বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যালে আরেকটি আলাপচারিতায় ইরান–সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর যুক্তরাষ্ট্রের হামলার তথ্য প্রকাশ করেছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এ বিষয়ে জানাশোনা আছে এমন একটি সূত্র গতকাল রোববার রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রে বলেছে, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের স্ত্রী, ভাই ও ব্যক্তিগত আইনজীবী ওই গ্রুপে যুক্ত ছিলেন।

যুক্তরাষ্ট্রে বার্তা আদান-প্রদানের একটি জনপ্রিয় অ্যাপ সিগন্যাল। সাধারণ মানুষও এ অ্যাপটি ব্যবহার করেন।

এমন একটি অরক্ষিত অ্যাপে কেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ইয়েমেনে হামলার মতো খুবই সংবেদনশীল তথ্য প্রকাশ করেছেন, তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠেছে। ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীদের দমনে চলতি বছরের মার্চে ইয়েমেনে বড় ধরনের বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

ওই হামলার পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় নাজুক পরিস্থিতিতে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ। অভ্যন্তরীণ তথ্য ফাঁসের ঘটনা নিয়ে তদন্তের অংশ হিসেবে গত সপ্তাহে পেন্টাগন ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে বহিষ্কার করেছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য আটলান্টিক প্রথম ইয়েমেনের হুতিদের ওপর মার্কিন হামলার পরিকল্পনা নিয়ে সিগন্যালে হওয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি আলাপচারিতার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছিল। সিগন্যাল অ্যাপে আলাপচারিতার সময় সেই গ্রুপে ভুল করে সাময়িকীটির সম্পাদক জেফ্রি গোল্ডবার্গকে যুক্ত করা হয়েছিল।

আটলান্টিক ম্যাগাজিনে গ্রুপ চ্যাটের তথ্য ফাঁস হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অস্বস্তিতে পড়ে। বিরোধী ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎসের পদত্যাগ দাবি করেন।

দ্বিতীয় যে আলাপচারিতা, সেখানেও হেগসেথ হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। এ বিষয়ে জানা আছে, এমন একজন নিজের নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, সিগন্যাল অ্যাপে দ্বিতীয় আলাপচারিতাতেও বেশ কয়েকজন যুক্ত ছিলেন।

আরও পড়ুনকেউ একজন বড় ভুল করেছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী২৭ মার্চ ২০২৫

সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য নয়, বরং প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনার জন্য হেগসেথ ওই গ্রুপটি খুলেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাঁর নিয়োগ পাওয়ার প্রক্রিয়ার সময় সিগন্যালে গ্রুপটি খোলা হয়।

দ্বিতীয় গ্রুপে আলাপচারিতার সময়ও কখন ইয়েমেনে বিমান হামলা চালানো হবে, তার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছিল বলেও জানিয়েছেন ওই সূত্র।

হেগসেথের স্ত্রী জেনিফার টেলিভিশন চ্যানলে ফক্স নিউজের সাবেক প্রযোজক। জেনিফার বিদেশি প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে সংবেদনশীল বৈঠকগুলোতে উপস্থিত থাকেন বলে নিশ্চিত হওয়া গেছে। পেন্টাগন থেকেই এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনসিগন্যাল কেলেঙ্কারি নিয়ে বিবিসিকে যা বললেন ওই সাংবাদিক২৭ মার্চ ২০২৫

পেন্টাগন প্রকাশ করা এক ছবিতে দেখা গেছে, মার্চে হেগসেথ যখন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, তখন তাঁর পাশে স্ত্রী জেনিফার বসে আছেন।
আর হেগসেথের ভাই পেন্টাগনের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে সম্পর্কযুক্ত।

দ্বিতীয় আলাপচারিতা ফাঁসের বিষয়ে কথা বলতে রয়টার্স থেকে পেন্টাগন এবং হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু কোথাও থেকে সাড়া মেলেনি।

আরও পড়ুনইয়েমেনে হামলার পরিকল্পনা ভুল করে ফাঁস করল যুক্তরাষ্ট্র২৫ মার্চ ২০২৫আরও পড়ুন‘যুদ্ধ–পরিকল্পনা’ ফাঁস হওয়ায় চাপে ট্রাম্প প্রশাসন২৬ মার্চ ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সানফ্রানসিসকোতে গান শোনালেন অণিমা রায়, পেলেন সংবর্ধনাও

রবীন্দ্রসংগীতশিল্পী ড. অণিমা রায়। দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। এটা তার পারিবারিক ভ্রমণ হলেও এবারের যাত্রায় নিউইয়র্ক, ডালাসসহ বেশ কিছু রাজ্যে সংবর্ধিত হলেন তিনি। ১৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো শহরে একটি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ড. অণিমা রায়কে সংবর্ধনা জানানো হয়।

সানফ্রানসিসকোর ফ্রিমন্ট এলাকার একটি অডিটরিয়ামে আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা দেন বায়স্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ ও নওশাবা রুবনা রশীদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী নন্দিতা ইয়াসমিনসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে শায়লা জামান দিনা ও রাজশ্রীর গানের পর মূল পরিবেশনায় ১৫টি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান কণ্ঠশিল্পী ড. অণিমা রায়।

আয়োজন প্রসঙ্গে শিল্পী অণিমা রায় বলেন, ‘আমার এবারের ভ্রমণ একেবারেই ব্যক্তিগত। একজন শিল্পী এই ভালোবাসা কুড়াতেই গান করেন। সেখানে নিউইয়র্ক, ডালাস ও সানফ্রানসিসকোতে যে সম্মানটুকু পেলাম তা সত্যিই অনেকদিন আরো ভালো কিছু গান করার শক্তি জোগাবে। কৃতজ্ঞতা ক্যালিফোর্নিয়ার দর্শকদের প্রতি।’

অনুষ্ঠানের একটি অংশে ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’ পরিবেশনা অণিমা রায়ের গানের সাথে রাজ হামিদের আবৃত্তি ও নওশাবা রুবনা রশীদের ক্লাসিকাল নৃত্য অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে।

বায়স্কোপ ফিল্মসের আয়োজনে অনুষ্ঠানে শিল্পী অণিমা রায়ের পরিবেশনায় ছিল আকাশ ভরা সূর্যতারা, এরা সুখের লাগি, গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ, কতবারো ভেবেছিনু, প্রাণ চায় চক্ষু না চায়সহ একাধিক রবীন্দ্রসঙ্গীত ও তিন কবির গানের পরিবেশনা।

এই আয়োজন প্রসঙ্গে রাজ হামিদ বলেন, ‘শিল্পী অণিমা রায় নিজেও একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান। এমন একজন গুণী শিল্পীকে আমরা আমাদের শহরে সম্মান জানাতে পেরে সত্যিই গর্বিত। অনুষ্ঠানটি সকলেই মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন। এই আয়োজনের এটিই সার্থকতা।’

সম্পর্কিত নিবন্ধ