বার্সাকে জবাব দেওয়া ‘কামব্যাকে’ শিরোপার লড়াইয়ে টিকে থাকল রিয়াল
Published: 21st, April 2025 GMT
আগের রাতে শেষ মুহূর্তের গোলে ঘুরে দাঁড়ানো এক জয় পেয়েছিল বার্সেলোনা। নিজেরা দারুণ ‘কামব্যাক’ করার পর রিয়ালকে একটা খোঁচাও দিয়েছিল বার্সা। আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়ানোর কথা বলেও ব্যর্থ হয়েছিল রিয়াল। ম্যাচ শেষে সেটিই মনে করিয়ে দিয়েছিল বার্সা।
চিরপ্রতিদ্বন্দ্বীদের সেই খোঁচার জবাবই যেন গতকাল রাতে দারুণ ‘কামব্যাকে’ দিল রিয়াল মাদ্রিদ। বার্সার মতোই শেষ মুহূর্তের গোলে দুর্দান্ত এক জয় পেয়েছে রিয়াল। আর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পাওয়া ১–০ গোলের এই জয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে থাকল কার্লো আনচেলত্তির দল। রিয়ালের হয়ে চোখধাঁধানো গোলটি করেছেন ফেদে ভালভের্দে।
শেষ মুহূর্তের গোলে পাওয়া এই জয়ের পর ৩২ ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৯। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৭৩। দুই দলেরই এখন ৬টি করে ম্যাচ হাতে আছে। এর মধ্যে আগামী ১১ মে লা লিগায় মুখোমুখি হবে দুই দল। কে জানে, সে ম্যাচই হয়তো লা লিগার শিরোপা নির্ধারণ করে দেবে।
আরও পড়ুনখাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে বার্সার অবিশ্বাস্য জয় ১৯ এপ্রিল ২০২৫বিলবাও চলতি মৌসুমে লা লিগার অন্যতম সেরা দলগুলোর একটি। এর আগে প্রথম লেগে রিয়ালকে হারের স্বাদও দিয়েছিল তারা। ফলে এই দল নিয়ে ম্যাচের আগে থেকেই অস্বস্তি ছিল রিয়াল শিবিরে। ম্যাচেও যেন সেই অস্বস্তি ফিরে এসেছে বারবার। কিলিয়ান এমবাপ্পেবিহীন রিয়াল প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি।
স্বস্তির জয়ে লড়াইয়ে টিকে থাকল রিয়াল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অনশনে না গিয়ে আলোচনায় সংকট সমাধানের আহ্বান কুয়েট প্রশাসনের
আমরণ অনশনে না গিয়ে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র কল্যাণ পরিচালক।
সোমবার সকালে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। পরে দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াস আকতার বলেন, আজ দুপুর ৩টা থেকে শিক্ষার্থীদের অনশন কর্মসূচি রয়েছে। আমরা তাদের বুঝিয়েছি, আশা করি তারা সিদ্ধান্ত পরিবর্তন করবে। শিক্ষার্থীরা অল্প কয়েকজন আমাদের সঙ্গে বসেছিল, তারা বাকি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ৩৭ জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত করার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলবো বলে তাদের আশ্বস্ত করেছি। ছাত্রদের ভয় পাওয়ার কিছু নেই। নির্দোষ কেউ শাস্তি পাবে না। হলে খাবারের সমস্যা আছে। খাবারের ব্যবস্থা করার কথা বলেছি। নির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে ছাত্রদের সাথে আলোচনা হয়নি, আলোচনা হয়েছে শিক্ষার সার্বিক পরিবেশ স্বাভাবিক করার জন্য।
প্রেস ব্রিফিংয়ে সহকারী ছাত্র কল্যাণ পরিচালক ও সহকারী অধ্যাপক রাজু আহমেদ বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে আদালতে যে মামলা হয়েছে সে ব্যাপারে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। মামলার বাদীর সঙ্গে আলোচনা করে মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। মামলার বিষয়ে কুয়েট প্রশাসনের কোনো ইন্ধন নেই।