বিনা উইকেটে ৬৭ রানে দ্বিতীয় দিন শুরু করেছিল জিম্বাবুয়ে। প্রথম সেশন শেষ হতে হতে তাদের উইকেট পড়ে যায় চারটি। বাংলাদেশ থেকে এখনো পিছিয়ে আছে ৫৮ রানে। নাহিদা রানা শুরু থেকেই আক্রমণাত্বক বোলিং করে যাচ্ছেন। একাই নিয়েছেন ৩ উইকেট। ১ উইকেট নেন হাসান। উইলিয়ামস ৩৩ ও মাধভেরে ৪ রানে ব্যাট করছেন।
আজ প্রথম সেশনে ক্যাচের রেকর্ডে মেহেদী হাসান মিরাজকে ছাড়িয়ে গেলেন মুমিনুল হক। নাহিদ রানার লাফিয়ে ওঠা ডেলিভারিতে শর্ট লেগে বেন কারানের ক্যাচ নিলেন মুমিনুল হক। জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙার পাশাপাশি রেকর্ডও গড়লেন অভিজ্ঞ ক্রিকেটার। টেস্ট ক্রিকেটে মুমিনুলের এটি ৪১তম ক্যাচ। যা বাংলাদেশের সর্বোচ্চ। এত দিন ৪০ ক্যাচ নিয়ে শীর্ষে ছিলেন মেহেদী হাসান মিরাজ। দুজনই এখনও খেলছেন। তাই সামনের দিনগুলোতে হয়তো বারবার হাতবদল ঘটবে এই রেকর্ডের।
রিভিউ নিয়ে আরভিনকে ফেরালেন নাহিদ
আরভিনকে ফিরিয়ে নিজের তৃতীয় শিকার পেলেন নাহিদ রানা। তার ডেলিভারি ছেড়ে দিতে চেয়েছিলেন আরভিন, কিন্তু বল তার ব্যাট স্পর্শ করে যায় জাকেরের গ্লাভসে। জোরালো আবেদন করেন টাইগার ফিল্ডাররা। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। আল্ট্রা এজে দেখা যায় বল ব্যাটে স্পর্শ করেছে। ৮ রানে ফিরে যান জিম্বাবুয়ে অধিনায়ক। ৩৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে ফেলেছে জিম্বাবুয়ে। ক্রিজে রয়েছেন শেন উইলিয়ামস ও নতুন ব্যাটার মাধেভেরে।
উইলিয়ামস-আরভিনের প্রতিরোধ, উইকেটের অপেক্ষায় বাংলাদেশ
দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় তিন ব্যাটারকে হারিয়েছে জিম্বাবুয়ে। শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনের ব্যাটে ভর করে শতরানে পেরিয়েছে রোডেশিয়ানরা। দুই অভিজ্ঞ ব্যাটারই প্রতিরোধ গড়েছে। উইকেটের অপেক্ষায় আছে বাংলাদেশ।
নাহিদের জোড়া শিকারের পর হাসানের আঘাত
বেনেটকে ফিরিয়ে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন নাহিদ রানা। এটি আর নিজেরও দ্বিতীয় উইকেট শিকার। জাকের আলীর কাছে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫৭ রান করেন এই জিম্বাবুইয়ান ব্যাটসম্যান। নাহিদের জোড়া শিকারের পর ওয়েলচকে (২) বোল্ড করলেন হাসান। ২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯২ রান তুলে ফেলেছে জিম্বাবুয়ে। ক্রিজে রয়েছেন শেন উইলিয়ামস ও নতুন ব্যাটার ক্রেইগ আরভিন।
দিনের শুরুতেই সাফল্য এনে দিলেন নাহিদ রানা
সিলেট টেস্টের প্রথম দিনে শুধু হতাশাই সঙ্গী ছিল বাংলাদেশের। ব্যাট হাতে ১৯১ রানে অলআউট হওয়ার পর বল হাতে কোনো সাফল্য না পেয়ে দিন শেষ করে তারা। ১০ উইকেট হাতে নিয়ে ৬৭ রান তুলে জিম্বাবুয়ে প্রথম দিনটা একেবারে নিজেদের করে নেয়।
বৃষ্টিভেজা সিলেটের আকাশে সকাল থেকে ছিল মেঘের আনাগোনা। তবু সময়মতোই শুরু হয় খেলা। বল হাতে শুরুটা থেকেই আক্রমণাত্মক ছিলেন নাহিদ। দিনের তৃতীয় ওভারেই ফল পেলেন তিনি।
জিম্বাবুয়ের ওপেনার বেন কারেনকে ফিরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলালেন টাইগার শিবির। রানার দুর্দান্ত এক শর্ট বলে গা বাঁচাতে গিয়ে শর্ট লেগে ক্যাচ তুলে দেন কারেন। ৫৫ বল মোকাবিলা করে ১৮ রান করে ফিরে যান তিনি। ১৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭৭ রান তুলে ফেলেছে জিম্বাবুয়ে। ক্রিজে রয়েছেন ব্রায়ান বেনেট ও নতুন ব্যাটার নিকোলাস ওয়েলচ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উইক ট হ আরভ ন প রথম
এছাড়াও পড়ুন:
শিক্ষার্থী হত্যায় উত্তাল নেট পাড়া, ওমর সানির ক্ষোভ
রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে বর্বর হামলায় নিহত হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ (২৩)। ময়মনসিংহের এই তরুণ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২২৩ তম ব্যাচের ছাত্র ছিলেন।
এ ঘটনার পরপরই বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, শুরু হয় তীব্র জনরোষ। মানুষ বিচারের দাবিতে একযোগে সরব হয়েছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানি।
ফেসবুক দেওয়া এক স্ট্যাটাসে ওমর সানি লিখেছেন, “মেয়ে দেখে কেউ হাসল, কেউ কাঁদল— এতেই কি একটা প্রাণ চলে যাবে? রাষ্ট্র মেয়ে দু’টার অ্যারেস্টের ছবি দেখান, যারা মার্ডার করেছে তাদের ছবি দেখান। প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন। মানুষ দেখে আবার হাসাহাসি করুক, অসুবিধা নাই। রাষ্ট্রের ওপর কনফিডেন্স আছে, অপেক্ষায় থাকলাম।”
আরো পড়ুন:
বান্ধবীকে বিয়ে করলেন নায়িকা
আড়ালে গিয়ে অরিন্দমকে গালাগাল দেয়: স্বস্তিকা
ঘটনার সূত্রপাত হয়, দুই বহিরাগত মেয়েকে দেখে হাসাহাসির জেরে। অভিযোগ উঠেছে, ওই দুই তরুণীর অভিযোগের ভিত্তিতেই বহিরাগতদের একটি দল পারভেজ ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। নির্মম এ ঘটনার পর আহত পারভেজকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গত ১৯ এপ্রিল, রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আদালতে তোলা হলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ।
ঢাকা/রাহাত/শান্ত