েকবার গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে রয়েছে কয়েকটি হত্যা মামলাসহ অর্ধডজন মামলা রয়েছে। সাভারের আলোচিত রোহান হত্যা হত্যার সঙ্গেও তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কতটি মামলা রয়েছে তা দেখে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

শিক্ষার্থী হত্যায় উত্তাল নেট পাড়া, ওমর সানির ক্ষোভ

রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে বর্বর হামলায় নিহত হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ (২৩)। ময়মনসিংহের এই তরুণ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২২৩ তম ব্যাচের ছাত্র ছিলেন।

এ ঘটনার পরপরই বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, শুরু হয় তীব্র জনরোষ। মানুষ বিচারের দাবিতে একযোগে সরব হয়েছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানি।

ফেসবুক দেওয়া এক স্ট্যাটাসে ওমর সানি লিখেছেন, “মেয়ে দেখে কেউ হাসল, কেউ কাঁদল— এতেই কি একটা প্রাণ চলে যাবে? রাষ্ট্র মেয়ে দু’টার অ্যারেস্টের ছবি দেখান, যারা মার্ডার করেছে তাদের ছবি দেখান। প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন। মানুষ দেখে আবার হাসাহাসি করুক, অসুবিধা নাই। রাষ্ট্রের ওপর কনফিডেন্স আছে, অপেক্ষায় থাকলাম।”

আরো পড়ুন:

বান্ধবীকে বিয়ে করলেন নায়িকা

আড়ালে গিয়ে অরিন্দমকে গালাগাল দেয়: স্বস্তিকা

ঘটনার সূত্রপাত হয়, দুই বহিরাগত মেয়েকে দেখে হাসাহাসির জেরে। অভিযোগ উঠেছে, ওই দুই তরুণীর অভিযোগের ভিত্তিতেই বহিরাগতদের একটি দল পারভেজ ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। নির্মম এ ঘটনার পর আহত পারভেজকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গত ১৯ এপ্রিল, রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আদালতে তোলা হলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ