গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: বাণিজ্য শাখা—মডেল টেস্ট-১
Published: 21st, April 2025 GMT
জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
দরকারি নির্দেশাবলি—
১. ভর্তি পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
২. পরীক্ষার সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা, এক ঘণ্টা
৩. ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন: বহুনির্বাচনি (MCQ)
৪. ভর্তি পরীক্ষার নম্বর ১০০, পাস নম্বর ৩০
৫.
হিসাববিজ্ঞান-৩৫
১. একটি ‘ব্যবসার অলংকার’ বলা হয় কোনটি?
ক. মুনাফা খ. সুনাম
গ. শৃঙ্খলা ঘ. আয়কর
২. ব্যবসায় ব্যবস্থাপনায় ক্ষমতা বিকেন্দ্রীভূত থাকে কোন স্তরে?
ক. নিম্নস্তরে খ. মধ্যস্তরে
গ. উচ্চস্তরে ঘ. উচ্চ-মধ্যস্তরে
৩. ব্যবস্থাপনা চক্রের নিয়ন্ত্রণ–পরবর্তী কাজ কী?
ক. কর্মী সংস্থান খ. প্রেষণা
গ. সমন্বয় সাধন ঘ. পরিকল্পনা
৪. মানবসম্পদ ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি?
ক. কর্মী নির্বাচন খ. কর্মী সংগ্রহ
গ. কর্মী প্রশিক্ষণ ও উন্নয়ন ঘ. মানবসম্পদ পরিকল্পনা
৫. কোন কাজটিকে হিসাবচক্রে সংক্ষিপ্তকরণ বলা হয়?
ক. জাবেদা ভুক্তকরণ খ. খতিয়ানভুক্তকরণ
গ. রেওয়ামিল প্রস্তুতকরণ ঘ. চূড়ান্ত হিসাব প্রণয়ন
৬. দ্রুত দেনা পরিশোধের জন্য মঞ্জুরিকৃত বাট্টাকে কী বলা হয়?
ক. মোট বাট্টা খ. কারবারি বাট্টা
গ. নগদ বাট্টা ঘ. দ্রুত প্রদায়ন বাট্টা
৭. কোন ‘হিসাবটি’ হিসাবকালের শেষে বন্ধ করা হয়?
ক. অনাদায়ি দেনা সঞ্চিতি খ. আয়কর খরচ
গ. অনুপার্জিত রাজস্ব ঘ. মূলধন
৮. নিট আয় + পরিচলন ব্যয় = কোনটি?
ক. নিট বিক্রয় খ. বিক্রয়ের পরিমাণ
গ. মোট মুনাফা ঘ. বিক্রীত পণ্যের ব্যয়
৯. প্রত্যাশিত এবং অর্জিত ফলাফলের পার্থক্যকে কী বলা হয়?
ক. আয় খ. আয়ের হার
গ. মুনাফা ঘ. ঝুঁকি
১০. হিসাবের ‘সহকারী বই’ কোনটিকে বলা হয়?
ক. রেওয়ামিল খ. জাবেদা
গ. দুতরফা দাখিলা পদ্ধতি ঘ. কম্পিউটার পদ্ধতি
১১. সকল বইয়ের রাজা বলা হয় কাকে?
ক. খতিয়ান খ. জাবেদা
গ. বাট্টা ঘ. ক্রেডিট
১২. হিসাবের ‘গাণিতিক শুদ্ধতা’ যাচাইয়ের অন্যতম কৌশল কোনটি?
ক. জাবেদা খ. রেওয়ামিল
গ. দুতরফা দাখিলা ঘ. খতিয়ান
১৩. ‘Theory Z ’ তত্ত্বের প্রবক্তা কে?
ক. লুকা প্যাসিওলি খ. অধ্যাপক উইলিয়াম জি উচি
গ. আব্রাহাম মাসলো ঘ. ডেভিড রিকার্ডো
১৪. Equities (ইকুইটি) কী?
ক. মূলধন ও সঞ্চিতি
খ. সম্পত্তির ওপর তৃতীয় পক্ষের অধিকার
গ. সম্পত্তির ওপর মালিকপক্ষের অধিকার
ঘ. কর্মচারীদের অধিকার
১৫. কোন রেখাটি ‘U’ আকৃতির হয়?
ক. চাহিদা রেখা খ. নিরপেক্ষ রেখা
গ. প্রান্তিক ব্যয় রেখা ঘ. প্রান্তিক আয় রেখা
১৬. আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক কে?
ক. রবার্ট ওয়েন খ. হেনরি কয়েন
গ. জর্জ টেরি ঘ. ম্যাক্স ওয়েবার
১৭. কোনটি মুদ্রা বাজার নিয়ন্ত্রণের হাতিয়ার?
ক. শেয়ার খ. বন্ড
গ. ট্রেজারি বিল ঘ. ডিবেঞ্চার
১৮. কোনটির জন্য কোনো খতিয়ান প্রস্তুত করা হয় না?
ক. কারবারি বাট্টা খ. নগদ বাট্টা
গ. ক্রয় ঘ. নগদ বিক্রিয়া
১৯. ‘Factoring’ শব্দটি নিচের কোনটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
ক. মজুত পণ্য খ. প্রাপ্য হিসাব
গ. ব্যাংক তহবিল ঘ. সাধারণ মুনাফা
২০. বোনাস শেয়ার ইস্যু করা হয়—
ক. নতুন জনসাধারণকে খ. বর্তমান শেয়ার মালিকগণকে
গ. উদ্যোক্তাদেরকে ঘ. মালিকদেরকে
২১. ব্যবসায়ের ‘বিনিময় ও বণ্টন’ প্রক্রিয়াকে কী বলা হয়?
ক. বিপণন খ. বাণিজ্য
গ. কারবার ঘ. শিল্প
২২. হিসাবের ‘গাণিতিক শুদ্ধতা’ যাচাই করা হয়, তাকে কী বলে?
ক. রেওয়ামিল খ. জাবেদা
গ. নগদান বহি ঘ. খতিয়ান
২৩. একটি বৈধ ব্যাংক চেকের মেয়াদ কত দিন থাকে?
ক. ৩০ দিন খ. ৬০ দিন
গ. ৯০ দিন ঘ. ১৮০ দিন
২৪. একটি কোম্পানির ‘সর্বাধিক তরল’ সম্পত্তি কোনটি?
ক. মজুত পণ্য খ. নগদান
গ. ব্যাংকে জমা ঘ. প্রাপ্য বিল
২৫. কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না?
ক. বেতন খ. ভাড়া
গ. অবচয় ঘ. বিক্রয় কমিশন
২৬. রূপান্তর ব্যয় বলতে বোঝায়—
ক. প্রত্যক্ষ মাল+প্রত্যক্ষ শ্রম
খ. প্রত্যক্ষ শ্রম+কারখানা ব্যয়
গ. প্রত্যক্ষ মাল+কারখানা ব্যয়
ঘ. প্রত্যক্ষ মাল+প্রত্যক্ষ শ্রম+কারখানা ব্যয়
২৭. হিসাবচক্রের প্রথম ধাপ কোনটি?
ক. জাবেদা খ. রেওয়ামিল
গ. খতিয়ান ঘ. উদ্ধৃতিপত্র
২৮. ক্রয়মূল্যের ওপর ২৫% লাভ করলে বিক্রয়মূল্যের ওপর মুনাফার হার কত?
ক. ১২.৫% খ. ৮.৭৫%
গ. ২০% ঘ. ৩৩.৩৩%
২৯. কোনটি মুনাফার ওপর নির্ভরশীল?
ক. আয়কর খ. কর্মচারীদের বেতন
গ. ঋণপত্রের সুদ ঘ. বিনিয়োগে সুদ
৩০. প্রদত্ত বাট্টা হিসেবে ব্যালান্স ২৫ টাকার স্থলে রেওয়ামিলের ডেবিট পার্শ্বে ভুলবশত ৫২ টাকা দেখানো হলে, রেওয়ামিলের দুই দিকের পার্থক্য কত হবে?
ক. ২৬ টাকা খ. ২৭ টাকা
গ. ৭৭ টাকা ঘ. ১০৪ টাকা
৩১. হিসাববিজ্ঞানের মূল উপাদান কোনটি?
ক. হিসাব সমীকরণ খ. জাবেদা
গ. লেনদেন ঘ. খতিয়ান
৩২. ‘Leme Duck’ কী?
ক. স্টক এক্সচেঞ্জের ফটকাবাজি খ. ভুয়া বিমা প্রতিনিধি
গ. বাণিজ্যের গোপন শর্ত ঘ. মুনাফার তত্ত্ব
৩৩. ভাসমান মুদ্রা ব্যবস্থায় মুদ্রা বিনিময় হার নির্ধারিত হয় কীভাবে?
ক. শেয়ারবাজারে খ. মুদ্রাবাজার
গ. কেন্দ্রীয় ব্যাংক ঘ. চাহিদা ও জোগানের দ্বারা
৩৪. লাভ-লোকসান হিসাবের ডেবিট উদ্বৃত্ত বলতে কী বোঝায়?
ক. লাভ খ. ক্ষতি
গ. নিট লাভ ঘ. নিট ক্ষতি
৩৫. ব্যাংক হার কমালে বাজারে সুদের হার কেমন হবে?
ক. বাড়বে খ. স্থিতিশীল
গ. অপরবর্তিত ঘ. হ্রাস পাবে
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-৩৫—
১. ‘সামাজিক ’ ধারণার প্রবক্তা বলা হয় কাকে?
ক. ড. অমর্ত্য সেন খ. অ্যাডাম স্মিথ
গ. ড. মুহাম্মদ ইউনূস ঘ. ড. আখতার হামিদ খান
২. একমালিকানা সংগঠনের বৈশিষ্ট্য কোনটি?
ক. যৌথ ব্যবস্থাপনা খ. ক্ষুদায়তন
গ. স্বল্প ঝুঁকি ঘ. সীমিত দায়
৩. অংশীদারি সংগঠনের মূল ভিত্তি কম?
ক. আইন খ. চুক্তি
গ. চুক্তিপত্র ঘ. নিবন্ধন
৪. কাকে ‘আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক’ বলা হয়?
ক. এইচ এল গ্যান্ট খ. রবার্ট ওয়েন
গ. কার্ল মার্ক্স ঘ. চার্লস ব্যাবেজ
৫. আত্মকর্মসংস্থানের ‘সবচেয়ে বড় মূলধন’ কোনটিকে বলা হয়?
ক. নিজের মূলধন খ. নিজের পুঁজি
গ. নিজের দক্ষতা ঘ. নিজের পরিকল্পনা
৬. ব্যবস্থাপনার প্রথম ও মৌলিক কার্য কোনটি?
ক. নিয়ন্ত্রণ করা খ. পরিকল্পনা প্রণয়ন
গ. সংগঠন করা ঘ. কর্মীসংস্থান
৭. কাকে আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক বলা হয়?
ক. রবার্ট দুয়েন খ. এফ ডব্লিউ টেইলর
গ. হেনরি ফেগুল ঘ. পিটার এফ ড্রাকার
৮. ‘ব্যবস্থাপনা সর্বজনীন’—কথাটি কে বলেছেন?
ক. সক্রেটিস খ. অ্যাডাম স্মিথ
গ. থমাস মুর ঘ. জেমস ওয়াট
৯. কোনটি উত্তম নির্দেশনা বৈশিষ্ট্যের বহির্ভূত?
ক. যৌক্তিতা খ. স্পষ্টতা গ. নমনীয়তা ঘ. পূর্ণাঙ্গতা
১০. ‘বোনাস দেওয়া’ কোন ধরনের নেতৃত্বের উদাহরণ?
ক. অংশগ্রহণমূলক খ. পিতৃসুলভ
গ. ইতিবাচক ঘ. নেতিবাচক
১১. দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন নেতার কোন গুণের অন্তর্ভুক্ত?
ক. সামাজিক খ. নৈতিক
গ. দৈহিক ঘ. পেশাগত
১২. ‘X ও Y’ তত্ত্ব কে প্রবর্তন করেন?
ক. হেনরি ফেয়ল খ. টেরি অ্যান্ড ফ্রাঙ্কলিন
গ. ডগলাস ম্যাকগ্রেগর ঘ. আইরিচ এবং কুঞ্জ
১৩. ‘Motivation’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ইংরেজি খ. গ্রিস গ. ল্যাটিন ঘ. ইতালীয়
১৪. প্রেষণাদারের উদ্দেশ্য কোনটি?
ক. কর্মীকে জাগ্রত করা খ. কর্মীকে কাজ করতে বাধ্য করা
গ. কর্মীর কার্যদক্ষতা বৃদ্ধি করা
ঘ. কর্মীকে কাজে স্বেচ্ছাপ্রণোদিত করা
১৫. নিচের কোন ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকি বণ্টনের সুযোগ নেই?
ক. এক মালিকানা খ. অংশীদারি
গ. সমবায় সমিতি ঘ. প্রাইভেট লি. কোম্পানি
১৬. সবচেয়ে প্রাচীন ব্যবসায় সংগঠন কোনটি?
ক. সমবায় সমিতি খ. অংশীদারি
গ. যৌথ মূলধনি কোম্পানি ঘ. এক মালিকানা
১৭. বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে কোন ধরনের শেয়ার
সর্বোত্তম?
ক. সাধারণ শেয়ার খ. প্রবর্তকের শেয়ার
গ. বোনাস শেয়ার ঘ. অগ্রাধিকার শেয়ার
১৮. একটি কোম্পানি কখন তার বিচরণপত্র প্রকাশ করে?
ক. নিবন্ধনের পূর্বে খ. কোম্পানি গঠনের পর
গ. শেয়ার ইস্যুর পূর্বে ঘ. শেয়ার ইস্যুর পর
১৯. উপমহাদেশে প্রথম সমবায় আইন পাস হয় কত সালে?
ক. ১৯০৪ সালে খ. ১৯০৫ সালে
গ. ১৯৮৭ সালে ঘ. ১৯৮৯ সালে
২০. রাষ্ট্রীয় ব্যবসায় কী উদ্দেশ্য নিয়ে গড়ে ওঠে?
ক. একচেটিয়া ব্যবসায় রোধ খ. অর্থবাজার নিয়ন্ত্রণ
গ. জনকল্যাণ সাধন ঘ. ভারী শিল্প প্রতিষ্ঠা
২১. রাষ্ট্রীয় ব্যবসায়ে লোকসানের ফলে বৃদ্ধি পায় কোনটি?
ক. মূল্যস্ফীতি খ. বেকারত্ব
গ. মুদ্রাস্ফীতি ঘ. জাতীয় ঋণ
২২. কোন শেয়ারমালিকদের ভোটাধিকার থাকে না?
ক. সাধারণ শেয়ার খ. অগ্রাধিকার শেয়ার
গ. বিলম্বিত শেয়ার ঘ. বোনাস শেয়ার
২৩. বিমসটেক (BIMSTEC) কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৮২ সালে খ. ১৯৯০ সালে
গ. ১৯৯৭ সালে ঘ. ২০০২ সালে
২৪. বিশ্বে কে সর্বপ্রথম ‘উদ্যোগ’ ধারণার প্রবর্তন করেন?
ক. যোসেফ সুম্পিটার খ. রিচার্ড ক্যানটিলন
গ. অ্যাডাম স্মিথ ঘ. ম্যাকেয়াভেলি
২৫. ‘The Wealth of Nations’ গ্রন্থটি কার রচনা?
ক. লুকা প্যাসিওলি খ. অ্যাডাম স্মিথ
গ. আল ফারাবি ঘ. হেরিংটন ইমারসন
২৬. দায়িত্ব ও জবাবদিহি নির্ধারণকে কী বলে?
ক. সংগঠন খ. নিয়ন্ত্রণ
গ. কর্মী সংস্থান ঘ. পরিকল্পনা
২৭. ব্যবস্থাপনাশাস্ত্রে প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় কয়টি ‘M’-এর বিষয় উল্লেখ রয়েছে? ক. ৬টি খ. ৮টি
গ. ১০টি ঘ. ১২টি
২৮. কোনটি ‘পরিকল্পনা ও নিয়ন্ত্রণে’র মাপে সংযোগ স্থাপন করে?
ক. সংগঠন খ. যোগাযোগ
গ. নির্দেশনা ঘ. সমন্বয়
২৯. নির্দেশনাকে ‘প্রশাসনের হৃৎপিণ্ড’ বলেছেন কে?
ক. মার্শাল ই ডিমক খ. হেনরি ফেয়ল
গ. হ্যারল্ড কুঞ্জ ঘ. নিউম্যান
৩০. কোনটিকে কোম্পানির জন্মসনদ বলা হয়?
ক. বিবরণপত্র খ. নিবন্ধনপত্র
গ. চুক্তিপত্র ঘ. কার্যারম্ভের অনুমতিপত্র
৩১. ‘General and Industrial Management’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. এফ ডব্লিউ টেইলর খ. রবার্ট ওয়েন
গ. আব্রাহাম মাসলো ঘ. হেনরি ফেয়ল
৩২. নিষ্ক্রিয় অংশীদার ব্যবসায়ে কীভাবে ভূমিকা রাখে?
ক. পরামর্শ ও সহায়তা দিয়ে খ. পরিচালনা করে
গ. দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করে ঘ. মূলধন বিনিয়োগ করে
৩৩. পরিকল্পনার সীমাবদ্ধতা কোনটি?
ক. বাস্তবমুখিতা খ. অনমনীয়তা
গ. সুস্পষ্টতা ঘ. গ্রহণযোগ্যতা
৩৪. ‘পরিকল্পনা একটি বুদ্ধিদীপ্ত কাজ’—এটি কার উক্তি?
ক. মার্শাল ও মার্টিন খ. আইরিচ ও কুঞ্জ
গ. হেনরি ফেয়ল ঘ. জি আর টেরি
৩৫. কর্মীর কাজের প্রতি আগ্রহ যাচাই করা হয় কোন পরীক্ষার মাধ্যমে?
ক. প্রবণতা পরীক্ষা খ. ব্যক্তিত্ব পরীক্ষা
গ. বুদ্ধিমত্তা পরীক্ষা ঘ. যোগ্যতা পরীক্ষা
বাংলা-১৫—
১. ‘ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না।’—এখানে ‘না’ কোন পদ?
ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. ক্রিয়াবিশেষণ ঘ. যোজক
২. ‘অহরহ’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. অহ্+অহ খ. অহঃ+অহ
গ. অহ+অহঃ ঘ. অহ্যে+অহঃ
৩. ‘প্রতিদান’ কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?
ক. জ্যোৎস্নাশোভিত খ. অন্ধকারাচ্ছন্ন
গ. মেঘাচ্ছন্ন ঘ. দীঘল
৪. ‘ও আবার কী বলিবে। আমি যা বলিব তাই হবে।’ মামার এ কথার মাধ্যমে কী প্রকাশ পায়?
ক. অনুপমের আনুগত্য খ. মামার আত্মমর্যাদাবোধ
গ. অনুপমের আত্মমর্যাদাহীনতা ঘ. মামার কর্তৃত্ব প্রয়োগ
৫. নিচের কোন শব্দগুচ্ছ সমার্থক?
ক. তুরগ, হয়, ঘোটক খ. পাবক, হয়, বৈশ্বানর
গ. অন্যপুষ্ট, পরভৃৎ, অন্যপুষ্টি ঘ. সোম, প্রভাকর, ভাস্কর
৬. ‘রাই কুড়িয়ে বেল’ বাগ্ধারাটির অর্থ কী?
ক. ক্ষুদ্র থেকে বড় খ. দরিদ্র থেকে ধনী
গ. নিচ থেকে ওপরে ঘ. পেছন থেকে সামনে
৭. ‘Vacuum’-এর পারিভাষিক শব্দ কী?
ক. একাধিক খ. অবকাশ
গ. ছুটি ঘ. শূন্যস্থান
৮. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. অভ্যন্তরীন খ. আভ্যন্তরীণ
গ. অভ্যন্তরীণ ঘ. আভ্যন্তরীন
৯. ‘সিরাজের পতন কে না চায়’—সংলাপটি কার?
ক. রায়দুর্লভের খ. মীরজাফরের
গ. উমিচাঁদের ঘ. ঘসেটি বেগমের
১০. আভিধানিক ক্রমে সাজানো গুচ্ছ কোনটি?
ক. বর্ষপর্বত, বর্ষপঞ্জি, বর্ষাকাল খ. বাইচ, বাংলাদেশ, বাঁওড়
গ. ব্রাহ্মী, ব্রাহ্মিকা, ব্রাত্য ঘ. ব্র্যাকেট, ব্রেক, ব্রোঞ্জ
১১. ‘যত চাও তত লও তরণী পরে।’—এখানে ‘যত-তত’ হলো—
ক. সাপেক্ষ সর্বনাম খ. নির্ধারক বিশেষণ
গ. সাপেক্ষ অব্যয় ঘ. সাধারণ যোজক
১২. ‘মানুষ-ধম৴ই সবচেয়ে বড় ধর্ম।’—এটি কোন লেখকের উদ্ধৃতি?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৩. ‘আভিধানিক ক্রম অনুসারে’ সজ্জিত শব্দগুচ্ছ কোনটি?
ক. নদী, সাগর, বন খ. ফুল, ফল, পাখি
গ. আলো, মাটি, বায়ু ঘ. চাঁদ, তারা, সূর্য
১৪. ‘ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই’।—উক্তিটি কার?
ক. মামার খ. অনুপমের
গ. কল্যাণীর ঘ. শঙ্খনাথের
১৫. ‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি’—এখানে কথাটি বলতে কী বোঝানো হয়েছে?
ক. ধর্মহীনতা খ. ধর্মের প্রভাব
গ. ধর্মীয় গোঁড়ামি ঘ. ধর্মীয় অনুশাসন
ইংরেজি-১৫—
১. What is the correct spelling?
ক. Inaccssibelity খ. Commissioner
গ. Bureacrat ঘ. Cessotion
২. Between you and I, He has made several mistakes in his calculations.
ক. Between you and I খ. Between I and you
গ. Between you and me ঘ. Between me and you
৩. Many theorists — their own ideas about dreams.
ক. came up to খ. came up with
গ. came up in ঘ. came up
৪. The word ‘Abolition’ means—
ক. start খ. continuati
গ. end ঘ. support
৫. Choose the synonym of ‘serene’.
a. severe b. dark
c. calm d. serious
৬. The word ‘extensively’ is— .
a. noun b. an adjective
c. an adverb d. none of A, B and C
৭. Transform the noun into an adjective: ‘pride’.
ক. proud খ.proudy
গ. pridefull ঘ. prejudice
৮. The word ‘tremendous’ means— .
a. terrible b. shocking
c. great d. excellent
৯. Global warming may have a — effect on life.
a. pollutant b. industrious
c. disastrous d. destruction
১০. The colour of his eyes— blue.
ক. is খ. are
গ. ware ঘ. being
১১. The synonym of ‘Belligerent’ is—
a. friendly b. flexible
c. pugnacious d. repugnant
১২. I bought this watch — twenty dollars.
ক. in খ. at
গ. for ঘ. by
১৩. It is dangerous to walk — the Dhaka-Aricha Highway.
ক. in খ. by
গ. across ঘ. beside
১৪. A word similar to ‘ecstasy’ is — .
ক. plaight খ. delight
গ. increment ঘ. bliss
১৫. How long— you known have?
ক. have খ. did
গ. are ঘ. has
মিলিয়ে নাও সঠিক উত্তর—
হিসাববিজ্ঞান: ১.খ ২.খ ৩.ঘ ৪.ঘ ৫.গ ৬.গ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. ক ১২.খ ১৩.খ ১৪.গ ১৫.গ ১৬.ক ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.খ ২১.খ ২২.ক ২৩.ঘ ২৪.খ ২৫.গ ২৬.খ ২৭.ক ২৮.গ ২৯.ক ৩০.গ ৩১.গ ৩২.ক ৩৩.ঘ ৩৪.ঘ ৩৫.ঘ
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: ১.গ ২.খ ৩.খ ৪.খ ৫.গ ৬.খ ৭.গ ৮.ক ৯.গ ১০.গ ১১.খ ১২.গ ১৩.খ ১৪.ঘ ১৫.ক ১৬.ঘ ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.গ ২১. ঘ ২২.খ ২৩.গ ২৪. খ ২৫.খ ২৬.ক ২৭.ক ২৮.গ ২৯.ক ৩০.খ ৩১.ঘ ৩২.ঘ ৩৩.খ ৩৪.খ ৩৫.ক
বাংলা: ১.গ ২.খ ৩.ঘ ৪.ঘ ৫.ক ৬.ক ৭.ঘ ৮.গ ৯.ঘ ১০.খ ১১.ক ১২.খ ১৩.ঘ ১৪.ঘ ১৫.গ
ইংরেজি: ১. খ ২. গ ৩. খ ৪. গ ৫. গ ৬. গ ৭. ক ৮. গ ৯. গ ১০. খ ১১. গ ১২. গ ১৩. গ ১৪. ঘ ১৫. ক
মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র র প রথম ব যবস য় ক রব র তত ত ব ন র জন র জন য রব র ট স গঠন ম লধন র ওপর
এছাড়াও পড়ুন:
মারধরে কলেজশিক্ষকের মৃত্যু, হামলাকারী আটক
কক্সবাজারের উখিয়ায় মারধরে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। দোকান ভাড়া–সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির মারধরে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার রাত দেড়টার দিকে উখিয়া সদরের ঘিলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
নিহত শিক্ষকের নাম মোহাম্মদ ইকবাল (৫০)। তিনি উখিয়া ডিগ্রি কলেজের শরীরচর্চার শিক্ষক ছিলেন। আটক ব্যক্তির নাম মো. শরিফ প্রকাশ বট্টল (৪৫)। তিনি উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব সিকদারবিল গ্রামের বাসিন্দা।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার জানিয়েছে, এলাকায় কলেজশিক্ষক ইকবালের একটি দোকানে ভাড়াটে হিসেবে রয়েছেন শরিফ। রাতে দোকান ভাড়া–সংক্রান্ত বিষয় নিয়ে শরিফের সঙ্গে ইকবালের কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে মোহাম্মদ ইকবালের ওপর হামলা করেন শরিফ। ইকবালের চোখ-মুখ, মাথা, পেটে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন তিনি। হইচই শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ইকবালকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ ইকবালের বড় ছেলে ইফতিয়াজ নুর বলেন, ‘চুক্তির মেয়াদ শেষ হওয়ায় শরিফকে দোকান ছেড়ে দিতে তাগাদা দেওয়া হচ্ছিল। কিন্তু তাতে গড়িমসি শুরু করেন শরিফ। গতকাল রাতে দোকান ছাড়ার কথা নিয়ে বাবার সঙ্গে তর্কে জড়ান তিনি। হাতাহাতির এক পর্যায়ে বাবা মাটিতে লুটিয়ে পড়লে তাঁর মাথা-মুখ ও পেটে লাথি মারতে থাকেন শরিফ। এতে বাবার মৃত্যু হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোসাইন বলেন, হত্যায় অভিযুক্ত মো. শরিফকে আটক করা হয়েছে। কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।