ভূমিকম্পে কি মিয়ানমারের গৃহযুদ্ধের হিসাব বদলাবে?
Published: 21st, April 2025 GMT
গত মাসে মিয়ানমারে হয়ে যাওয়া ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প দেশটির জন্য ছিল এক বড় ধাক্কা। প্রাকৃতিক এ বিপর্যয়ে মারা গেছেন কয়েক হাজার মানুষ। আহত হয়েছেন আরও অনেকে। ধ্বংস হয়ে গেছে ঘরবাড়ি, সেতু, মন্দিরসহ আরও অনেক স্থাপনা। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের ছায়ায় মিয়ানমারের দীর্ঘদিনের গৃহযুদ্ধের সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে।
ভূমিকম্পের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সাগাইং শহর ও এর আশপাশের এলাকায়। ভূমিকম্পের কারণে সেখানে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে ত্রাণ ও সহায়তায় নেমেছে বিদ্রোহীরা। কিন্তু সেনাবাহিনী এ সুযোগে আরও এলাকা দখলের চেষ্টা করছে। গত বৃহস্পতিবার ব্যাংককে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠকে ভূমিকম্প-পরবর্তী সময়ে অস্ত্রবিরতির আহ্বান জানান। কিন্তু তা উপেক্ষা করে হামলা চালাচ্ছে সেনাবাহিনী। গত কয়েক দিনে এসব হামলায় প্রাণ গেছে অন্তত ২৬ জনের।
বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পে সেনাবাহিনীর অস্ত্র উৎপাদন কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ফাঁকে বিদ্রোহী গোষ্ঠীগুলো তাদের অবস্থান আরও শক্তিশালী করছে। বিশেষ করে আরাকান আর্মি এখন রাখাইন ছাড়িয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকদের মতে, এই বাহিনীগুলোর শক্তিমত্তা এখন এত বেশি, তারা চাইলে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে।
তবে শুধু অস্ত্র বা বাহিনীই নয়, মানুষের সমর্থনও এখন বড় একটা বিষয় হয়ে উঠেছে। ভূমিকম্পের পর সেনাবাহিনী যখন মানুষের পাশে না দাঁড়িয়ে আক্রমণ চালিয়ে যাচ্ছে, তখন বিদ্রোহীরা ত্রাণ ও উদ্ধারকাজে মন দিয়ে মানুষের আস্থা অর্জন করছে। এদিকে, সেনা শাসকদের মধ্যে কুসংস্কারও বড় প্রভাব ফেলছে। অনেকেই ভূমিকম্পকে ‘ঈশ্বরের শাস্তি’ হিসেবে দেখছেন।
সব মিলিয়ে মিয়ানমারের গৃহযুদ্ধ পরিস্থিতি এখন জটিল রূপ নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভূমিকম্পে সেনাবাহিনীর ভিত নড়ে গেছে, বিদ্রোহীরা আত্মবিশ্বাসী, আর সাধারণ মানুষ এখন বিচার করছে কে আসলে তাদের পাশে আছে। তবে এটুকু নিশ্চিত, ভূমিকম্প শুধু মিয়ানমারের মাটিই নয়, রাজনৈতিক পরিস্থিতিও কাঁপিয়ে দিয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ ন ত সরক র ভ ম কম প
এছাড়াও পড়ুন:
দিল্লিতে জেডি ভ্যান্স এবং নরেন্দ্র মোদির বৈঠক আজ
যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার পরিবার ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ সোমবার তার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। খবর বিবিসির।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আমরা আশাবাদী।
বিশ্বব্যাপী ওয়াশিংটনের শুল্কনীতি ঘিরে চলমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ার আগে দেশগুলো দ্রুত চুক্তি চূড়ান্তে আগ্রহ দেখাচ্ছে।
ভ্যান্সের সফরের অংশ হিসেবে তিনি তার স্ত্রী উষা ভ্যান্স এবং সন্তানদের সঙ্গে আগ্রা ও জয়পুর ভ্রমণে যাবেন। তার স্ত্রী উষার পরিবার ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল।
সোমবার সকালে দিল্লিতে পৌঁছে ভ্যান্স আকসারধাম মন্দির পরিদর্শন করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদি তাকে নৈশভোজে আপ্যায়ন করেন।
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে প্রায় ১৯০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যদিও ট্রাম্প প্রশাসনের মতে, ভারতের উচ্চ শুল্ক হার এবং ৪৫ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত যুক্তরাষ্ট্রের জন্য একটি চ্যালেঞ্জ।
সম্প্রতি ভারত কিছু মার্কিন পণ্যের ওপর শুল্ক হ্রাস করেছে এবং ভবিষ্যতে আরও হ্রাসের সম্ভাবনা রয়েছে।
ভবিষ্যতে ট্রাম্পের সম্ভাব্য ভারত সফর এবং কোয়াড শীর্ষ সম্মেলনে যোগদানের প্রেক্ষাপটে ভ্যান্সের সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।