আরভিনকে ফিরিয়ে নিজের তৃতীয় শিকার পেলেন নাহিদ রানা। তার ডেলিভারি ছেড়ে দিতে চেয়েছিলেন আরভিন, কিন্তু বল তার ব্যাট স্পর্শ করে যায় জাকেরের গ্লাভসে। জোরালো আবেদন করেন টাইগার ফিল্ডাররা। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। আল্ট্রা এজে দেখা যায় বল ব্যাটে স্পর্শ করেছে। ৮ রানে ফিরে যান জিম্বাবুয়ে অধিনায়ক। ৩৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে ফেলেছে জিম্বাবুয়ে। ক্রিজে রয়েছেন শেন উইলিয়ামস ও নতুন ব্যাটার মাধেভেরে।
উইলিয়ামস-আরভিনের প্রতিরোধ, উইকেটের অপেক্ষায় বাংলাদেশ
দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় তিন ব্যাটারকে হারিয়েছে জিম্বাবুয়ে। শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনের ব্যাটে ভর করে শতরানে পেরিয়েছে রোডেশিয়ানরা। দুই অভিজ্ঞ ব্যাটারই প্রতিরোধ গড়েছে। উইকেটের অপেক্ষায় আছে বাংলাদেশ।
নাহিদের জোড়া শিকারের পর হাসানের আঘাত
বেনেটকে ফিরিয়ে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন নাহিদ রানা। এটি আর নিজেরও দ্বিতীয় উইকেট শিকার। জাকের আলীর কাছে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫৭ রান করেন এই জিম্বাবুইয়ান ব্যাটসম্যান। নাহিদের জোড়া শিকারের পর ওয়েলচকে (২) বোল্ড করলেন হাসান। ২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯২ রান তুলে ফেলেছে জিম্বাবুয়ে। ক্রিজে রয়েছেন শেন উইলিয়ামস ও নতুন ব্যাটার ক্রেইগ আরভিন।
দিনের শুরুতেই সাফল্য এনে দিলেন নাহিদ রানা
সিলেট টেস্টের প্রথম দিনে শুধু হতাশাই সঙ্গী ছিল বাংলাদেশের। ব্যাট হাতে ১৯১ রানে অলআউট হওয়ার পর বল হাতে কোনো সাফল্য না পেয়ে দিন শেষ করে তারা। ১০ উইকেট হাতে নিয়ে ৬৭ রান তুলে জিম্বাবুয়ে প্রথম দিনটা একেবারে নিজেদের করে নেয়।
বৃষ্টিভেজা সিলেটের আকাশে সকাল থেকে ছিল মেঘের আনাগোনা। তবু সময়মতোই শুরু হয় খেলা। বল হাতে শুরুটা থেকেই আক্রমণাত্মক ছিলেন নাহিদ। দিনের তৃতীয় ওভারেই ফল পেলেন তিনি।
জিম্বাবুয়ের ওপেনার বেন কারেনকে ফিরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলালেন টাইগার শিবির। রানার দুর্দান্ত এক শর্ট বলে গা বাঁচাতে গিয়ে শর্ট লেগে ক্যাচ তুলে দেন কারেন। ৫৫ বল মোকাবিলা করে ১৮ রান করে ফিরে যান তিনি। ১৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭৭ রান তুলে ফেলেছে জিম্বাবুয়ে। ক্রিজে রয়েছেন ব্রায়ান বেনেট ও নতুন ব্যাটার নিকোলাস ওয়েলচ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় চার নির্দেশনা
আগামী ৮ মে শুরু হচ্ছে ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা, যা চলবে ১৯ মে পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রবিবার (২০ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জন্য চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- লিখিত পরীক্ষায় বই, ঘড়ি, মুঠোফোন, অলংকারসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষাকেন্দ্রে এ ধরনের কোনো সামগ্রী পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে।
পরীক্ষার্থীদের জন্য দেয়া নির্দেশনাগুলো হলো:
১. পরীক্ষার হলে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ সামগ্রীর তালিকায় রয়েছে-বইপুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোনো বস্তু, অলংকার, ব্রেসলেট ও ব্যাগ।
২. পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাই এবং মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালিয়ে পরীক্ষার্থীদের হলে ঢুকতে দেওয়া হবে।
৩. পরীক্ষার দিন নিষিদ্ধ সামগ্রী না আনতে পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হবে, যা অবশ্যই অনুসরণ করতে হবে।
৪. পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কানের ওপর কোনো আবরণ রাখা যাবে না। কানে হিয়ারিং এইড প্রয়োজন হলে, চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেই পিএসসি থেকে অনুমোদন নিতে হবে।
৪৬তম বিসিএসে মোট ৩ হাজার ১৪০টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে-সহকারী সার্জন পদে ১,৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন। এরপর সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে শিক্ষা ক্যাডারে, যেখানে বিভিন্ন বিষয়ে ৫২০ জনকে বিসিএস শিক্ষা ক্যাডারে নেওয়া হবে।
ঢাকা/হাসান/টিপু