মুশফিককে নিয়ে করা যে প্রশ্নের জবাব দিলেন না সালাহউদ্দীন
Published: 21st, April 2025 GMT
এমন দিনে সংবাদ সম্মেলনে আসাটাও চ্যালেঞ্জের। দল অলআউট ১৯১ রানে, কঠিন প্রশ্নের মুখোমুখি হতে তো হবেই। কাল সিলেট টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশের দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীনকেও ‘অপ্রিয়’ সব প্রশ্নের উত্তর দিতে হয়েছে। সব প্রশ্নের জবাব তিনি দিয়েছেনও। শুধু একটি ছাড়া!
কাল বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজার বলে খুব বাজেভাবে আউট হয়েছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটসম্যান অনেক দিন ধরে ছন্দেও নেই। ১১ ইনিংস ধরে টেস্টে কোনো ফিফটিও নেই তাঁর। তাহলে মুশফিক দলে কেন, এমন প্রশ্ন এসেছিল সালাহউদ্দীনের সামনে। এই প্রশ্নের জবাব না দিয়ে তিনি বল ঠেলে দিয়েছেন অন্যের কোর্টে, ‘(মুশফিক) দেখুন এটা আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। আমি দলের অংশ, তবে সবকিছু না।’
কাল বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেটে কঠিন সময়টুকু পার করে উইকেট দিয়ে এসেছেন। নাজমুল হোসেন ৪০, মুমিনুল হক আউট হয়েছেন ৫৬ রান করে। ওপেনার দুজনই আউট হয়েছেন ২০টির বেশি বল খেলার পর।
কোচ মোহাম্মদ সালাউদ্দিন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিশেষ বিসিএসে দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ
বিশেষ বিসিএসের মাধ্যমে চলতি বছর দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ের চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
আজ সোমবার সকাল ১০টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালসমূহ সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে
এই তথ্য জানান স্বাস্থ্য উপদেষ্টা।
অনুষ্ঠানে নূরজাহান বেগম মন্তব্য করেন, ‘দেশে চিকিৎসকের ঘাটতি অত্যন্ত প্রকট। তবে আশা করছি, বিশেষ বিসিএসের মাধ্যমে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব হবে।’
বাংলাদেশ রেলওয়ের ১০টি হাসপাতাল যৌথভাবে পরিচালনার জন্য রেলপথ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আজ সমঝোতা স্মারক সই হলেও হাসপাতালগুলো সাধারণ মানুষের জন্য খুলে দিতে কিছুটা সময় লাগতে পারে। বর্তমানে শুধুমাত্র রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীরা এই হাসপাতালগুলো থেকে চিকিৎসা নিচ্ছেন।